Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

প্রিয় অসুখ লিরিক্স - তাহসান

Googleplus Pint
#1
গান: প্রিয় অসুখ

শিল্পী: তাহসান

সংগীত: প্রিতম হাসান

লিরিক্সঃ সাব্বির

প্রিয় অসুখ লিরিক্স


চাঁদ টেনে রাতে নিযুত তাঁরায় ,

অদেখা এক মুখ একে যায় । - [ ২ বার ]

একা আছি তবু নিঃসঙ্গ নয় ,

চোখ বুজে তার সাথে কথা হয় ,

কত কাল ধরে যেন পরিচয় ,

ভাবতেই ভালোবাসি ।

এই তো বেশ আছি,

না দেখেও কাছা - কাছি ,

এভাবেই জীবন চলুক

সে আমার প্রিয় অসুখ ,

হলে হব একঘোরে ,

তার সাথে অন্তরে ,

অন্তর কথা বলুক ,

সে আমার প্রিয় অসুখ ।

হয়তো এই শহরে ,

কতদিন আর কত রাত ,

বুঝতে পারি নি ,

পাঁশ কেটে গেসিলাম ।

ঘুরেছি একী রোদে ঘোর বরষায় ,

ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায় । - [ ২ বার ]

কবে হবে তার সাথে জানাশোনা ,

মনে চলে সুখ - সুখ দোটানা ,

আশেপাশেই খুঁজি তার আনাগোনা ,

ভাবতেই ভালবাসি , এইতো বেশ আছি ।


না দেখেও কাছা কাছি ,

এভাবেই জীবন চলুক ,

সে আমার প্রিয় অসুখ ,

নাগরিক ক্লান্তিতে ,

সাদা মাখা শান্তিতে

তার কাছে মন পরে থাকুক ,

সে আমার প্রিয় অসুখ ।

চাঁদ টেনে রাতে নিযুত তাঁরায় ,

অদেখা এক মুখ একে যায় । - [ ২ বার ]

একা আছি তবু নিঃসঙ্গ নয় ,

চোখ বুজে তার সাথে কথা হয় ,

কত কাল ধরে যেন পরিচয় ,

ভাবতেই ভালোবাসি ।





এই তো বেশ আছি,

না দেখেও কাছা - কাছি ,

এভাবেই জীবন চলুক

সে আমার প্রিয় অসুখ ।

নাগরিক ক্লান্তিতে ,

সাদা মাখা শান্তিতে

তার কাছে মন পরে থাকুক ,

সে আমার প্রিয় অসুখ । - [ ২ বার ]

হলে হব একঘোরে ,

তার সাথে অন্তরে ,

অন্তর কথা বলুক ,

সে আমার প্রিয় অসুখ ।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [Bangla Lyrics] সব লোকে কয় লালন কী জাত সংসারে লিরিক্স Hasan 0 2,389 02-26-2017, 10:50 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] বাড়ির কাছে আরশী নগর লিরিক্স Hasan 0 2,048 02-26-2017, 10:50 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] তিন পাগলে হল মেলা লিরিক্স Hasan 0 2,757 02-26-2017, 10:49 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS BY ARNOB Hasan 0 1,984 02-26-2017, 10:48 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] CHAD TARA SURZO NOY TUMI | চাঁদ তারা সূর্য নও তুমি LYRICS BY MILES Hasan 0 2,297 02-26-2017, 10:48 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] Ondhokar Ghore(অন্ধকার ঘরে) By Paper Rhyme From The Album Paper Rhyme Hasan 0 3,247 02-26-2017, 10:39 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] কেন হঠাৎ তুমি এলে ? "তাহসান" Hasan 0 4,577 02-26-2017, 10:38 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে.. Hasan 0 2,698 02-26-2017, 10:38 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] ও ঝরা পাতা ও ঝরা পাতাগো, তোমার সাথে আমার রাত পোহানো কথাগো Hasan 0 3,027 02-26-2017, 10:36 PM
Last Post: Hasan
  [Bangla Lyrics] পড়েনা চোখের পলক-এন্ড্রু কিশোর Hasan 0 2,784 02-26-2017, 10:35 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)