Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[খেলাধুলা] শেষ ষোলোতে আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়াকে হারালেন

Googleplus Pint
#1
বড় প্রয়োজনের সময় জ্বলে উঠলেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপে টিকে থাকতে সেটাই যথেষ্ট ছিল না। পেনাল্টি থেকে গোল শোধ করে ঘুরে দাঁড়িয়েছিল নাইজেরিয়া। শেষ দিকে দারুণ গোল করে আর্জেন্টিনাকে শেষ ষোলোতে উঠিয়েছেন মার্কোস রোহো।
সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়াম মঙ্গলবার ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে চার ম্যাচ পর বিশ্বকাপে জিতল তারা।

‘ডি’ গ্রুপে একই সঙ্গে চলা অন্য ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে ক্রোয়েশিয়া।

শেষ ষোলোতে আগামী শনিবার কাজান অ্যারেনায় ‘সি’ গ্রুপ সেরা ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরের দিন নিজনি নভগোরেদে ‘সি’ গ্রুপ রানার্সআপ ডেনমার্কের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণে নামে। আর চতুর্দশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। মাঝমাঠ থেকে এভার বানেগার উঁচু করে বাড়ানো বল বা ঊরু দিয়ে নামিয়ে বাঁ পায়ের টোকায় একটু সামনে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জালে পাঠান বার্সেলোনার এই ফরোয়ার্ড।


এবারের আসরে আর্জেন্টিনা অধিনায়কের এটাই প্রথম গোল।
২৭তম মিনিটে মেসির দারুণ পাসে সুযোগ আসে গনসালো হিগুয়াইনের সামনে। একাদশে ফেরা ফরোয়ার্ড সুযোগ কাজে লাগাতে পারেননি। ছুটে এসে দারুণ দক্ষতায় দলকে বাঁচান গোলরক্ষক ফ্রান্সিস।

৩৪তম মিনিটে আবারও গোল পেতে পারতেন মেসি। ডি-বক্সের একটু বাইরে থেকে আর্জেন্টিনা অধিনায়কের ফ্রি-কিকে বল লাগে পোস্টে। গোলরক্ষক ঝাঁপিয়ে কোনোমতে গ্লাভস ছোঁয়াতে না পারলে বলটা যেতে পারতো জালে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ষষ্ঠ মিনিটে সমতা ফেরায় নাইজেরিয়া।


কর্নারের সময়ে হাভিয়ের মাসচেরানো লিওন বালোগুনকে দুই হাতে ধরে রেখে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ভিডিও ফুটেজ দেখার পর সিদ্ধান্ত পাল্টায়নি। ঠাণ্ডা মাথায় গড়ানো শটে বল জালে পাঠান ভিক্টর মোজেজ।
সমতা ফেরানোর পরপরই আবার রক্ষণাত্মক হয়ে পড়ে নাইজেরিয়া। সে সময়ে সংগ্রাম করতে হয় মেসিদের।

৭৫তম মিনিটে রোহোর মারাত্মক ভুলে সুবর্ণ সুযোগ এসে যায় ওদিওন ইঘালোর সামনে। তবে খুব কাছে থেকেও এই ফরোয়ার্ড শট লক্ষ্যে রাখতে পারেনি।

৮০তম মিনিটে ডি বক্সে বল পেয়ে যান অরক্ষিত হিগুয়াইন। শট লক্ষ্য রাখতে পারেননি তিনিও। নষ্ট হয়ে যায় দলকে এগিয়ে নেওয়ার ভালো একটি সুযোগ।

তিন মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে যান ইঘালো। এবারও জালের দেখা পাননি তিনি। পা দিয়ে তার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার অভিষিক্ত গোলরক্ষক আরমানি।


৮৬তম মিনিটে আসে রোহোর সেই গোল। গাব্রিয়েল মের্কাদোর ক্রসে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাটেডের এই ডিফেন্ডার। ব্রাজিল বিশ্বকাপেও নাইজেরিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন রোহো।
বাকি সময়টুকু নিজেদের জাল অক্ষত রেখে কাটিয়ে দেয় আর্জেন্টিনা। ফ্রি-কিক নিতে দেরি করে হলুদ কার্ড দেখেন মেসি।

বিশ্বকাপে এ নিয়ে পাঁচবার নাইজেরিয়াকে হারাল আর্জেন্টিনা। প্রতিবারই ন্যূনতম ব্যবধানে হেরেছে আফ্রিকার দেশটি। এবারের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ব্যবধান গড়ে দিচ্ছেন কৌতিনহো, নেইমার নয় Hasan 0 1,666 06-26-2018, 05:34 PM
Last Post: Hasan
  বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের সুচি প্রকাশ। MMHA 0 1,864 11-22-2017, 01:38 PM
Last Post: MMHA
  রান পেয়ে খুশি গেইল Hasan 0 1,743 11-21-2017, 03:32 AM
Last Post: Hasan
  [খেলাধুলা] সাকিব আল্লাহর দান ক্রিকেটার শাকিবের কিছু অজানা তথ্য Hasan 1 2,227 09-01-2017, 10:50 AM
Last Post: Arif
  নিষিদ্ধ মাশরাফি, টাইগার দলের অধিনায়ক সাকিব Hasan 0 1,913 05-12-2017, 12:26 AM
Last Post: Hasan
  ঝড় তুলেই গেইলের ১০ হাজার Hasan 0 2,374 04-19-2017, 01:02 AM
Last Post: Hasan
  'মেসির চেয়ে নেইমার ভালো' Playboy 0 2,158 04-01-2017, 08:53 AM
Last Post: Playboy
  আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির অবসর Hasan 0 2,393 02-20-2017, 10:26 AM
Last Post: Hasan
  জামিন পেলেন না আরাফাত সানি Hasan 0 2,676 02-12-2017, 02:23 PM
Last Post: Hasan
  অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে : ম্যাক্সওয়েল Sohan 0 2,333 02-06-2017, 01:33 AM
Last Post: Sohan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)