Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

৩০ রমজানের ৩০ টি দোয়া হাদিস থেকে সংগৃহীত

Googleplus Pint
#1
১ম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻻﻭّﻝ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞْ ﺻِﻴﺎﻣﻲ ﻓﻴﻪِ ﺻِﻴﺎﻡَ ﺍﻟﺼّﺎﺋِﻤﻴﻦَ، ﻭَﻗِﻴﺎﻣﻲ ﻓﻴﻪِ

ﻗﻴﺎﻡَ ﺍﻟْﻘﺎﺋِﻤﻴﻦَ، ﻭَﻧَﺒِّﻬْﻨﻲ ﻓﻴﻪِ ﻋَﻦْ ﻧَﻮْﻣَﺔِ ﺍﻟْﻐﺎﻓِﻠﻴﻦَ، ﻭَﻫَﺐْ ﻟﻰ ﺟُﺮْﻣﻲ ﻓﻴﻪِ

ﻳﺎ ﺍِﻟـﻪَ ﺍﻟْﻌﺎﻟَﻤﻴﻦَ، ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨّﻲ ﻳﺎ ﻋﺎﻓِﻴﺎً ﻋَﻦْ ﺍﻟُْﻤﺠْﺮِﻣﻴﻦَ .

হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত

রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর।

আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের

নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে

তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগত

সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ

মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার

যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ

ক্ষমাকারী।

২য় রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻧﻲ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻗَﺮِّﺑْﻨﻲ ﻓﻴﻪِ ﺍِﻟﻰ ﻣَﺮْﺿﺎﺗِﻚَ، ﻭَﺟَﻨِّﺒْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦْ

ﺳَﺨَﻄِﻚَ ﻭَﻧَﻘِﻤﺎﺗِﻚَ، ﻭَﻭَﻓِّﻘْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﻘِﺮﺁﺀَﺓِ ﺍﻳـﺎﺗِﻚَ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻳﺎ ﺍَﺭْﺣَﻢَ

ﺍﻟﺮّﺍﺣِﻤﻴﻦَ .

হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ

আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি

নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ

আর গজব থেকে। আমাকে তৌফিক দাও

তোমার পবিত্র কোরআনের আয়াত

তেলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে

শ্রেষ্ঠ দয়াময়।

৩য় রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻟﺚ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺭْﺯُﻗْﻨﻲ ﻓﻴﻪِ ﺍﻟﺬِّﻫْﻦَ ﻭَﺍﻟﺘَّﻨْﺒﻴﻪَ، ﻭَﺑﺎﻋِﺪْﻧﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ

ﺍﻟﺴَّﻔﺎﻫَﺔِ ﻭَﺍﻟَّﺘﻤْﻮﻳﻪِ، ﻭَﺍﺟْﻌَﻞْ ﻟﻰ ﻧَﺼﻴﺒﺎً ﻣِﻦْ ﻛُﻞِّ ﺧَﻴْﺮ ﺗُﻨْﺰِﻝُ ﻓﻴﻪِ، ﺑِﺠُﻮﺩِﻙَ

ﻳﺎ ﺍَﺟْﻮَﺩَ ﺍﻻَْﺟْﻮَﺩﻳﻦَ .

হে আল্লাহ ! আজকের দিনে আমাকে

সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে

রাখ অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম

থেকে। এ দিনে যত ধরণের কল্যাণ দান করবে

তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার

উসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের

মধ্যে সর্বোত্তম দানশীল।

৪র্থ রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺮّﺍﺑﻊ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻗَﻮِّﻧﻲ ﻓﻴﻪِ ﻋَﻠﻰ ﺍِﻗﺎﻣَﺔِ ﺍَﻣْﺮِﻙَ، ﻭَﺍَﺫِﻗْﻨﻲ ﻓﻴﻪِ ﺣَﻼﻭَﺓَ

ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺍَﻭْﺯِﻋْﻨﻲ ﻓﻴﻪِ ﻻَِﺩﺍﺀِ ﺷُﻜْﺮِﻙَ ﺑِﻜَﺮَﻣِﻚَ، ﻭَﺍﺣْﻔَﻈْﻨﻲ ﻓﻴﻪِ ﺑِﺤِﻔْﻈِﻚَ

