Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এবার আপনিও পেতে পারেন গুগোল এডসেন্স। শর্ত মেনে কাজ করুন সফল হবেন

Googleplus Pint
#1
এবার আপনিও পেতে পারেন গুগোল এডসেন্স। শর্ত মেনে
কাজ করুন সফল হবেন
ক) কন্টেন্ট এর ধরন:<\h3>
অ্যাডসেন্স এ এপ্লাই করার পূর্বে সবসময় খেয়াল রাখবেন
আপনি কি ধরনের কনটেন্ট প্রকাশ করছেন। অবশ্যই কন্টেন্ট
হতে হবে কপি পেস্ট বিহীন। কপি পেস্ট করে কক্ষনোই
অ্যাডসেন্স একাউন্ট পাওয়া সম্ভব নয় কারন অ্যাডসেন্স
অরিজিনাল কন্টেন্ট বিহীন সাইটে এড শো করতে চায়না।
আমরা কন্টেন্ট লিখি ইউজারের জন্য যা সব সময় সার্চ
ইঞ্জিন ফ্রেন্ডলি হতে হয়। আরও কিছু জিনিস আপনাকে
খেয়াল রাখতে হবে যাতে কোন ক্রমেই সাইটে কপিরাইট ছবি
বা কনটেন্ট ব্যবহার না করেন এটা ওদের নীতিমালা বিরোধী।
এছাড়া পর্নোগ্রাফি, হ্যাকিং, গেম্বলিং বা অবৈধ কিছু নিয়ে
লেখা আর্টিকেল সাইটে পাবলিশ দেওয়া থেকে বিরত থাকুন।
সাভাবিক নিয়মে ব্লগ কন্টেন্ট লিখুন তাহলেই সম্ভব দ্রুত
এপ্রুভাল পাওয়া।
কন্টেন্ট ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
অ্যাডসেন্স এ আবেদন করার জন্য সর্বনিম্ন কতটি পোস্ট
থাকতে হবে এই প্রশ্নের নির্দিষ্ট কোন উত্তর নেই। কিন্তু
অভিজ্ঞতা থেকে আমি বলবো অবশ্যই ২০-২৫ টি অরিজিনাল
কন্টেন্ট দিয়ে নিবেন এবং যেগুলোর ওয়ার্ড লিমিট সর্বনিম্ন
৬০০ ওয়ার্ডের মধ্যে হতে হবে।
পোষ্ট গুলো লিখার সময় টপিক্স রিলেটেড মোটামুটি হাই
সিপিস ও হাই কম্পিটেটিভ (এডওয়ার্ড অনুযায়ী) কিয়ার্ড
টার্গেট করে পোষ্ট লিখবেন এতে করে গুগল আপনার সাইটে
এড দিতে বেশ আগ্রহী হবে, এবং দ্রুত অ্যাডসেন্সের
এপ্রুভাল পাওয়া যাবে।
গুগল অ্যাডসেন্সে আপ্লাই করার পূর্বে অবশ্যই সব গুলো
পোষ্ট যাতে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় সেদিকে খেয়াল
রাখতে হবে। পোষ্ট গুলোকে নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং
বুকমার্ক সাইট গুলোতে শেয়ার করতে হবে। এতে করে সাইটে
ট্রাফিকও বেড়ে যাবে দিন দিন
পোষ্টে অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করে স্টাফিং করা যাবেনা।
খ) সাইটের ডিজাইন এবং ন্যাভিগেশনঃ
সাইটের ডিজাইনটি অনেক গুরুত্তপুর্ণ। আপনার সাইটের
ডিজাইন আপনার দক্ষতার প্রমান রাখে সুতরাং আপনার
সাইট টিকে এমন ভাবে ডিজাইন করুন যাতে করে মনে হয় না
সাইটি অনেক নতুন এবং এখনো কাজ চলছে তার মানে Under
Construction। গুগল কক্ষনো আন্ডার কন্সট্রাকশন
সাইটে অ্যাডসেন্সের এপ্রুভাল দেয়না। উৎকট কালার এবং
