01-27-2017, 08:32 PM
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নানান ঘটনার নজির এখন ভূরি ভূরি মিলছে। কখনও সেটা ভালো, আবার কখনও তা ভয়ঙ্কর পরিণতিতে এসে ঠেকেছে। প্রাণহানিও হয়েছে কিছু ক্ষেত্রে। এমনই এক ঘটনার সম্মুখীন হলেন মালয়েশিয়ার এক মহিলা।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া ও পরে তাকে প্রতারণার অভিযোগ উঠেছে এক ভারতীয় যুবকের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মালয়েশিয়ার ওই মহিলা।
অভিযোগের বয়ান অনুসারে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় মালয়েশীয় ওই মহিলার। ২০১৫ থেকে ২০১৬-র মাঝামাঝি সময় পর্যন্ত তাদের মধ্যে ‘গভীর সম্পর্ক’ গড়ে ওঠে।
ওই মহিলাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। সেই প্রতিশ্রুতি অনুসারে তাকে ভারতীয় মুদ্রায় কয়ের লাখ টাকা ও অন্যান্য জিনিস দেন প্রতারিত মহিলা।
সেই সময় দু’বার ভারতেও আসেন তিনি। কিন্তু, ২০১৬-র পর থেকেই নানা অছিলায় অভিযুক্ত যুবক ওই মহিলাকে এড়িয়ে যেতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি অস্বাভাবিক বুঝে পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া ও পরে তাকে প্রতারণার অভিযোগ উঠেছে এক ভারতীয় যুবকের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মালয়েশিয়ার ওই মহিলা।
অভিযোগের বয়ান অনুসারে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় মালয়েশীয় ওই মহিলার। ২০১৫ থেকে ২০১৬-র মাঝামাঝি সময় পর্যন্ত তাদের মধ্যে ‘গভীর সম্পর্ক’ গড়ে ওঠে।
ওই মহিলাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। সেই প্রতিশ্রুতি অনুসারে তাকে ভারতীয় মুদ্রায় কয়ের লাখ টাকা ও অন্যান্য জিনিস দেন প্রতারিত মহিলা।
সেই সময় দু’বার ভারতেও আসেন তিনি। কিন্তু, ২০১৬-র পর থেকেই নানা অছিলায় অভিযুক্ত যুবক ওই মহিলাকে এড়িয়ে যেতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি অস্বাভাবিক বুঝে পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
Hasan