ﻭَﺳَﺘْﺮِﻙَ، ﻳﺎ ﺍَﺑْﺼَﺮَ ﺍﻟﻨّﺎﻇِﺮﻳﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার

নির্দেশ পালনের শক্তি দাও। তোমার

জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও।

তোমার অপার করুণার মাধ্যমে আমাকে

তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর।

হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান।

আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও

হেফাজতে রক্ষা কর।

৫ম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺨﺎﻣﺲ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺴْﺘَﻐْﻔِﺮﻳﻦَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ

ﻣِﻦْ ﻋِﺒﺎﺩِﻙَ ﺍﻟﺼّﺎﻟِﺤﻴﻦَ ﺍْﻟﻘﺎﻧِﺘﻴﻦَ، ﻭَﺍﺟْﻌَﻠﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦْ ﺍَﻭْﻟِﻴﺎﺋِﻚَ ﺍﻟْﻤُﻘَﺮَّﺑﻴﻦَ،

ﺑِﺮَﺃْﻓَﺘِﻚَ ﻳﺎ ﺍَﺭْﺣَﻢَ ﺍﻟﺮّﺍﺣِﻤﻴﻦَ .

হে আল্লাহ ! এই দিনে আমাকে ক্ষমা

প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত কর। আমাকে

শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের

কাতারে। হে আল্লাহ ! মেহেরবানী করে

আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু

হিসেবে গ্রহণ কর। হে দয়াবানদের মধ্যে

শ্রেষ্ঠ দয়াবান।

৬ষ্ঠ রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺴّﺎﺩﺱ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻻ ﺗَﺨْﺬُﻟْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﺘَﻌَﺮُّﺽِ ﻣَﻌْﺼِﻴَﺘِﻚَ، ﻭَﻻﺗَﻀْﺮِﺑْﻨﻲ

ﺑِﺴِﻴﺎﻁِ ﻧَﻘِﻤَﺘِﻚَ، ﻭَﺯَﺣْﺰِﺣْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦْ ﻣُﻮﺟِﺒﺎﺕِ ﺳَﺨَﻄِﻚَ، ﺑِﻤَﻨِّﻚَ ﻭَﺍَﻳﺎﺩﻳﻚَ

ﻳﺎ ﻣُﻨْﺘَﻬﻰ ﺭَﻏْﺒَﺔِ ﺍﻟﺮّﺍﻏِﺒﻴﻦَ .

হে আল্লাহ ! তোমার নির্দেশ অমান্য করার

কারণে এ দিনে আমায় লাঞ্চিত ও অপদস্থ

করোনা। তোমার ক্রোধের চাবুক দিয়ে

আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি

তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে

বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ

থেকে আমাকে দূরে রাখো। হে

আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।

৭ম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺴّﺎﺑﻊ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍَﻋِﻨّﻲ ﻓِﻴﻪِ ﻋَﻠﻰ ﺻِﻴﺎﻣِﻪِ ﻭَﻗِﻴﺎﻣِﻪِ، ﻭَﺟَﻨِّﺒْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦْ

ﻫَﻔَﻮﺍﺗِﻪِ ﻭَﺁﺛﺎﻣِﻪِ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨﻲ ﻓﻴﻪِ ﺫِﻛْﺮَﻙَ ﺑِﺪَﻭﺍﻣِﻪِ، ﺑِﺘَﻮْﻓﻴﻘِﻚَ ﻳﺎ ﻫﺎﺩِﻱَ

ﺍﻟْﻤُﻀِﻠّﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে রোজা পালন

ও নামাজ কায়েমে সাহায্য কর। আমাকে

অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো।

তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে

তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথ

হারাদের পথ প্রদর্শনকারী।

৮ম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻣﻦ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺭْﺯُﻗْﻨﻲ ﻓﻴﻪِ ﺭَﺣْﻤَﺔَ ﺍﻻَْﻳْﺘﺎﻡِ، ﻭَﺍِﻃْﻌﺎﻡَ ﺍَﻟﻄَّﻌﺎﻡِ،

ﻭَﺍِﻓْﺸﺎﺀَ ﺍﻟﺴَّﻼﻡِ، ﻭَﺻُﺤْﺒَﺔَ ﺍﻟْﻜِﺮﺍﻡِ، ﺑِﻄَﻮﻟِﻚَ ﻳﺎ ﻣَﻠْﺠَﺎَ ﺍﻻْﻣِﻠﻴﻦَ .

