ভূতের একটি হাসির গল্প - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14) +---- Forum: ভূতের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=46) +---- Thread: ভূতের একটি হাসির গল্প (/showthread.php?tid=929) |
ভূতের একটি হাসির গল্প - Hasan - 01-17-2017 Arif: একজন ব্যাবসায়ী কোনো এক প্রয়োজনে টাঙ্গাইল আসে, এখানে এসে রোড এক্সিডেন্টে লোকটি মারা যায়' কিছুক্ষন পর পুলিশ এসে লোকটির পকেট থেকে কিছু টাকা ও তার ঠিকানা পায়, লোকটির বাড়ি গাজীপুরের কোনো এক জায়গায়, তার বাড়িতে লাশ পাঠানোর জন্য একটি ট্রাক ভাড়া করল পুলিশ। . ট্রাকটিতে ড্রাইভার আর হেলপার বসল সামনে আর লাশটি চটি (পাতলা বাঁশের বেড়া) দিয়ে পেচিয়ে রাখা হল পিছনে, ট্রাক ছাড়ল রাত ১২টায়, কিছুদূর যাবার পর একটি দোকানের সামনে ট্রাকটি থামিয়ে হেলপারকে বলল এক পেকেট সিগারেট আনার জন্য। . তখন দোকানদার হেলপারকে জিগ্গেস করলো তারা কোথায় যাবে হেলপার বলল গাজীপুর, পাশে আরেকটি ছেলে বসা ছিল সেও এদিকেই আসবে ভাড়া নেই বলে যেতে পারছেনা, ছেলেটি কাউকে কিছু না জানিয়ে ট্রাকের পিছনে উঠে পরল,অন্ধকারে উচু যায়গা পেয়ে গিয়ে বসল লাশের উপরে,,, . কিছুক্ষন পর ছেলেটি একটা সিগারেট ধরালো, ড্রাইভারঃ দেখতো লাশটা ঠিক আছে নাকি? . অন্ধকারে বিড়ির আগুনের উঠানামা দেখে হেলপারঃ ওস্তাদ গাড়ী থামান লাশে উইট্টা বইয়া বইয়া বিড়ি টানতাছে, ড্রাইভারও একি দৃশ্য দেখলো, ব্রেকে পা রেখেই লাফ দিয়ে দুজনেই দৌড়, ছেলেটা কিছু বুঝতে না পেরে সেও তাদের পিছনে পিছনে দৌড়... . খাইছেরে, ওস্তাদ লাশে দৌড়ানি দিছে,মাইরালা. শুরু হল জীবন বাচানোর দৌড়।। হিহিহিহি . (ভুতুড়ে গল্প মানুষকে শুধু ভয়ই দেখায় না। মাঝে মাঝে হাসায়ও |