Forums.Likebd.Com
[লাইফ স্টাইল] সত্যিকারের প্রেমে পড়লে আপনার যে অনুভূতি গুলো হবে - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: [লাইফ স্টাইল] সত্যিকারের প্রেমে পড়লে আপনার যে অনুভূতি গুলো হবে (/showthread.php?tid=970)



[লাইফ স্টাইল] সত্যিকারের প্রেমে পড়লে আপনার যে অনুভূতি গুলো হবে - Hasan - 01-19-2017

অনেকেই বলেন ‘ভালোবাসার অনুভূতি কেমন, প্রেমে
পড়ার অনুভূতি কি ধরণের’। আবার অনেকে বলেন,
‘প্রেমে পড়লেই কি ছেলেমানুষের মতো ব্যবহার
করতে হবে’। কিন্তু আসলে জানা থাকে না যে প্রেমের
পড়ার ফলে যে অনুভূতির সৃষ্টি হয় তা-ই ছেলেমানুষি কাজ
করায়। সত্যিকার অর্থেই প্রেমে পড়ার ফলে মনের
মধ্যে অন্য ধরণের অনুভূতির সৃষ্টি হয়। আপনি হয়তো
কখনোই জানতেন না আপনার মধ্যে এই ধরণের অনুভূতি
রয়েছে যা প্রেমে পড়ার পর টের পাওয়া যায়। সত্যিকার
অর্থেই যদি আপনি প্রেমে পড়ে থাকেন তাহলে নিজের
মধ্যে অনুভব করতে পারবেন এই বিশেষ এবং নতুন
অনুভূতিগুলো।
১) অনেক কিছু করে ফেলতে পারার অনুভূতি
সত্যিকারের প্রেমে পড়লে এক ধরণের দিগ্বিজয়ী
অনুভূতির জন্ম নেয়। যেনো সেই প্রেমটিকে ঘিরে সব
কিছু করে ফেলা সম্ভব, সব বাঁধা পার করা সম্ভব। আপনি
হয়তো জানতেনই না আপনার মধ্যে এতো স্পৃহা লুকিয়ে
আছে।
২) হারিয়ে ফেলার ভয়
প্রেমে পড়লে সঙ্গীকে নিয়ে যে নতুন অনুভূতির
সৃষ্টি হয় তা হচ্ছে হারিয়ে ফেলার বয়। এই ভয়ের কারণেই
উদ্ভট অনেক কিছু করে ফেলেন প্রেমিক প্রেমিকারা।
৩) অতিরিক্ত দুশ্চিন্তা
আগে হয়তো কোনো কিছু নিয়েই চিন্তা লাগতো না,
কিন্তু প্রেমে পড়ার পর মনের মানুষটির সাধারণ ফোন না ধরার
বিষয়টি অনেক বেশি দুশ্চিন্তার জন্ম দেয়, অনুভব করা যায়
অনেক বেশি উদ্বেগ।
৪) অনেক বেশি ঈর্ষান্বিত হয়ে যাওয়ার অনুভূতি
প্রেমে না পড়লে আপনি কখনোই বুঝতে পারবেন না
আপনার মধ্যে কতোটা ঈর্ষা বা হিংসা লুকিয়ে রয়েছে।
মনের মানুষটি অন্য কারো সাথে হেসে কথা বললেই
যেনো এই লুকোনো অনুভূতিতে খোঁচা লেগে যায়।
৫) দ্বিধায় পড়ে যাওয়া
কি করলে ভালো হবে এই জিনিসটি নিয়ে ভাবা বা কোনো
কিছু নিয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি যে এতোটা কঠিন তা
প্রেমে পড়ার আগে টের পাওয়া যায় না একেবারেই।
অনেক বেশি দ্বিধার সৃষ্টি হয় মনে।
৬) অসহ্য যন্ত্রণাদায়ক কষ্ট
ছোটোখাটো বিষয় যা অন্য কেউ করলে যা পাত্তা
দেয়ারই কথা নয় সেই ছোটো বিষয়টি মনের মানুষটি
করলে কি পরিমাণে কষ্ট পাওয়া যায় তা প্রেমে পড়লেই
টের পাওয়া সম্ভব। কারণ প্রেম মনের মধ্যে জন্ম দেয়
অসহ্য যন্ত্রণাদায়ক কষ্টের অনুভূতি।
৭) অবহেলার ভয়
সব সময় মনের মধ্যে ভয়ের অনুভূতি পাওয়া যায় প্রেমে
পড়লে। অনুভূতি একেবারে অমূলক নয়। কারণ মনে হতে
থাকে কখন যেনো মনের মানুষটির কাছ থেকে অবহেলা
পাওয়া হয়ে যায়।
৮) অতিরিক্ত কিন্তু সত্যিকারের আশা
প্রেম মনে মধ্যে একধরণের অতিরিক্ত আশার অনুভূতির
জন্ম দেয়। আশাটি অতিরিক্ত কিন্তু মিথ্যে কিছু নয়। প্রেমে
পড়লে মনের মানুষটির কাছে অতিরিক্ত আশা করাটা
আপনাআপনিই এসে যায়।