10-18-2022, 11:02 AM
বাজার দর যাচ্ছে দিনে দিনে
লাফিয়ে লাফিয়ে বেড়ে।
চাল ডাল নুন সব বাড়ন্ত
গরীবের ঘরে।
সকালের বাজারে
চাহিদা গুলো হারিয়ে যাচ্ছে
দীর্ঘশ্বাসের ভীরে।
অথচ খবর দেখছি কোটি টাকা
খাটের তলায় রয়েছে অবহেলায়
কিছু মানুষের ঘরে।
সকালের বাজারে চলে দর কষাকষি
চলছে নয়া পয়সা নিয়ে
ওদিকে নেতা নেত্রী মন্ত্রীরা ফুর্তি
করছে ঢাক বাজিয়ে।
বয়কা ডিএ দেবার বেলায় টাকা যায় ফুরিয়ে।
অথচ কোটি টাকা জলে মতো
খরচ করছে উৎসবে দিনে।
ডুবছে রাজ্য জনগণ ঋণে।
কল কারখানা বন্ধ হচ্ছে,
মিলছে না প্রাপ্যট মাইনে।
সকালের বাজার থেকে আমরা রোজই ফিরছি দুঃশ্চিন্তা কিনে।
কিভাবে চলবে সংসার আগামী দিনে?
মধ্যবিত্তের হাত পুরছে দ্রব্য মূল্যের আগুনে।
লাফিয়ে লাফিয়ে বেড়ে।
চাল ডাল নুন সব বাড়ন্ত
গরীবের ঘরে।
সকালের বাজারে
চাহিদা গুলো হারিয়ে যাচ্ছে
দীর্ঘশ্বাসের ভীরে।
অথচ খবর দেখছি কোটি টাকা
খাটের তলায় রয়েছে অবহেলায়
কিছু মানুষের ঘরে।
সকালের বাজারে চলে দর কষাকষি
চলছে নয়া পয়সা নিয়ে
ওদিকে নেতা নেত্রী মন্ত্রীরা ফুর্তি
করছে ঢাক বাজিয়ে।
বয়কা ডিএ দেবার বেলায় টাকা যায় ফুরিয়ে।
অথচ কোটি টাকা জলে মতো
খরচ করছে উৎসবে দিনে।
ডুবছে রাজ্য জনগণ ঋণে।
কল কারখানা বন্ধ হচ্ছে,
মিলছে না প্রাপ্যট মাইনে।
সকালের বাজার থেকে আমরা রোজই ফিরছি দুঃশ্চিন্তা কিনে।
কিভাবে চলবে সংসার আগামী দিনে?
মধ্যবিত্তের হাত পুরছে দ্রব্য মূল্যের আগুনে।