Forums.Likebd.Com
খরচ কমানোর ৫ পদ্ধতি - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: খরচ কমানোর ৫ পদ্ধতি (/showthread.php?tid=902)



খরচ কমানোর ৫ পদ্ধতি - Hasan - 01-16-2017

যে যাই বলুক না কেন, আজকের দিনে টাকা-পয়সা নিয়ে না ভাবলে চলবে না। আর পর্যাপ্ত টাকাপয়সার মালিক হতে চাইলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খরচ কমানো। এখানেই যত সমস্যা। অনেকেই দেখা যায় টাকা কম খরচের কথা চিন্তা করছেন, অথচ দিনশেষে তাও টাকা খরচ হয়ে পকেট ফাঁকা। রিডার্স ডাইজেস্ট দিয়েছে এক বিচিত্র বুদ্ধি। একটু বোকাটে চিন্তাভাবনা করলে নাকি টাকাপয়সা কম খরচ হয়, এমনই পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে সবার জন্য।
১. সবাই করছে বলেই হয়তো খরচ করছি!
হয়তো এমন একটা জিনিসের জন্য আপনি খরচ করতে চলেছেন, যা নিয়ে এখন অনেকেই খরচ করে চলছে। এমন করে ভাবতে পারেন, সবাই খরচ করছে যখন; আমার আর ওতে পয়সা ঢালার কোনো মানেই হয় না।
২. আমি নিশ্চয়ই বেশি খরচ করি
ভেবে দেখুন, আপনি হয়তো যে কায়দায় খরচাপাতি করেন, কায়দাটাই হয়তো আপনার খরচা বাড়িয়ে চলছে। ক্রেডিট কার্ডটা হয়তো বেশি ব্যবহার হচ্ছে। এ জন্যই আপনি বেশি খরচ করছেন। এক কাজ করলেই হয়, ক্রেডিট কার্ড বা নিয়মিত খরচের জায়গাগুলো একটু বন্ধ করে দিন।
৩. মেরামতের কী বা দরকার!
অনেক সময়ই দেখা যায়, বিলাসবহুল কোনো জিনিসের মেরামতের জন্য বেশ টাকা খরচ হচ্ছে। ভেবে দেখুন তো জিনিসগুলো আপনার আসলেই দরকার কি না! দরকার পড়ে ওই জিনিসটা বিক্রি করে দিয়ে অন্য কোনো কম দামি জিনিস কিনে ফেলুন।
৪. আগেই জমিয়ে ফেলি টাকা!
সব সময়ে মাস শেষে খরচা হয়ে যায় বেশি, জমানো আর হয় না। এক কাজ করুন, খরচের আগেই যে টাকা জমাতে চান—সেটা আলাদা করে ফেলুন বেতন বা আয়ের থেকে। তাহলেই কিন্তু টাকাটা জমে যাচ্ছে!
৫. দুয়েকটা বিষয় নিয়ে একটু ভাবা দরকার
চাইলেই তো সব খাত থেকে খরচ কমানো সহজ নয়। এমন দুটো খাত বেছে নিন যেখানে আপনার নিয়মিত খরচ হয়। এবারে সেগুলো থেকে আপনার খরচ কীভাবে কমানো যায়, সে বিষয়ে মনোযোগ দিন।