অতিরিক্ত কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিজাইন করা
সাইটের ৯০% ই এপ্রুভাল পায় না, তাই এসব ক্ষেত্রে সতর্ক
হতে হবে। এছাড়াও সাইটের ন্যাভিগেশন লেভেলও ইজি হতে
হয় আবার সাইটের পেজ ও লিংক স্ট্রাকচারও হতে হবে
অবশ্যই স্টান্ডার্ড।
গ) গুরুত্বপূর্ণ কিছু পেজ তৈরিঃ
Privacy Policy পাতাঃ এটা একটা খুবই সাধারন ভুল যেটি
সকলেই করে থাকে। গুগল একটি সাইটের Privacy Policy কে
অনেক গুরুত্ত দেয়। Privacy Policy মূলত আপনার সাইটের
ভিসিটর এবং পাঠকদের কি করা উচিত এবং কি উচিত নয়,
আপনার ব্লগে তারা কি কি পাবে এবং আপনি আপনার
ব্লগটিকে কিভাবে ব্যবহার করেন সেটি আলোচনা করে। তাই
সাধারণ ভাবে একটি Privacy Policy পাতা থাকা জরুরী।
নিজেই আপনি ব্লগের Privacy Policy পাতা তৈরি করে
নিতে পারেন সেক্ষেত্রে কিছু সাইটের Privacy Policy পাতা
গুলো পড়ে নিন কি বা কিভাবে লিখতে হবে বুঝার জন্য।
About Us পাতাঃ About Us পাতাটিও আপনার সাইটে
অ্যাডসেন্স আপ্প্রুভাল পাওয়ার জন্য খুবই গুরুত্তপূর্ণ।
আপনি যদি এই পাতাটি তৈরি না করে অ্যাডসেন্স এর আবেদন
করেন তাহলে আপনার অ্যাডসেন্স আপ্প্রুভ হওয়ার সম্ভবনা
খুবই কম। About Us পাতাটি মুলত আপনা বা আপনার
সাইটের সম্পর্কে আলোচনা করে। কিভাবে সাইটা শুরু হল, কে
বা কারা এই সাইটি দেখাশোনা করে এবং সাইটি কি কি বিষয়
নিয়ে আলোচনা করে এসব তথ্য About Us পাতার মূল
উপাদান। এজন্য অ্যাডসেন্স এ আবেদনের পূর্বে আপনাকে
অবশ্যই একটি About Us পাতা তৈরি করে নিতে হবে।
কয়েকটি সাইট ভিজিট করে তাদের এবাউট আস পাতাটি পড়ে
নিয়ে লিখা শুরু করে দিন।
Contact Us পাতাঃ Contact Us পাতা মুলত আপনার
ভিসিটর এবং পাঠকদেরকে আপনার সাথে যোগাযোগ করার
সুযোগ করে দেয়। Contact Us পেজের মাধ্যমে আপনার
পাঠকেরা আপনার সাহায়্য পায় তার মানে আপনি আপনার
ভিসিটর ও পাঠকদের কেয়ার (Care) করেন যেটা অ্যাডসেন্স
পছন্দ করে। তাই আবশ্যই আপনার সাইটে একটি Contact
Us পাতা তৈরি করবেন।
ঘ) অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কঃ
এটা অনেক গুরুত্তপুর্ন একটি বিষয়। অ্যাডসেন্স এবং
ক্লিকসর একসাথে ব্যাবহার করা যায় না, কারন ক্লিকসর
কনটেক্সচুয়াল এড যেটা এডসেন্স এর টার্মস বিরোধী। ইয়াহুর
ব্যাপারটাও সেম। তাই অ্যাডসেন্সে এপ্লাই করতে হলে
আপনাকে অবশ্য এই ধরণের এড গুলো সাইট থেকে রিমুভ করে
নিতে হবে। যতদূর অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হচ্ছে ইয়াহু
অথবা ক্লিকসর এডসেন্সের সাথে বসালে এমনিতেই এডসেন্স
