Forums.Likebd.Com
Ram এর গতি বাড়িয়ে নিন এক নিমিষে - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: Ram এর গতি বাড়িয়ে নিন এক নিমিষে (/showthread.php?tid=939)



Ram এর গতি বাড়িয়ে নিন এক নিমিষে - RaselMahmud - 01-17-2017

এক নিমিষেই Ram এর গতি বাড়িয়ে নিন
(posted by Shimul)
আগেই বলে নিচ্ছি স্কিন সুট না দেয়ার
জন্য দুঃখীত পিসি অনেক কারনেই স্লো
হয়ে যায়। তার মধ্যে একটি
কারন হচ্ছে র্যামের সল্পতা।আমরা যখন
পিসিতে কাজ করি
তখন Ram অনেক তথ্য জমা হয়।
পরে বিভিন্ন ক্লিনার দ্বারা ঐ ফাইল
গুলো কে মুছে
ফেলতে হয়।কিন্তু এখন তার আর কোন
দরকার নেই।কারণ
কম্পিউটার সেটি নিজে নিজে করবে।
কম্পিউটার বন্ধ করার সময় ভার্চুয়াল
মেমোরি হিসেবে
কাজ করা পেইজ ফাইল মুছে ফেলে
র্যামের গতি বাড়ানো
যায়।
এখন নিচের স্টেপস গুলো দয়া করে ফলো
করুন এবং
ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা
পেইজ ফাইল মুছে
ফেলে র্যামের গতি বাড়ান –
১। এ জন্য Start থেকে control panel-এ যান।
২। এখান থেকে Administrative Tools->Local
Security Policy->Security Settings->Local
Policies->Security Options ঠিকানায় যান।
৩। ডানপাশের Shutdown : Clear virtual
memory
page file অপশনে ডাবল ক্লিক করুন এবং
অপশনটি
Enable করে OK দিয়ে বের হয়ে আসুন।
৪। এখন কম্পিউটার বন্ধের সময় virtual
memory
page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।