ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে যা করবেন না - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17) +---- Thread: ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে যা করবেন না (/showthread.php?tid=904) |
ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে যা করবেন না - Hasan - 01-16-2017 সংসারে টুকটাক ঝগড়া তো হবেই। কিন্তু যদি সবকিছু মিটমাট করতে চান তাহলে ঝগড়ার পর কিছু কাজ সঙ্গীর সঙ্গে না করাই ভালো। এ ক্ষেত্রে রিডার্স ডাইজেস্টের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। ১. সঙ্গীর সামনে এমন ভাব দেখাবেন না, যেন কিছুই হয়নি। এতে সঙ্গীর রাগ আরো বেড়ে যাবে। আর ঝগড়াও সহজে শেষ হবে না। ২. ঝগড়ার পর দীর্ঘ সময় নিজেদের মধ্যে দূরত্ব ধরে রাখবেন না। এতে সম্পর্কের মাঝে টানাপড়েন লেগেই থাকবে। ৩. সঙ্গী ঝগড়া নিয়ে দুঃখ প্রকাশ করলে কিংবা কোনো বিষয়ে ক্ষমা চাইলে সঙ্গে সঙ্গে মেনে নিন। কোনোভাবেই সঙ্গীর সঙ্গে ওই মুহূর্তে এমন কোনো আচরণ করবেন না যে সঙ্গী বিব্রত অনুভব করে। তাহলে পরবর্তী সময়ে তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা কাজ করবে না। ৪. ঝগড়ার সময় বলা কোনো কথা পরে বলার চেষ্টা করবেন না। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। সেগুলো যদি ধরে বসে থাকেন তাহলে নিজেদের সুখই নষ্ট হবে। ৫. ঝগড়ার পর সঙ্গী একা থাকতে চাইলেও তাকে বেশিক্ষণ একা থাকতে দেবেন না। কারণ সে চায় আপনি তার পাশেই থাকুন। ৬. ঝগড়া মিটমাট করতে সঙ্গীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইবেন না। এতে সঙ্গী আরো বেশি বিরক্ত হবে এবং আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ কমে যাবে। ৭. ঝগড়া মিটে যাওয়ার পর এর কারণ নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। এতে আবারও ঝগড়া শুরু হয়ে যেতে পারে। ৮. অফিসে আজ ঝামেলা হয়েছে কিংবা রাস্তায় অনেক জ্যাম ছিল এ কারণে মাথা গরম- ঝগড়ার পেছনে এমন অজুহাত না দেখানোই ভালো। |