Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

অনুষ্ঠানের আদবকেতা জানেন তো?

Googleplus Pint
#1
কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে কিছু বিষয় সব সময় মেনে চলা উচিত, সেটা যেকোনো ধরনের অনুষ্ঠানই হোক না কেন। এই আদবকেতাগুলো আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করবে। ব্রাইটসাইড ওয়েবসাইটে অনুষ্ঠানের আদবকেতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
রেস্তোরাঁয়



১. ছেলেরা আগে রেস্তোরাঁর দরজা খুলে মেয়েকে প্রথমে ঢুকতে বলবেন। কোনো টেবিল যদি আপনার নামে রিজার্ভ করে রাখা থাকে, তাহলে সেটি সবার আগে খুঁজে বের করুন।
২. খুব উচ্চ স্বরে হাসাহাসি করবেন না। কোনো কথা বলতে হলে কানের কাছে গিয়ে বলার চেষ্টা করুন, তবে অবশ্যই সে যদি আপনার পরিচিত কেউ হয়।
৩. আপনি যদি সবাইকে দাওয়াত দেন, তাহলে অবশ্যই বিলটা আপনি দেবেন। আর তাঁদের সামনে বসে বিলের পরিমাণ গুনে দেখবেন না, এটা খুবই অভদ্রতা।
৪. আপনাকে কেউ দাওয়াত দিলে আগ বাড়িয়ে আপনি বিল দেওয়ার জন্য জোরাজুরি করবেন না। সে আপনাকে কখনোই বিল দিতে দেবে না। তাই অযথা কথা বাড়িয়ে লাভ নেই।
খাবার টেবিলে



১. খাবার খাওয়ার সময় অনেক বেশি খাবার প্লেটে নেবেন না। অল্প অল্প করে খাবার নেওয়ার চেষ্টা করুন।
২. চামচ দিয়ে খাওয়ার অভ্যাস না থাকলে একটু দেরিতে খাওয়া শুরু করুন। দেখুন, অন্যরা কোন হাতে কী চামচ নিচ্ছে। এবার ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন।
৩. খাওয়ার সময় ফোনে কথা বলবেন না। এটা খুবই অভদ্রতা। পারলে ফোন বন্ধ করে রাখুন।
৪. সবার সঙ্গে একসঙ্গে খেতে বসুন। খাওয়া শেষ হলেও হুট করে উঠে যাবেন না। টেবিলের সবার খাওয়া শেষ হলে উঠুন।
৫. দাওয়াতে খাওয়ার সময় দেরি করে আসবেন না। যখন আসতে বলবে, ঠিক তখনই আসার চেষ্টা করুন।
কথা বলার সময়



১. কোনো অনুষ্ঠানে গেলে পারিবারিক বিষয়ে আলাপ না করাই বুদ্ধিমানের কাজ।
২. অপরিচিত কারো সঙ্গে কথা বলার সময় বোঝার চেষ্টা করুন, সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কি না।
৩. উচ্চ স্বরে কাউকে ডাকবেন না। কথা বলতে হলে তার কাছে গিয়ে কথা বলুন।
৪. অন্যের কথা মন দিয়ে শুনুন। তার কথা শেষ হওয়ার আগেই কথা বলা শুরু করবেন না।
৫. কারো কোনো কথায় মন খারাপ হলে কোনোভাবেই উত্তেজিত হবেন না।
হাত মেলানোর সময়



১. যখন কেউ আপনাকে পরিচয় করিয়ে দেবে, তখনই হাত মেলাবেন। আগ বাড়িয়ে আপনি অপরিচিত কারো সঙ্গে হাত মেলাতে যাবেন না।
২. হাত মেলানোর সময় কখনোই জোরে হাতে চাপ দেবেন না। এটা খুবই অভদ্রতা।
৩. হঠাৎ করে কোনো মেয়ের সঙ্গে হাত মেলাতে যাবেন না। সে বিরক্ত হতে পারে।
দরজায় যা করবেন



১. দরজা থেকে প্রথমে মেয়েদের আগে যেতে দিন। অপরিচিত কোনো মেয়ে থাকলেও এমনটা করবেন।
২. ভিড় থাকলে অযথা দরজার সামনে গিয়ে ঠেলাঠেলি করবেন না। কিছুক্ষণ অপেক্ষা করুন। ভিড় কমলে পরে ঢোকার চেষ্টা করুন।
৩. যেখানে এন্ট্রি লেখা, সেখান থেকে ঢুকুন। আর যেখানে এক্সিট লেখা থাকবে, সেখান থেকে বের হবেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 1,459 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 1,632 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,220 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 1,710 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 2,295 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 1,579 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 1,660 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 1,790 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 1,646 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 1,717 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)