ব্যান হয়ে যাবার কথা। আর এডব্রাইট এবং বিডভার্টাইজার
ব্যাবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিৎ। এফিলিয়েট লিংক
থাকলে সেগুলোর ব্যাপারে সতর্ক হওয়া উচিৎ, আমি মনে করি
আবেদনের পূর্বে রিস্ক ফ্রি থাকার জন্য জাস্ট লিংক গুলো
উঠিয়ে রেখে এপ্লাই করা ব্যাটার হবে।
ঙ) টপ লেভেল ডোমেইনঃ
ব্লগস্পট ডট কম দিয়ে অ্যাডসেন্স পাওয়ার দিন শেষই বলতে
হবে। একটা সময় ছিলো যখন হয়তো খুব সহজেই সাব
ডোমেইন গুলো দিয়ে এপ্লাই করেই এডসেন্স পাওয়া যেত।
কিন্তু এখন আপনাকে এই নীতি চেঞ্জ করতে হবে। এখন দ্রুত
অ্যাডসেন্স আপ্রুভাল পেতে হলে আপনার ব্লগটি অবশ্যই টপ
লেভেল ডোমেইন হতে হবে যেমন com, net, org ইত্যাদি।
যারা ব্লগস্পট বা সাব ডোমেইন দিয়ে অ্যাডসেন্স পাওয়ার
স্বপ্ন দেখছিলেন তারা এখনি একটি টপ লেভেল ডোমেইন
কিনে ফেলুন এটা অনেক ট্রাস্টেড অফশন হবে আপনার জন্য।
ভিজিটরদের ভালো রেসপন্স পাওয়ার জন্যও টপ লেভেল
ডোমেইন অত্যাবশ্যক।
উপরে আলোচিত বিষয়গুলো সঠিক ভাবে ইমপ্লিমেন্ট করুন
এবং তারপর এডসেন্স এ আবেদন করুন। যদি সবকিছু ঠিক ঠাক
থাকে তাহলে আপনার অ্যাডসেন্স এপ্রুভাল পাওয়া সময়ের
ব্যাপার মাত্র!
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার পাশাপাশি সাইবার অপরাধও বাড়ছে। এ জগতে নিরাপদ থাকতে হল Hasan 0 2,094 10-02-2021, 12:13 PM
Last Post: Hasan
  [অপারেটর] অাপনার NID card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে এই পোস্ট দেখুন Hasan 0 1,421 08-30-2017, 03:17 AM
Last Post: Hasan
  ইন্টারনেট খরচ না কমালে ফোরজি নয় Hasan 1 2,614 04-20-2017, 01:54 AM
Last Post: Muntasir
  ইন্টারনেটের অন্ধকার দুনিয়া Hasan 0 2,681 03-02-2017, 04:29 PM
Last Post: Hasan
  ইন্টারনেটের দাম পুনঃনির্ধারণ এ মাসেই Hasan 0 1,639 03-01-2017, 01:36 PM
Last Post: Hasan
  ৩২ বছর আগে এক ১৪ বছর ভারতীয় কিশোর আবিষ্কার করেছিলেন ইমেল প্রযুক্তি Hasan 0 1,612 03-01-2017, 12:23 AM
Last Post: Hasan
  [Tips] Freebasics এর মাধ্যমে Google Translate ফ্রী ব্রাউজ করুন,,,Globalbd.ML Mahin24 0 1,948 02-25-2017, 08:51 PM
Last Post: Mahin24
  ইন্টারনেট ছাড়াই গুগল……!!!! Maghanath Das 0 1,736 02-22-2017, 04:12 PM
Last Post: Maghanath Das
  বেকারদের জন্য সুখবর দিল ফেসবুক! Hasan 0 1,743 02-21-2017, 08:02 PM
Last Post: Hasan
  ইনস্টাগ্রাম হ্যাক করল দশ বছরের শিশ Maghanath Das 0 1,661 02-19-2017, 08:48 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)