হে আল্লাহ ! তোমার উদারতার উসিলায় এ

দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার,

ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি

প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ

করার তৌফিক দাও। হে আকাঙ্খাকারীদের

আশ্রয়স্থল।

৯ম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺘّﺎﺳﻊ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞْ ﻟﻲ ﻓﻴﻪِ ﻧَﺼﻴﺒﺎً ﻣِﻦْ ﺭَﺣْﻤَﺘِﻚَ ﺍﻟْﻮﺍﺳِﻌَﺔِ،

ﻭَﺍﻫْﺪِﻧﻲ ﻓﻴﻪِ ﻟِﺒَﺮﺍﻫﻴﻨِﻚَ ﺍﻟﺴّﺎﻃِﻌَﺔِ، ﻭَﺧُﺬْ ﺑِﻨﺎﺻِﻴَﺘﻲ ﺍِﻟﻰ ﻣَﺮْﺿﺎﺗِﻚَ

ﺍﻟْﺠﺎﻣِﻌَﺔِ، ﺑِﻤَﺤَﺒَّﺘِﻚَ ﻳﺎ ﺍَﻣَﻞَ ﺍﻟْﻤُﺸْﺘﺎﻗﻴﻦَ .

হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার

রহমতের অধিকারী কর। আমাকে পরিচালিত

কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে

আগ্রহীদের লক্ষ্যস্থল। তোমার ভালোবাসা

ও মহব্বতের উসিলায় আমাকে তোমার

পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।

১০ম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﻌﺎﺷﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺘَﻮَﻛِّﻠﻴﻦَ ﻋَﻠَﻴْﻚَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ

ﻣِﻦَ ﺍﻟْﻔﺎﺋِﺰﻳﻦَ ﻟَﺪَﻳْﻚَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻤُﻘَﺮَّﺑﻴﻦَ ﺍِﻟَﻴْﻚَ، ﺑِﺎِﺣْﺴﺎﻧِﻚَ ﻳﺎ

ﻏﺎﻳَﺔَ ﺍﻟﻄّﺎﻟِﺒﻴﻦَ .

হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা

করেছে আমাকে সেই ভরসাকারীদের

অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে

আমাকে শামিল করো সফলকামদের মধ্যে

এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী

বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে

অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

১১তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺤﺎﺩﻱ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺣَﺒِّﺐْ ﺍِﻟَﻲَّ ﻓﻴﻪِ ﺍﻻِْﺣْﺴﺎﻥَ، ﻭَﻛَﺮِّﻩْ ﺍِﻟَﻲَّ ﻓﻴﻪِ

ﺍﻟْﻔُﺴُﻮﻕَ ﻭَﺍﻟْﻌِﺼْﻴﺎﻥَ، ﻭَﺣَﺮِّﻡْ ﻋَﻠَﻲَّ ﻓﻴﻪِ ﺍﻟﺴَّﺨَﻂَ ﻭَﺍﻟﻨّﻴﺮﺍﻥَ ﺑِﻌَﻮْﻧِﻚَ ﻳﺎ

ﻏِﻴﺎﺙَ ﺍﻟْﻤُﺴْﺘَﻐﻴﺜﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে সৎ কাজকে আমার

কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও

নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার

অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ

ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে

আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।

১২ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻧﻲ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺯَﻳِّﻨّﻲ ﻓﻴﻪِ ﺑِﺎﻟﺴِّﺘْﺮِ ﻭَﺍﻟْﻌَﻔﺎﻑِ، ﻭَﺍﺳْﺘُﺮْﻧﻲ ﻓﻴﻪِ

ﺑِﻠِﺒﺎﺱِ ﺍﻟْﻘُﻨُﻮﻉِ ﻭَﺍﻟْﻜَﻔﺎﻑِ، ﻭَﺍﺣْﻤِﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻋَﻠَﻰ ﺍﻟْﻌَﺪْﻝِ ﻭَﺍﻻِْﻧْﺼﺎﻑِ، ﻭَﺁﻣِﻨّﻲ

ﻓﻴﻪِ ﻣِﻦْ ﻛُﻞِّ ﻣﺎ ﺍَﺧﺎﻑُ، ﺑِﻌِﺼْﻤَﺘِﻚَ ﻳﺎ ﻋِﺼْﻤَﺔَ ﺍﻟْﺨﺎﺋِﻔﻴﻦَ .

