Forums.Likebd.Com
মাউথওয়াশ কী খুশকি দূর করে? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: মাউথওয়াশ কী খুশকি দূর করে? (/showthread.php?tid=883)



মাউথওয়াশ কী খুশকি দূর করে? - Hasan - 01-16-2017

মুখের জীবাণু ও গন্ধ দূর করতে মাউথওয়াশ খুবই কার্যকর। কিন্তু আপনি কি জানেন, মাউথওয়াশ সহজেই মাথার খুশকি দূর করে! এমনকি একবার ব্যবহারে খুশকি আর ফিরে আসে না। কীভাবে মাথায় মাউথওয়াশ ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
প্রথম ধাপ
প্রথমে একটি বাটিতে আধা কাপ মাউথওয়াশ নিন। এবার এর সঙ্গে সামান্য পরিমাণে বেবি ওয়েল মেশান। এই মিশ্রণ একটি বোতলে ভরে ভালো মতো ঝাঁকিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা দিয়ে প্রথমে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এবার চুলে কন্ডিশনার দিন। শুধু চুলেই কন্ডিশনার লাগান, যেন মাথার তালুতে না লাগে। আর হ্যাঁ, চুলে পানি লাগাবেন না।
তৃতীয় ধাপ
এবার মাউথওয়াশের মিশ্রণ মাথার তালুতে স্প্রে করুন। চুলে যেন না লাগে। এই মিশ্রণ চুলে লাগলে চুল রুক্ষ হয়ে যেতে পারে এবং মাঝখান থেকে ভেঙে যেতে পারে।
চতুর্থ ধাপ
দুই থেকে পাঁচ মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। যাতে মাথার তালুর মরা কোষ দূর হয়। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন।
পঞ্চম ধাপ
ঠান্ডা পানি দিয়ে চুল ও মাথার তালু ভালো করে ধুয়ে নিন। এবার শুকিয়ে নিন। আপনি যদি মাউথওয়াশের সঙ্গে বেবি ওয়েল মেশান তাহলে চুল কিছুটা তেলতেলে হতে পারে। তাই সবশেষে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারেন।
পরামর্শ
১. মাউথওয়াশ মাথায় ব্যবহারের সময় চোখে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। না হলে চোখের ক্ষতি হতে পারে।
২. আপনি চাইলে শ্যাম্পুর সঙ্গে সামান্য মাউথওয়াশ মিশিয়ে দুই-তিনদিন পরপর ব্যবহার করতে পারেন।
৩. অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। এমনকি চুল পড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।