Forums.Likebd.Com
লেবুর রস ও গোলাপজল মুখে দিলে কী হয়? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: লেবুর রস ও গোলাপজল মুখে দিলে কী হয়? (/showthread.php?tid=798)



লেবুর রস ও গোলাপজল মুখে দিলে কী হয়? - Hasan - 01-16-2017

দাগমুক্ত ত্বক কে না চায়? আর তা যদি মাত্র এক সপ্তাহেই সম্ভব হয় তাহলে তো আর কথাই নেই। এ ক্ষেত্রে আপনাকে লেবুর রস ও গোলাপজল একসঙ্গে ব্যবহার করতে হবে। এই দুটি প্রাকৃতিক উপাদান দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও সতেজ করতে সাহায্য করে। কীভাবে এই উপাদান দুটি ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
লেবুর রস, গোলাপজল ও কটন বল।
যেভাবে ব্যবহার করবেন
সমান পরিমাণে লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ফ্রিজে ঠান্ডা করার জন্য ১৫ মিনিট রেখে দিন। এবার একটি কটন বলে এই মিশ্রণ নিয়ে পুরো মুখে লাগিয়ে কিংবা শুধু দাগের ওপর লাগিয়ে সারা রাত এভাবে রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। টানা এক সপ্তাহ এই মিশ্রণ মুখে লাগান। দেখবেন, আপনার ত্বক হবে দাগমুক্ত।
পরামর্শ
১. মুখে অ্যালার্জির সমস্যা থাকলে এই মিশ্রণ লাগানোর পর চুলকাতে পারে। এমনটা হলে পাঁচ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।
২. যেহেতু লেবুর রসে ব্লিচিং উপাদান রয়েছে, তাই এই প্যাক রাতে ব্যবহার করাই ভালো। কারণ এই রস ব্যবহারের পর রোদে গেলে ত্বক পুড়ে যেতে পারে।
৩. একবার তৈরি করা প্যাক একবারই ব্যবহার করুন। ফ্রিজে রেখে পরদিন ব্যবহার না করাই ভালো।