Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এক বুদ্ধিমান কুকুরের উপদেশমূলক গল

Googleplus Pint
#1
একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন,

শিকারের উদ্দেশ্যে আফ্রিকায় কিছু দিনের

জন্য ঘুরে আসবেন। তাই তিনি একমাত্র সহকারী

হিসেবে তার বিশ্বস্ত কুকুরটিকে নিয়ে বের

হয়ে পড়লেন। একদিন কুকুরটি একটা

প্রজাপতিকে খেলাচ্ছলে তাড়া করতে করতে

হটাৎ লক্ষ্য করল যে সে তার বাসস্থান থেকে

অনেক দূরে চলে এসেছে এবং পথ হারিয়ে

ফেলেছে। তাই সে পথভ্রষ্ট হয়ে

উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য

জায়গায় ঘুরে বেরাচ্ছিল। এমতাবস্থায় হটাৎ

সে খেয়াল করল একটা চিতা মধ্যাহ্নভোজের

উদ্দেশ্যে তার দিকে ক্ষিপ্রবেগে ছুটে

আসছে। কুকুরটা নিজের মনে মনে ভাবল “মহা

বিপদে পড়লাম দেখি!” তারপর সে খেয়াল করল

পাশেই মাটির উপর কিছু হাড় পরে আছে।

তৎক্ষনাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার

দিকে আসা চিতার দিকে পিছন ফিরে

হাড়গুলো চিবোতে শুরু করল। ঠিক যখন চিতাটা

লাফ দিয়ে তাকে ধরার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক

তখনি কুকুরটা জোড়ালো কন্ঠে বলা শুরু করল-

“চিতাটা তো খুব-ই মুখরোচক, মনে হয় এদিকে

আশেপাশে খুজলে এরকম আরও পাওয়া যাবে।”

বলার সাথে সাথে সে একটা জোরালো ঢেকুর

ছাড়লো। এই কথা শোনার চিতাটা তার

আক্রমনে দ্রুত বিরতি দিল, দেখে মনে হচ্ছিল

যে তাকে ভীতি চেপে ধরেছে এবং সে

আস্তে আস্তে লুকিয়ে গাছের আড়ালে সটকে

পড়ল। ভয়মাখা কন্ঠে চিতাটা মনে মনে বলে

উঠল, “কুকুরটা খুব কাছাকাছি এবং যে কোনো

মূহুর্তে আমাকে পেয়ে যেতে পারে।” ঠিক এ

সময়, একটা বানর কাছাকাছি কোনো গাছে

বসে পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করছিল। সে

চিন্তা করল যে, “এই পুরো ব্যাপারটা চিতাকে

বুঝিয়ে বলতে পারলে চিতার সাথে বানর

গুষ্টির সম্পর্কটা আরও মজবুত হবে এবং তাদের

জাতিকে রক্ষার জন্য চিতার সাথে সম্পর্ক

উন্নয়ন বেশ জরুরী।”

যেই চিন্তা সেই কাজ। এদিকে কুকুরটা শুধু

দেখল যে বানরটা খুব দ্রুতবেগে চিতার দিকে

ছুটে যাচ্ছে এবং সাথে সাথে সে বুঝতে পারল

নিশ্চয়ই কিছু হতে চলেছে। বানরটি খুব দ্রুতই

চিতার কাছে পৌছে গেল এবং নিজের

নিরাপত্তার আশায় সে পুরো ঘটনাটি চিতাকে

খুলে বলল। নিজের এই বোকামি বুঝতে পেরে

বাঘটি ক্রোধে উন্মত্ত হয়ে বানরটিকে বলল-

“তবে তাই যদি ঠিক হয় তবে আমার পিঠে চড়ে

বস, দেখ আমি কিভাবে বজ্জাত কুকুরটিকে

কিভাবে শায়েস্তা করি।” তখন কুকুর দেখল

চিতা তার পিঠে বানরকে নিয়ে কাছে

আসছে। সে মনে মনে ভাবছিল “প্রাণপনে

দৌড়ানো বাদে আমার এখন আর কি করার

আছে?” তবুও কুকুরটি আক্রমনকারীদের দিকে

পেছন ফিরে বসে এমন ভাব ধরল যে সে তখনও

তাদেরকে দেখতে পায় নি। এবং যখন তারা

কুকুরের কথা শোনার মত কাছাকাছি চলে

এসেছে ঠিক তখনি কুকুর বিরক্তভরা কন্ঠে বলে

উঠল “বজ্জাত বানরটা কই গেল!!! আমি ওকে

ঠিক বিশ্বাস করতে পারি না। আধ ঘন্টা হল

ওকে আরেকটা চিতা (ভুলিয়ে-ভালিয়ে)

আনতে পাঠালাম এবং এখন পর্যন্ত সে ফিরে

আসেনি।” এটা শোনার পর চিতা নিজের

প্রাণের নিরাপত্তার কথা ভেবে ছুটে পালাল।

গল্পের নীতিকথাঃ কঠিন চাপের মুখে কখনও

আতঙ্কিত হবেন না। টেনশন নেবার জন্য নয়,

বরং একে কৌশলে ফিরিয়ে দেবার জন্য

প্রস্তুত থাকুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [উপদেশমূলক গল্প] বিনা চেষ্টায় লাভ (ঈশপের গল্প) Hasan 0 3,263 02-28-2017, 11:41 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল গল্প] আতর বিক্রেতার মেয়ের ঘটনা Hasan 0 1,864 02-28-2017, 11:41 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] আহাম্মকির ফল (ঈশপের গল্প) Hasan 0 2,206 02-28-2017, 11:40 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায়পড়ে গেলো। Hasan 0 1,908 02-28-2017, 11:40 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] অহংকারের ফল Hasan 0 1,963 02-28-2017, 11:39 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন Hasan 0 2,065 02-28-2017, 11:37 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিৎ !! Hasan 0 2,393 02-28-2017, 11:37 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] দূর্বলকে কখনো অবহেলা করা ঠিক না। Hasan 0 1,910 02-28-2017, 11:36 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] ত্যাগি সব সময় নিস্বার্থ ত্যাগ করে যায় Hasan 0 1,799 02-28-2017, 11:35 PM
Last Post: Hasan
  [উপদেশমূলক গল্প] মানুষকে সাহায্য করুন , যতটা আপনার পক্ষে সম্ভব । Hasan 0 1,876 02-28-2017, 11:32 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)