হে আল্লাহ ! এদিনে আমাকে আত্মিক

পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর। অল্পে তুষ্টি

ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর। ন্যায় ও

ইনসাফে আমাকে সুসজ্জিত কর। তোমার

পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর

সবকিছু থেকে নিরাপদে রাখ। হে খোদা

ভীরুদের রক্ষাকারী।

১৩ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻟﺚ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻃَﻬِّﺮْﻧﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟﺪَّﻧَﺲِ ﻭَﺍﻻَْﻗْﺬﺍﺭِ، ﻭَﺻَﺒِّﺮْﻧﻲ

ﻓﻴﻪِ ﻋَﻠﻰ ﻛﺎﺋِﻨﺎﺕِ ﺍﻻَْﻗْﺪﺍﺭِ، ﻭَﻭَﻓِّﻘْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﻠﺘُّﻘﻰ ﻭَﺻُﺤْﺒَﺔِ ﺍﻻَْﺑْﺮﺍﺭِ، ﺑِﻌَﻮْﻧِﻚَ

ﻳﺎ ﻗُﺮَّﺓَ ﻋَﻴْﻦِ ﺍﻟْﻤَﺴﺎﻛﻴﻦَ .

হে আল্লাহ ! এদিনে আমাকে কলুষতা ও

অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদীর

অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে

দান কর। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে

তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে

থাকার তৌফিক দাও। হে অসহায়দের

আশ্রয়দাতা।

১৪ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺮّﺍﺑﻊ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻻ ﺗُﺆﺍﺧِﺬْﻧﻲ ﻓﻴﻪِ ﺑِﺎﻟْﻌَﺜَﺮﺍﺕِ، ﻭَﺍَﻗِﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ

ﺍﻟْﺨَﻄﺎﻳﺎ ﻭَﺍﻟْﻬَﻔَﻮﺍﺕِ، ﻭَﻻ ﺗَﺠْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻏَﺮَﺿﺎً ﻟِﻠْﺒَﻼﻳﺎ ﻭَﺍﻻْﻓﺎﺕِ، ﺑِﻌِﺰَّﺗِﻚَ ﻳﺎ

ﻋِﺰَّ ﺍﻟْﻤُﺴْﻠِﻤﻴﻦَ .

হে আল্লাহ ! এদিনে আমাকে আমার

ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না।

আমার দোষ-ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো

না।তোমার মর্যাদার উসিলায় আমাকে

বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত

করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।

১৫ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺨﺎﻣﺲ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺭْﺯُﻗْﻨﻲ ﻓﻴﻪِ ﻃﺎﻋَﺔَ ﺍﻟْﺨﺎﺷِﻌﻴﻦَ، ﻭَﺍﺷْﺮَﺡْ

ﻓﻴﻪِ ﺻَﺪْﺭﻱ ﺑِﺎِﻧﺎﺑَﺔِ ﺍﻟُْﻤﺨْﺒِﺘﻴﻦَ، ﺑِﺎَﻣﺎﻧِﻚَ ﻳﺎ ﺍَﻣﺎﻥَ ﺍﻟْﺨﺎﺋِﻔﻴﻦَ .

হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার

বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার

তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের

উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে

খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে

পরিণত কর। হে খোদাভীরু মুত্তাকীদের

আশ্রয়দাতা।

১৬ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺴّﺎﺩﺱ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻭَﻓِّﻘْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﻤُﻮﺍﻓَﻘَﺔِ ﺍﻻَْﺑْﺮﺍﺭِ، ﻭَﺟَﻨِّﺒْﻨﻲ ﻓﻴﻪِ

ﻣُﺮﺍﻓَﻘَﺔَ ﺍﻻَْﺷْﺮﺍﺭِ، ﻭَﺁﻭِﻧﻲ ﻓﻴﻪِ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﺍِﻟﻰ ﺩﺍﺭِ ﺍﻟْﻘَـﺮﺍﺭِ، ﺑِﺎِﻟﻬِﻴَّﺘِﻚَ ﻳﺎ ﺍِﻟـﻪَ

ﺍﻟْﻌﺎﻟَﻤﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার

সৎবান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও।

আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে

দূরে সরিয়ে রাখো। তোমার খোদায়ীত্বের

শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের

বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের

প্রতিপালক।

১৭ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺴّﺎﺑﻊ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﻫْﺪِﻧﻲ ﻓﻴﻪِ ﻟِﺼﺎﻟِﺢِ ﺍﻻَْﻋْﻤﺎﻝِ، ﻭَﺍﻗْﺾِ ﻟﻲ ﻓﻴﻪِ

ﺍﻟْﺤَﻮﺍﺋِﺞَ ﻭَﺍﻻْﻣﺎﻝَ، ﻳﺎ ﻣَﻦْ ﻻ ﻳَﺤْﺘﺎﺝُ ﺍِﻟَﻰ ﺍﻟﺘَّﻔْﺴﻴﺮِ ﻭَﺍﻟﺴُّﺆﺍﻝِ، ﻳﺎ ﻋﺎﻟِﻤﺎً ﺑِﻤﺎ

ﻓﻲ ﺻُﺪُﻭﺭِ ﺍﻟْﻌﺎﻟَﻤﻴﻦَ، ﺻَﻞِّ ﻋَﻠﻰ ﻣُﺤَﻤَّﺪ ﻭَﺁﻟِﻪِ ﺍﻟﻄّﺎﻫِﺮﻳﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকাজের

দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার

কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা

দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও

আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত

দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং

তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।

১৮ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻣﻦ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻧَﺒِّﻬْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﺒَﺮَﻛﺎﺕِ ﺍَﺳْﺤﺎﺭِﻩِ، ﻭَﻧَﻮِّﺭْ ﻓﻴﻪِ

ﻗَﻠْﺒﻲ ﺑِﻀﻴﺎﺀِ ﺍَﻧْﻮﺍﺭِﻩِ، ﻭَﺧُﺬْ ﺑِﻜُﻞِّ ﺍَﻋْﻀﺎﺋﻲ ﺍِﻟَﻰ ﺍﺗِّﺒﺎﻉِ ﺁﺛﺎﺭِﻩِ، ﺑِﻨُﻮﺭِﻙَ ﻳﺎ

ﻣُﻨَﻮِّﺭَ ﻗُﻠُﻮﺏِ ﺍﻟْﻌﺎﺭِﻓﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে সেহরীর

বরকতের উসিলায় সচেতন ও জাগ্রত করে

তোল। সেহরীর নূরের ঔজ্জ্বল্যে আমার

অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের

উসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে

তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে

সাধকদের অন্তর আলোকিতকারী !

১৯ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺘّﺎﺳﻊ ﻋﺸﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻭَﻓِّﺮْ ﻓﻴﻪِ ﺣَﻈّﻲ ﻣِﻦْ ﺑَﺮَﻛﺎﺗِﻪِ، ﻭَﺳَﻬِّﻞْ ﺳَﺒﻴﻠﻲ

ﺍِﻟﻰ ﺧَﻴْﺮﺍﺗِﻪِ، ﻭَﻻ ﺗَﺤْﺮِﻣْﻨﻲ ﻗَﺒُﻮﻝَ ﺣَﺴَﻨﺎﺗِﻪِ، ﻳﺎ ﻫﺎﺩِﻳﺎً ﺍِﻟَﻰ ﺍﻟْﺤَﻖِّ ﺍﻟْﻤُﺒﻴﻦِ .

