02-20-2017, 10:15 AM
রক্ত শিমুল তপ্ত পলাশ দিলো ডাক সুনীল ভোরে।
শপথের মশাল হাতে
ছুটে চল নতুন প্রাতে,
বাজা রে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে।।
একুশের অমোঘ বাণী
দিয়াছে সূর্য আনি,
জীবনের অর্ঘ্য ধোয়া ওই যে ওই রুদ্র আকাশ__
ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝরে।।
অলখের বিড়ম্বনা সাবধান সাবধান!
কোটি কোটি মোরা আজ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ দীপ্ত
প্রাণ।
স্বাধীন এই বাংলা আমার
কোটি প্রাণ শহীদমিনার__
নেবই নেব, নেবই নেব,
নেবই নেব আমরা মনের মতো এই দেশ গড়ে।।
শপথের মশাল হাতে
ছুটে চল নতুন প্রাতে,
বাজা রে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে।।
একুশের অমোঘ বাণী
দিয়াছে সূর্য আনি,
জীবনের অর্ঘ্য ধোয়া ওই যে ওই রুদ্র আকাশ__
ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝরে।।
অলখের বিড়ম্বনা সাবধান সাবধান!
কোটি কোটি মোরা আজ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ দীপ্ত
প্রাণ।
স্বাধীন এই বাংলা আমার
কোটি প্রাণ শহীদমিনার__
নেবই নেব, নেবই নেব,
নেবই নেব আমরা মনের মতো এই দেশ গড়ে।।