Forums.Likebd.Com
CAPTCHA কি? এবং কিভাবে কাজ করে। - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: CAPTCHA কি? এবং কিভাবে কাজ করে। (/showthread.php?tid=940)



CAPTCHA কি? এবং কিভাবে কাজ করে। - RaselMahmud - 01-17-2017

অ নেকের মনে প্রশ্ন জাগতে পারে,
“আমি যখন অনলাইনে কোথাও কোন
অ্যাকাউন্ট ওপেন করতে যাই, তখন
অ্যাকাউন্ট ফরমের নিচে আমাকে কিছু
হ্যাকা-ব্যাকা শব্দ দেখে সেটা পুরন
করে দিতে হয়, একটা ভুল হলে পুরটাই ভুল
হয় এবং আবার নতুন একটা আসে !” যা খুব ই
বিরক্তি কর।
প্রশ্ন করলেন ! → ও গুগল মামা What is
CAPTCHA and How it Works?
উত্তরঃ দিবে তার মাথায় যা আছে সব
গুলার এক গাদা লিঙ্ক
আমি ঘাটা ঘাটি করে অনেক নিচের
একটা
লিঙ্কে গিয়ে অনেক সুন্দর তথ্য পেলাম
CAPTCHA বা Captcha (pronounced as cap-
ch-uh) এটার পূর্ণরূপ দাড়ায় “Completely
Automated Public Turing test to tell
Computers and Humans Apart”
এই টেস্ট নিশ্চিত করে যে এটা অবশ্যই
একটা মানুষ দেখছেন এবং মানুষ ই
রেসপন্স করছে। কোন কম্পিউটার
জেনারেটেড মেশিন এটার উত্তর
দিচ্ছেনা। সাধারণ কথায় এটা একটা
ওয়ার্ড ভেরিফিকেশন টেস্ট যেটা
সাধারণত আমরা অনলাইন এ যে কারো
সেবা পাইতে যদি সাইন আপ করি তাহলে
CAPTCHA টেস্ট দিতে হয়
যে উদ্দেশ্যে এটি মূলত কাজ করে?
CAPTCPA প্রধানত ব্যবহৃত হয় স্বয়ংক্রিয়
সফটওয়্যার (বট) থেকে প্রকৃত মানুষের কর্ম
সঞ্চালনের প্রতিরোধ করার জন্য।
মানে, যখন আপনি একটি নতুন ইমেইল
একাউন্টের জন্য সাইন আপ করেন, তখন
একটি
নাটক জুড়ে সাইন আপ ফর্ম এর শেষে; যে
ফর্ম পূরণ করা হয়, সেটা শুধুমাত্র একটি
বৈধ
মানুষের দ্বারাই যেন পূরণ করা হয়,
স্বয়ংক্রিয় কোন সফ্টওয়্যার যাতে সেটা
পূরণ
করে অপব্যবহার না করে সেজন্য
কম্পিউটার বট
এটি করে থাকে।
বুঝাইতে পারলাম কিনা জানিনা ।
কেনো ব্যবহার হয় ?
অনেকের জন্য ক্যাপচাটি অর্থহীন এবং
বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আসলে
এটা বিভিন্ন ধরনের malicious অতর্কিত
হামলা থেকে রক্ষা পেতে সহায়তা
করে। CAPTCHA স্থাপন করা হয় সিস্টেম
কে প্রটেক্ট করার জন্য, এ থেকে জিমেইল,
ইয়াহু এবং হটমেইল এর মত মেইল সেবা
দানকারীর থেকে স্প্যাম ইমেইল কম
পাওয়া যাবে বলে এটা করা হয় থাকে।
যদিওবা হটমেইল সর্বদা বলে লেস স্প্যাম,
কিন্তু স্প্যাম আসাতো কখনও রুখতে
পারেনা কেউই ! পারবেও না !
কারন কথায় বলেনা, কাটা দিয়ে কাটা
তুলতে
হয়, ঠিক তেমনই সব সিকিউরিটির
বিপরীতে
অ্যান্টি সিকিউকিউরিটি গড়ে উঠবেই।
তা না হলে তো নিউটন মামা পুরাই ধরা
খেয়ে
যেতো, ‘’ প্রত্যেক ক্রিয়াই বিপরীত
প্রতিক্রিয়া আছে‘’ Smile ধন্যবাদ