Forums.Likebd.Com
কলার ফেস প্যাক ত্বকের জন্য কতটা উপকারী? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: কলার ফেস প্যাক ত্বকের জন্য কতটা উপকারী? (/showthread.php?tid=899)



কলার ফেস প্যাক ত্বকের জন্য কতটা উপকারী? - Hasan - 01-16-2017

কলা শরীরের অভ্যন্তরে পুষ্টি জোগানোর পাশাপাশি বাইরে অর্থাৎ চুল ও ত্বকের জন্য বেশ উপকারী একটি উপাদান। হলুদ বর্ণের এই ফলে আছে ভিটামিন বি৬ এবং বি১২ যা ত্বকের বলিরেখা, রুক্ষতা ও শুষ্কতা দূর করতে অনেক কার্যকর ভূমিকা রাখে। তৈলাক্ত, শুষ্ক কিংবা স্পর্শকাতর যেকোনো ধরনের ত্বকে সহজেই ব্যবহার করা যায় এই ফল দিয়ে তৈরি প্যাক। এমনই উপকারী চারটি কলা ফেস প্যাক তৈরি এবং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘হোম রিমেডি হ্যাকস ডট কম’-এ। চলুন একনজর দেখে নেওয়া যাক সেসব পরামর্শ।
১। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে
একটি কলা থেঁতলে নিন এবং সরাসরি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ত্বকের ওপর একটি বরফ কিউব ঘষে নিন। এভাবে নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও লাবণ্যময়।
২। ত্বককে আরো উজ্জ্বল করে তুলতে
এই প্যাকটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে একটি কলা থেঁতলে নিন এবং সঙ্গে মেশান এক চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস। মাস্কটি ত্বকে ব্যবহারের পূর্বে সাবান বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। মাস্কটি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। কলার এই প্যাকটি ত্বকের কালো দাগ দূর করে রংকে আরো উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে।
৩। ত্বকের ব্রণ দূর করতে
কলার ফেস প্যাক ত্বকের গভীর থেকে ময়লা এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। ফলে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি দূর করতে এই ফল বেশ উপকারী উপাদান। ব্রণ দূর করতে কলার ফেস প্যাকটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে একটি কলা থেঁতলে নিতে হবে। এরপর সঙ্গে মেশাতে হবে আধা চামচ বেকিং সোডা এবং আধা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে ঘন পেস্ট করে নিন। বেশি ঘন হয়ে গেলে সামান্য পানি ব্যবহার করতে পারেন। প্যাকটি লাগানোর পূর্বে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। প্যাকটি দুই স্তরে লাগাতে পারেন এবং ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৪। ত্বকের বলিরেখা বা ভাঁজ দূর করতে
প্রথমে একটি পাত্রে কলা থেঁতলে নিয়ে এক চামচ ঘন টকদই ও ১ চামচ কমলার রস মেশান। মুখ ধুয়ে পেস্টটি লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ঠান্ড পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সবশেষে তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দেখবেন মুখের বলিরেখা অনেকখানি দূর হবে।