হে আল্লাহ ! আমাকে এ মাসের বরকতের

অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার

জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ

থেকে আমাকে বঞ্চিত করো না। হে স্পষ্ট

সত্যের দিকে পথো নির্দেশকারী।

২০ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﻓْﺘَﺢْ ﻟﻲ ﻓﻴﻪِ ﺍَﺑْﻮﺍﺏَ ﺍﻟْﺠِﻨﺎﻥِ، ﻭَﺍَﻏْﻠِﻖْ ﻋَﻨّﻲ ﻓﻴﻪِ

ﺍَﺑْﻮﺍﺏَ ﺍﻟﻨّﻴﺮﺍﻥِ، ﻭَﻭَﻓِّﻘْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﺘِﻼﻭَﺓِ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ، ﻳﺎ ﻣُﻨْﺰِﻝَ ﺍﻟﺴَّﻜﻴﻨَﺔِ ﻓﻰ

ﻗُﻠُﻮﺏِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমার জন্যে

বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং

জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও।

আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক

দান কর। হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি

দানকারী।

২১ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺤﺎﺩﻱ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞْ ﻟﻰ ﻓﻴﻪِ ﺍِﻟﻰ ﻣَﺮْﺿﺎﺗِﻚَ ﺩَﻟﻴﻼً،

ﻭَﻻ ﺗَﺠْﻌَﻞْ ﻟِﻠﺸَّﻴْﻄﺎﻥِ ﻓﻴﻪِ ﻋَﻠَﻲَّ ﺳَﺒﻴﻼً، ﻭَﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻟﻰ ﻣَﻨْﺰِﻻً ﻭَﻣَﻘﻴﻼً،

ﻳﺎ ﻗﺎﺿِﻲَ ﺣَﻮﺍﺋِﺞِ ﺍﻟﻄّﺎﻟِﺒﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার

সন্তুষ্টির দিকে পরিচালিত কর। শয়তানদের

আমার উপর আধিপত্য বিস্তার করতে দিওনা।

জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে

প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।

২২ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻧﻲ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﻓْﺘَﺢْ ﻟﻰ ﻓﻴﻪِ ﺍَﺑْﻮﺍﺏَ ﻓَﻀْﻠِﻚَ، ﻭَﺍَﻧْﺰِﻝْ

ﻋَﻠَﻲَّ ﻓﻴﻪِ ﺑَﺮَﻛﺎﺗِﻚَ، ﻭَﻭَﻓِّﻘْﻨﻲ ﻓﻴﻪِ ﻟِﻤُﻮﺟِﺒﺎﺕِ ﻣَﺮْﺿﺎﺗِﻚَ، ﻭَﺍَﺳْﻜِﻨّﻲ ﻓﻴﻪِ

ﺑُﺤْﺒُﻮﺣﺎﺕِ ﺟَﻨّﺎﺗِﻚَ، ﻳﺎ ﻣُﺠﻴﺐَ ﺩَﻋْﻮَﺓِ ﺍﻟْﻤُﻀْﻄَﺮّﻳﻦَ .

হে আল্লাহ ! আজ তোমার করুণা ও রহমতের

দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত

নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি

অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের

বাগানের মাঝে আমাকে স্থান করে দাও।

হে অসহায়দের দোয়া কবুলকারী।

২৩ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻟﺚ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﻏْﺴِﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟﺬُّﻧُﻮﺏِ، ﻭَﻃَﻬِّﺮْﻧﻲ

ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻌُﻴُﻮﺏِ، ﻭَﺍﻣْﺘَﺤِﻦْ ﻗَﻠْﺒﻲ ﻓﻴﻪِ ﺑِﺘَﻘْﻮَﻯ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ، ﻳﺎ ﻣُﻘﻴﻞَ ﻋَﺜَﺮﺍﺕِ

ﺍﻟْﻤُﺬْﻧِﺒﻴﻦَ .

হে আল্লাহ ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে

পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি

থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির

মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায়

উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি

মার্জনাকারী।

২৪ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺮّﺍﺑﻊ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍِﻧّﻲ ﺍَﺳْﺄَﻟُﻚَ ﻓﻴﻪِ ﻣﺎ ﻳُﺮْﺿﻴﻚَ، ﻭَﺍَﻋُﻮﺫُﺑِﻚَ

ﻣِﻤّﺎ ﻳُﺆْﺫﻳﻚَ، ﻭَﺍَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟﺘَّﻮْﻓﻴﻖَ ﻓﻴﻪِ ﻻَِﻥْ ﺍُﻃﻴﻌَﻚَ ﻭَﻻ ﺍَﻋْﺼﻴْﻚَ، ﻳﺎ ﺟَﻮﺍﺩَ

ﺍﻟﺴّﺎﺋِﻠﻴﻦَ .

