Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[দেখা হয় নাই] ঘুরে আসুন বালিয়াটি জমিদারবাড়ি

Googleplus Pint
#1
কর্মব্যস্ত একটি সপ্তাহ কাটানোর পর অনেকেই চান
বিরতি। ছুটির দিনে কোথাও পরিবারের সবাইকে
নিয়ে বেরিয়ে আসতে পারলে আরো ভালো। কিন্তু
শহরের ভিড় আর হট্টগোলের ভেতর বেড়ানোর
প্রশান্তিটা আর মেলে কোথায়! শহর ছেড়ে দূরে
কোথাও যাবেন সে সময়টাও তো নেই, কারণ ছুটি
মাত্র একদিনের!
রাজধানী ঢাকার সীমানা পেরোতে পারলেই
মানিকগঞ্জ জেলার শুরু। ঘুরে আসতে পারেন
মানিকগঞ্জের সাটুরিয়া থানার বালিয়াটি
ইউনিয়নে অবস্থিত বালিয়াটি জাদুঘর থেকে। দিনে
গিয়ে দিনেই ফিরে আসতে পারবেন।
বর্তমান মানিকগঞ্জ শহরের গোড়াপত্তন হয় বিংশ
শতাব্দীর শুরুর দিকে। ১৯৮৪ সালের ১ মার্চ পর্যন্ত
মানিকগঞ্জ ছিল ঢাকা জেলার একটি মহকুমা।
মহকুমা ঘোষণার আগে মানিকগঞ্জ ছিল বন্দর
এলাকা।
উনিশ শতকের শেষের দিকে ধলেশ্বরী নদীর পশ্চিম
তীরে অবস্থিত মানিকগঞ্জ বাজার প্রায় দুই
বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত ছিল। শুকনো মৌসুম
ছাড়া চলাচলের একমাত্র বাহন ছিল নৌকা। আর
শুকনো মৌসুমে গাধা, ঘোড়া ও গরুর গাড়ি ছিল
পরিবহনব্যবস্থা। এখানে সর্ষের তেল ও তামাকের বড়
ব্যবসাকেন্দ্র ছিল। এগুলো আসত রংপুর ও কোচবিহার
থেকে। মানিকগঞ্জ থেকে সেগুলোর চালান যেত
নারায়ণগঞ্জ ও কলকাতায়।
raj3.jpg
মানিকগঞ্জ বর্তমানে ঢাকা বিভাগের অন্তর্গত
একটি জেলা। এই জেলার সাটুরিয়া থানায় অবস্থিত
বালিয়াটি জমিদারবাড়িটিই বর্তমানে বালিয়াটি
জাদুঘর।
বালিয়াটি জমিদারবাড়ি প্রায় পাঁচ একর জমির ওপর
স্থাপিত। জমিদারবাড়ির পুরো চত্বরটি উঁচু প্রাচীর
দিয়ে ঘেরা। এতে রয়েছে সাতটি প্রাসাদসম ইমারত,
কক্ষ রয়েছে মোট ২০০টি। ১৯৮৭ সালে প্রত্নতত্ত্ব
অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত
পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।
আঠারো শতকের প্রথম ভাগ থেকে ২০০ বছরেরও
বেশি সময় ধরে বালিয়াটির জমিদাররা ওই এলাকা
শাসন করেন। এ সময়ে তাঁরা নানা রকম গুরুত্বপূর্ণ
স্থাপনা তৈরি করেন। বালিয়াটি জমিদারবাড়ি
সেগুলোর অন্যতম। আঠারো শতকের মধ্যভাগে
জমিদার গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদারবাড়ি
নির্মাণ করেন। আর ক্রমান্বয়ে তাঁর
উত্তরাধিকারীরা এখানে নির্মাণ করেন আরো বেশ
কিছু স্থাপনা।
এখানে রয়েছে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর
বাড়ি, মধ্য বাড়ি এবং গোলা বাড়ি নামের বড়
আকারের পাঁচটি ভবন। জমিদারবাড়ির এই বিভিন্ন
অংশ বালিয়াটি জমিদার পরিবারের
উত্তরাধিকারীরাই তৈরি করেন।
raj2.jpg
মূল প্রাসাদসংলগ্ন একই রকম পাঁচটি অংশ
আলাদাভাবে নির্মাণ করা হয়েছিল। পূর্ব দিকের
একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও বাকি
চারটি টিকে আছে এখনো। মূল ভবনগুলোর সামনের
দেয়ালজুড়ে নানা রকম কারুকাজ আর মূর্তি চোখে
