Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভালোবাসার মূল্য কোথায়? এ গল্পটি থেকে উপলব্ধি করুনঃ

Googleplus Pint
#1
ভালোবাসার মূল্য
কোথায়?
এ গল্পটি থেকে উপলব্ধি করুনঃ
অনেক অনেক দিন
আগের কথা। একবার পৃথিবীর সব
... অনূভূতি আর আবেগ একটা দ্বিপে বেড়াতে গিয়েছিলো।
তারা তাদের প্রকৃতি অনুযায়ী অনেক সুন্দর সময় কাটাচ্ছিলো।
হঠাত্ দ্বিপটাতে ঝড়ের সম্ভাবনা দেখা দিলো। সবার
মধ্যে একটা আতংক এসে ভর করলো, সবাই যে যার নৌকায়
উঠে গেলো ,তাছাড়া যে সব নৌকা একটু ভাঙ্গা ছিলো ।
সেগুলোও ধ্রুত মেরামত করা হয়ে গেলো । যদিও
"ভালবাসা (LOVE)"এত ধ্রুত সেখান থেকে পালাতে চাইলো না
।কিন্তু যখন আকাশের মেঘগুলো ভীষন কালো আকার ধারন
করলো , তখন সে বুঝতে পারলো যে সেখান থেকে চলে যাওয়ার
সময় এসে গেছে ।
কিন্তু আফসোস !!
তার জন্য কোন নৌকা খালি ছিলো না।
"ভালবাসা (LOVE)" অনেক আশা নিয়ে এদিক সেদিক তাকাতে
লাগলো।ঠিক তখনি সে দেখতে পেলো "উন্নতি(Prosper
ity)"একটা বিলাসবহুল নৌকা নিয়ে যাচ্ছে ।
"ভালবাসা (LOVE)" চিত্কার করে বলল--
"উন্নতি , তুমি কি আমাকে দয়া করে তোমার নৌকায় নিবে ?
"উন্নতি(Prosperity)" জবাব দিলো -
"না ।আমার নৌকা অনেক মূল্যবান সোনা,রূপা দিয়ে ভর্তি।
এখানে তোমার
জায়গা হবে না ।"
একটু পর সেখান দিয়ে "অহংকার(Vanity)" খুব সুন্দর একটা
নৌকা দিয়ে যাচ্ছিলো।"ভালবাসা (LOVE)"
চিত্কার করে বলল--
"অহংকার, তুমি কি আমাকে দয়া করে তোমার নৌকায়
নিবে ?"
"অহংকার(Vanity)"
জবাব দিলো -
"না ।আমি তোমাকে নিতে পারবো না। আমার নৌকা তোমার
কাদা মাখা পায়ের কারনে ময়লা হয়ে যাবে ।"
"দুঃখ(Sorrow)"কিছুক্ষন পর সেখান দিয়ে যাচ্ছিলো।
"ভালবাসা (LOVE)" তার কাছে সাহায্য চাইলো।
"দুঃখ(Sorrow)"বললো --
"না।আমি তোমাকে নিতে পারবো না।আমার মন খারাপ।আমি
একা থাকতে চাই।"
"আনন্দ(Happiness)"যখন যাচ্ছিলো ,
"ভালবাসা (LOVE)" তার কাছে সাহায্য চাইলো।
কিন্তু "আনন্দ(Happiness)" এতটাই খুশি ছিলো যে সে
কোন
দিকে খেয়াল
করলো না।
"ভালবাসা (LOVE)"সব আশা প্রায় ছেড়ে দিয়েছিলো ।তখন
হঠাত্ কেউ একজন বললো--
এখানে আসো "ভালবাসা (LOVE)" আমি তোমাকে নিবো"
"ভালবাসা (LOVE)"বুঝতে পারো না যে কে তার এতো বড়
উপকার করলো ,কিন্তু সে আর দেরি না করে নৌকায় উঠে
গেলো । সে হাফ ছেড়ে বাচলো এই ভেবে যে অবশেষে সে একটা
নিরাপদ জায়গায় পৌছাতে পারবে।
নৌকায় উঠে "ভালবাসা (LOVE)" পরিচিত হল "জ্ঞান
(Knowledge)"
এর সাথে।
"ভালবাসা (LOVE)"বলল-
"জ্ঞান ,তুমি কি জানো ?কে সেই লোক যে আমাকে এই বিপদ
থেকে উদ্ধার করেছে, যখন কেউ আমাকে সাহায্য করছিলো না
।"
"জ্ঞান(Knowledge)" হেসে বলল ---"ওহ। ও ছিলো সময়
(Time)"
"ভালবাসা (LOVE)"-"তাহলে কেনো সময় থামলো এবং
আমাকে নিরাপদ আশ্রয় দিলো।আমার জানা মতে সময় তো
কখনো থামে না !"
"ভালবাসা (LOVE)" বিস্মিত হল ।
জ্ঞান (Knowledge)হেসে বললো--"কারন শুধু সময়ই জানে
তোমার আসল মহত্ব এবং তোমার সামর্থ । শুধু মাত্র তুমিই
পারো পৃথিবীতে সুখ শান্তি প্রতিষ্ঠা করতে।"
গল্পটি থেকে যা শিখতে পারা যায়--যখন আমরা উন্নতির চরম
শিখরে থাকি, তখন
আমরা ভালবাসাকে অবহেলা করি।
যখন আমরা গুরুত্বপূর্ন হয়ে উঠি, তখন আমরা ভালবাসাকে
ভুলে যাই।
-এমনকি সুখে দুঃখেও আমরা ভালবাসাকে ভুলে যাই।
-শুধু সময়ের সাথেই আমরা ভালবাসার প্রয়োজনীয়তা
উপলব্ধি করি ।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [গল্প] পাগলা হিমুর কাহিনি Hasan 0 1,917 01-02-2018, 01:14 PM
Last Post: Hasan
  গল্প=মোবাইল Hasan 0 2,112 02-22-2017, 12:17 AM
Last Post: Hasan
  র্যাগিং শিক্ষনীয় গল্প Hasan 0 3,011 02-22-2017, 12:17 AM
Last Post: Hasan
  মানসিকতার পরিবর্তন নিয়ে আসা জরুরি Hasan 0 1,917 02-22-2017, 12:16 AM
Last Post: Hasan
  চিৎকার Hasan 0 1,890 02-22-2017, 12:16 AM
Last Post: Hasan
  গল্পঃ আজ বসন্ত Hasan 0 2,050 02-22-2017, 12:15 AM
Last Post: Hasan
  অসাধারণ শিক্ষনীয় গল্প : -------------------------------- জানা-শোনা= অশান্তি! Maghanath Das 0 5,325 02-21-2017, 09:45 AM
Last Post: Maghanath Das
  বন্ধুত্ব ও ভালবাসা Maghanath Das 0 2,094 02-21-2017, 09:44 AM
Last Post: Maghanath Das
  ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে! Maghanath Das 0 2,318 02-21-2017, 09:42 AM
Last Post: Maghanath Das
  এক দ্বীনদার বউ আর এক আধুনিকা বউয়ের কাহিনী। Maghanath Das 0 2,230 02-21-2017, 09:40 AM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)