হে আল্লাহ ! আজ তোমার কাছে ঐসব আবেদন

করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা

কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে

তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার

এবং তোমার নাফরমানী থেকে বিরত

থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি

দানশীল।

২৫ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺨﺎﻣﺲ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣُﺤِﺒَّﺎً ﻻَِﻭْﻟِﻴﺎﺋِﻚَ،

ﻭَﻣُﻌﺎﺩِﻳﺎً ﻻَِﻋْﺪﺍﺋِﻚَ، ﻣُﺴْﺘَﻨّﺎً ﺑِﺴُﻨَّﺔِ ﺧﺎﺗَﻢِ ﺍَﻧْﺒِﻴﺎﺋِﻚَ، ﻳﺎ ﻋﺎﺻِﻢَ ﻗُﻠُﻮﺏِ ﺍﻟﻨَّﺒِﻴّﻴﻦَ

.

হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার

বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে

দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ

অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে

নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

২৬ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺴّﺎﺩﺱ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞْ ﺳَﻌْﻴﻲ ﻓﻴﻪِ ﻣَﺸْﻜُﻮﺭﺍً، ﻭَﺫَﻧْﺒﻲ

ﻓﻴﻪِ ﻣَﻐْﻔُﻮﺭﺍً ﻭَﻋَﻤَﻠﻲ ﻓﻴﻪِ ﻣَﻘْﺒُﻮﻻً، ﻭَﻋَﻴْﺒﻲ ﻓﻴﻪِ ﻣَﺴْﺘُﻮﺭﺍً، ﻳﺎ ﺍَﺳْﻤَﻊَ

ﺍﻟﺴّﺎﻣِﻌﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমার প্রচেষ্টাকে

গ্রহণ করে নাও। আমার সব গুনাহ মাফ করে দাও।

আমার সব আমল কাজ কবুল করো এবং সব দোষ-ত্রু

টি ঢেকে রাখ। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।

২৭ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺴّﺎﺑﻊ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺭْﺯُﻗْﻨﻲ ﻓﻴﻪِ ﻓَﻀْﻞَ ﻟَﻴْﻠَﺔِ ﺍﻟْﻘَﺪْﺭِ، ﻭَﺻَﻴِّﺮْ

ﺍُﻣُﻮﺭﻱ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻌُﺴْﺮِ ﺍِﻟَﻰ ﺍﻟْﻴُﺴْﺮِ، ﻭَﺍﻗْﺒَﻞْ ﻣَﻌﺎﺫﻳﺮﻱ، ﻭَﺣُﻂَّ ﻋَﻨّﻲِ ﺍﻟﺬَّﻧْﺐَ

ﻭَﺍﻟْﻮِﺯْﺭَ، ﻳﺎ ﺭَﺅﻭﻓﺎً ﺑِﻌِﺒﺎﺩِﻩِ ﺍﻟﺼّﺎﻟِﺤﻴﻦَ

হে আল্লাহ ! আজকের দিনে আমাকে

শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ

কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে

যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে

দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের

প্রতি মেহেরবান।

২৮ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜّﺎﻣﻦ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻭَﻓِّﺮْ ﺣَﻈّﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟﻨَّﻮﺍﻓِﻞِ، ﻭَﺍَﻛْﺮِﻣْﻨﻲ

ﻓﻴﻪِ ﺑِﺎِﺣْﻀﺎﺭِ ﺍﻟْﻤَﺴﺎﺋِﻞِ، ﻭَﻗَﺮِّﺏْ ﻓﻴﻪِ ﻭَﺳﻴﻠَﺘﻰ ﺍِﻟَﻴْﻚَ ﻣِﻦْ ﺑَﻴْﻦِ ﺍﻟْﻮَﺳﺎﺋِﻞِ، ﻳﺎ

ﻣَﻦْ ﻻ ﻳَﺸْﻐَﻠُﻪُ ﺍِﻟْﺤـﺎﺡُ ﺍﻟْﻤُﻠِﺤّﻴﻦَ .

