01-15-2017, 07:42 PM
রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির যন্ত্র তৈরি ও ব্যবহারের জন্য নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে ইউরোপীয় সংসদ। এতে ইলেকট্রনিক ব্যক্তিসত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি যন্ত্রগুলোর অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা যায়। এরই মধ্যে আইনটির খসড়া কমিটির গত অধিবেশনে ১৭-২ ভোটে পাস হয়েছে।
লুক্সেমবার্গের ইউরোপীয় সংসদের সদস্য ম্যাডি ডেলভক্স বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনের অনেক বিষয় বর্তমানে রোবটিকস দ্বারা প্রভাবিত হচ্ছে এবং এর সংখ্যা দিন দিন বাড়ছে। এই বাস্তবতাকে স্বীকার করা এবং রোবট যে মানুষের সেবায় ভবিষ্যতেও থাকবে, তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করাটা জরুরি হয়ে পড়েছিল।’
রোবটের জন্য প্রস্তাবিত এই আইনে রোবটকে করপোরেট ব্যক্তিসত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে তাদের নিবন্ধনের একটি পদ্ধতিও থাকবে। রোবটের নৈতিক নকশা প্রণয়ন, উৎপাদন এবং ব্যবহারের পথনির্দেশক হিসেবে রোবটিকস প্রকৌশলীদের জন্য একটি নীতিমালা থাকবে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নতিতে রোবটিকস এবং এআইয়ের অবদান উল্লেখ করে একটি প্রতিবেদন পেশ করতে হবে, যেন তাদের ওপর করারোপ করা যায় এবং তাদের সামাজিক নিরাপত্তায় অবদান রাখা যায়।
রোবট দ্বারা সৃষ্ট ক্ষতিপূরণের জন্য একটি নতুন বাধ্যতামূলক বিমা স্কিম চালু করতে হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
তবে অসবর্ন ক্লার্কের আইনজীবী অ্যাশলে মর্গান বলছেন, এই প্রস্তাবিত আইন অত্যন্ত বিতর্কিত। তিনি বলেন, ‘তখন এটা নিয়ে তর্ক হতে পারে যে প্রস্তাবিত আইনের মাধ্যমে রোবটকে মানবাধিকার দেওয়া হচ্ছে।’
যা হোক, ফেব্রুয়ারিতে ইউরোপীয় সংসদের সব সদস্য খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে, যা কিনা আইনে রূপ নিতে গেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অনুমোদন দরকার হবে।
মুখলেছুর রহমান, সূত্র: দ্য গার্ডিয়ান
লুক্সেমবার্গের ইউরোপীয় সংসদের সদস্য ম্যাডি ডেলভক্স বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনের অনেক বিষয় বর্তমানে রোবটিকস দ্বারা প্রভাবিত হচ্ছে এবং এর সংখ্যা দিন দিন বাড়ছে। এই বাস্তবতাকে স্বীকার করা এবং রোবট যে মানুষের সেবায় ভবিষ্যতেও থাকবে, তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করাটা জরুরি হয়ে পড়েছিল।’
রোবটের জন্য প্রস্তাবিত এই আইনে রোবটকে করপোরেট ব্যক্তিসত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে তাদের নিবন্ধনের একটি পদ্ধতিও থাকবে। রোবটের নৈতিক নকশা প্রণয়ন, উৎপাদন এবং ব্যবহারের পথনির্দেশক হিসেবে রোবটিকস প্রকৌশলীদের জন্য একটি নীতিমালা থাকবে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নতিতে রোবটিকস এবং এআইয়ের অবদান উল্লেখ করে একটি প্রতিবেদন পেশ করতে হবে, যেন তাদের ওপর করারোপ করা যায় এবং তাদের সামাজিক নিরাপত্তায় অবদান রাখা যায়।
রোবট দ্বারা সৃষ্ট ক্ষতিপূরণের জন্য একটি নতুন বাধ্যতামূলক বিমা স্কিম চালু করতে হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
তবে অসবর্ন ক্লার্কের আইনজীবী অ্যাশলে মর্গান বলছেন, এই প্রস্তাবিত আইন অত্যন্ত বিতর্কিত। তিনি বলেন, ‘তখন এটা নিয়ে তর্ক হতে পারে যে প্রস্তাবিত আইনের মাধ্যমে রোবটকে মানবাধিকার দেওয়া হচ্ছে।’
যা হোক, ফেব্রুয়ারিতে ইউরোপীয় সংসদের সব সদস্য খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে, যা কিনা আইনে রূপ নিতে গেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অনুমোদন দরকার হবে।
মুখলেছুর রহমান, সূত্র: দ্য গার্ডিয়ান
Hasan