পড়ে। বালিয়াটি জমিদারবাড়ির ঘিরে তৈরি করা
প্রাচীন আমলের সেই প্রাচীর এখনো টিকে আছে। এ
চার দেয়ালের মাঝে এখন রয়েছে চারটি সুদৃশ্য ভবন।
ভবনগুলোর সামনে প্রাচীরের দেয়ালে রয়েছে
চারটি প্রবেশ পথ। চারটি প্রবেশ পথের চূড়ায়
রয়েছে পাথরের তৈরি চারটি সিংহমূর্তি।
বালিয়াটি জমিদারবাড়ি মূলত পাঁচটি মহলে
প্রতিষ্ঠিত হলেও বর্তমানে টিকে আছে প্রায় একই
রকম চারটি মহল। চারটি মহলের মাঝের দুটি দোতলা
আর দুই পাশের দুটি তিনতলা ভবন। ভবনগুলোর পেছনের
দিকে আছে বড় একটি পুকুর। শানবাঁধানো ছয়টি ঘাট
আছে পুকুরের চারপাশে।
বর্তমানে বালিয়াটি জমিদারবাড়ির অবস্থা খুবই
করুণ। সংস্কারের অভাবে দিন দিন ধ্বংস হয়ে
যাচ্ছে মূল্যবান এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি।
কীভাবে যাবেন
ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে জনসেবা বা
এসবি লিংক গেটলক পরিবহনের বাসে করে মাত্র দুই
ঘণ্টায় সাটুরিয়া পৌঁছে যাওয়া যায়। বাসভাড়া
পড়বে জনপ্রতি ৭০ টাকা। সাটুরিয়া বাসস্ট্যান্ড
থেকে মাত্র ৩০ টাকা রিকশা ভাড়ায় চলে যেতে
পারবেন বালিয়াটি জাদুঘর।
টিকেট
বালিয়াটি জাদুঘরের জনপ্রতি টিকেটের দাম দেশি
দর্শনার্থীদের জন্য ১০ টাকা এবং বিদেশি
দর্শনার্থীদের জন্য ১০০ টাকা। রোববার জাদুঘর
পূর্ণদিবস বন্ধ থাকে এবং সোমবার বন্ধ থাকে
অর্ধদিবস। সপ্তাহের বাকি দিনগুলোর খোলা থাকে
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [Hot] প্রকৃতি মনোরম মায়ায় হারিয়ে যেতে গজনী অবকাশ কেন্দ্রের তুলনা হয় না। Globalbd.ML Mahin24 0 1,971 02-26-2017, 09:14 PM
Last Post: Mahin24
  [দেখা হয় নাই ] হিমছড়ি জাতীয় উদ্যান Hasan 0 2,464 01-15-2017, 04:28 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] পরীকুন্ড জলপ্রপাত Hasan 0 1,663 01-15-2017, 04:21 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] প্রকৃতি কন্যা জাফলং থেকে ঘুরে আসুন । Hasan 0 1,703 01-15-2017, 04:06 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] বিশ্বের সবচেয়ে ভয়ংকর আকর্ষনীয় মৃত্যুখাদ Hasan 0 1,618 01-15-2017, 04:05 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] নদী, নৌকা ও গ্রামের এক অপরূপ দৃশ্য Hasan 0 1,840 01-15-2017, 04:04 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] বোরো মৌসুমে ধান মাড়াইয়ের দৃশ্য Hasan 0 1,648 01-15-2017, 04:04 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] কাশফুলের মাঠ: একটি অনন্য দৃশ্য Hasan 0 1,686 01-15-2017, 04:03 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] দিনাজপুরের ঘোড়াঘাটের ঐতিহাসিক সুরা মসজিদ Hasan 0 1,601 01-15-2017, 04:02 PM
Last Post: Hasan
  [দেখা হয় নাই] রাস্তা বিহীন শহর ফিথোরন Hasan 0 1,635 01-15-2017, 04:02 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)