Forums.Likebd.Com
ঘরোয়া উপায়ে দূর করুন মুখের দাগ - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: ঘরোয়া উপায়ে দূর করুন মুখের দাগ (/showthread.php?tid=894)



ঘরোয়া উপায়ে দূর করুন মুখের দাগ - Hasan - 01-16-2017

হয়তো আপনি বন্ধু কিংবা প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন, সুন্দর পোশাক পরে সেজে বের হওয়ার সময় হঠাৎ চোখ পড়ল আয়নার দিকে। এত আয়োজন করে বের হলেও আপনার মুখের দাগটি সব কিছুর উপর ভেসে উঠছে। মন খারাপ হওয়ারই কথা। দামি মেকআপ বা ফেসিয়াল প্রোডাক্ট ব্যবহার করেও এই দশা থেকে মুক্তি পাচ্ছেন না, তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার জন্য আছে সহজ ঘরোয়া উপায়ে মুখের দাগ দূর করার উপায়। এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন, এক নজর দেখে নেওয়া যাক।
যা যা লাগবে
আপেল অর্ধেকটা, টক দই দেড় চা চামচ ও মধু এক চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
১. প্রথমে আপেল খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। এরপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
২. দক দই ও মধু দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করুন।
৩. পেস্টটি পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন।
৪. সবশেষে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মতি এই প্যাক ব্যবহারে আপনার ত্বকের দাগ দূর হয়ে উজ্জ্বল ও মসৃণ হবে।