হে আল্লাহ ! এ দিনে আমাকে নফল এবাদতের

পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায়

আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের

পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র

সত্ত্বা ! যাকে, অনুরোধকারীদের কোন

আবেদন নিবেদন, ন্যায়বিচার থেকে

টলাতে পারে না।

২৯ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺘّﺎﺳﻊ ﻭﺍﻟﻌﺸﺮﻭﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﻏَﺸِّﻨﻲ ﻓﻴﻪِ ﺑِﺎﻟﺮَّﺣْﻤَﺔِ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨﻲ ﻓﻴﻪِ

ﺍﻟﺘَّﻮْﻓﻴﻖَ ﻭَﺍﻟْﻌِﺼْﻤَﺔَ، ﻭَﻃَﻬِّﺮْ ﻗَﻠْﺒﻲ ﻣِﻦْ ﻏَﻴﺎﻫِﺐِ ﺍﻟﺘُّﻬْﻤَﺔِ، ﻳﺎ ﺭَﺣﻴﻤﺎً ﺑِﻌِﺒﺎﺩِﻩِ

ﺍﻟْﻤُﺆْﻣِﻨﻴﻦَ .

হে আল্লাহ ! আজ আমাকে তোমার রহমত দিয়ে

ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে

সাফল্য দান কর। আমার অন্তরকে মুক্ত কর

অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে। হে

ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।

৩০ তম রমজানের দোয়া

ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜﻼﺛﻮﻥ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞْ ﺻِﻴﺎﻣﻰ ﻓﻴﻪِ ﺑِﺎﻟﺸُّﻜْﺮِ ﻭَﺍﻟْﻘَﺒُﻮﻝِ ﻋَﻠﻰ ﻣﺎ

ﺗَﺮْﺿﺎﻩُ ﻭَﻳَﺮْﺿﺎﻩُ ﺍﻟﺮَّﺳُﻮﻝُ، ﻣُﺤْﻜَﻤَﺔً ﻓُﺮُﻭﻋُﻪُ ﺑِﺎﻻُْﺻُﻮﻝِ، ﺑِﺤَﻖِّ ﺳَﻴِّﺪِﻧﺎ ﻣُﺤَﻤَّﺪ

ﻭَﺁﻟِﻪِ ﺍﻟﻄّﺎﻫِﺮﻳﻦَ، ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌﺎﻟَﻤﻴﻦَ .

হে আল্লাহ ! তুমি ও তোমার রাসুল ঠিক

যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার

রোজাকে পুরস্কৃত কর এবং কবুল করে নাও।

আমাদের নেতা হযরত মুহাম্মদ (সঃ) ও তার

পবিত্র বংশধরদের উসিলায় আমার সব ক্ষুদ্র

ক্ষুদ্র আমলকে মূল এবাদতের সাথে যোগ করে

শক্তিশালী কর। আর সব প্রশংসা ও স্তুতি

জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? Ragu 0 1,562 09-16-2017, 10:24 AM
Last Post: Ragu
  মনের আশা - আকাঙ্ক্ষা পূরণে যেভাবে দোয়া করবেন Hasan 0 2,115 05-15-2017, 08:38 AM
Last Post: Hasan
  পবিত্র শব-ই–বরাতের নামাজ পড়ার নিয়ম Hasan 0 1,599 05-12-2017, 12:13 AM
Last Post: Hasan
  শবে বরাতে পালনীয় আমলসমূহ Hasan 1 1,704 05-11-2017, 03:05 PM
Last Post: bdyousufctg
  [ইসলামিক]  কুফরী কি? কোন কাজ মানুষকে ইসলাম থেকে বের করে দেয়? কুফরীর প্রকারভেদ সম্পর্কে জানি আমরা bdyousufctg 0 1,665 05-06-2017, 11:18 PM
Last Post: bdyousufctg
  কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে। Hasan 0 2,936 03-20-2017, 10:16 AM
Last Post: Hasan
  মাগরিবের নামাজের আগে কি ঘরের জানালা বন্ধ করতে হবে? Hasan 0 1,766 03-19-2017, 11:21 AM
Last Post: Hasan
  বিসমিল্লাহ আসলে কি এবং এর ফযিলত! Hasan 0 1,675 03-19-2017, 11:20 AM
Last Post: Hasan
  সুন্নতে খতনার অনুষ্ঠান করা কি জায়েজ? Hasan 0 2,014 03-19-2017, 11:19 AM
Last Post: Hasan
  প্রশ্ন : সুদ কেন হারাম? Hasan 0 1,764 03-16-2017, 08:33 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)