Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[LOVE TIPS] দেরি না করে বলেই ফেলুন ‘ভালবাসি’

Googleplus Pint
#1
অনেকেই মনের কথা মুখে চট করে আনতে পারেননা৷ কিন্তু সেকথা মুখে আনতে আনতেই গোটা খেল খতম৷ এই বিষয়টি বেশিরভাগ সময়ে প্রেমের ক্ষেত্রেই ঘটে থাকে৷ কাউকে ভালবাসলে সে কথা তাকে জ পড়তে হবে আপনাকেই৷ কিন্তু মনের কথা মুখে আনতে পারলেই কেল্লা ফতে৷ সে কারণেই ভালবাসার সাতদিক জেনে নিন৷ আর প্রেম নিবেদন করে ফেলুন৷ কাউকে ভালবাসলে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাকে মনে কথা জানান৷ এতে আপনার অনুভূততি অপরের কাছে স্পষ্ট হয়ে যাবে৷ হয়ত আপনার অপর পক্ষ এই কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন৷ তিনি হয়ত মনের কথা বলতে পারছেন না৷ সেকেন্ডেরউদ্যোগ যদি আপনি আগে নেন তবে তারও অনেক বেশি সুবিধে হবে৷ আপনি হয়ত প্রিয় মানুষটির সঙ্গে খোলামেলা ভাবেই মিশছেন৷ আপনি হয়ত ভাবছেন তিনি আপনাকে ভালবাসেন৷ কিন্তু তার মনের কথা আপনার জানা প্রযোজন৷ এক্ষেত্রে আপনি যদি প্রেম নিবেদন করেন তবে সহজেই বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটিও আপনাকে ভালবাসেন কিনা৷ মানুষই যখনই কাউকে ভালবাসতে শুরু করে তখনই তার মনে ভায় বাধা বাঁধে৷ মনের ভিতর তৈরি হয় অনিশ্চয়তা৷ এক্ষেত্রে আপনি যদি সোজা সাপটা যে আপনি তাকে ভালবাসেন তবে আপনি সহজেই তার মনোভাব জেনে নিতে পারবেন৷ ভালবাসার কথা মুখে না এনে মনে চেপে রাখল আপনি৷ এতে আপনার মানসিক চাপও প্রবল হতে পারে৷ তাই এই চাপ কাটাতে প্রথম উদ্যোগ আপনাকেই নিতে হবে৷ তাকে স্পষ্ট করে ভালবাসার কথা জানিয়ে দিলে সহজেই চাপমুক্ত হতে পারবেন আপনি৷ প্রেম নিবেদনের জন্যে সকলেই সঠিক সময়ের অপেক্ষা করে থাকেন৷ আর সেই সঠিক মুহুর্ত ঠিক কখন আসকবে এ বিষয়ে আপনাকে জ্ঞান দেবেন অনেকেই৷ কিন্তু সত্যি কথা হল কারোর কথা সুনে ভালবাসা যায় না৷ তাই মনের কথা মুখে আনার ক্ষেত্রে দেরি একেবারেই করবেন না৷কথায় আছে ‘শুভ কাজে দেরি করতে নেই’ তেমনই ভালবাসার কথা প্রকাশেও দেরি মোটেও ভালনা৷ যখন দুজনেই দুজনকে জানিয়ে দেন ‘ভালবাসি’ তখন তাদের সম্পর্ক একটা অইন্য মাত্রা পায়৷ তাই মনের মানুষের সঙ্গে নিজের সম্পর্কে একটা অন্য মাত্রা আনতে মনের কথা প্রকাশ করতেই হবে৷ তা না হলে সম্পর্ক সুন্দর হওয়ার আগেই হয়ত ভাঙন ধরতে পারে৷ মনের মানুষকে ভালবাসার কথা জানানোর পর তিনি সেটি গ্রহণ করবেন কিনা তা নিয়েও মনে অনিশ্চয়তা তৈরি হতে পারে৷ তবে এই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে রয়েছে রোমাঞ্চ৷ আর রোমাঞ্চ কাটিয়ে তিনি যখন আপনার প্রসতাব স্বীকার করবেন তখন গোটা বিষয়টাই সুখের অনুভূতি হয়ে হৃদয়ে বাধা বাঁধবে৷ অনেক ক্ষেত্রে মনের কথা নুখে আনলে আপনার প্রেম হয়ত শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে৷ অনেকই প্রেম নিবেদনে দেরি করে ফেলেন৷ হয়ত আপনার মনের মানুষটি আপনার জন অপেক্ষা করে ক্লান্ত হয়েই অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বেন৷ আপনি যখন মনের কথা মুখে আনবেন তখন হয়ত অনেক দেরি হয়ে যাবে৷ তাই শুভস্য শীঘ্রম৷ ভালবাসার কথা মুখে আনুন৷
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] বিয়ের স্টেজ ডিজাইন, বিয়ের স্টেজ সাজানো ছবি সাথে টুকিটাকি mirahasan 0 1,815 01-18-2020, 07:00 PM
Last Post: mirahasan
  [Love Tips] সম্পর্কে প্রতারণা কাটিয়ে উঠতে এই ভুলগুলো করা উচিত নয় Rakib 0 1,688 09-01-2017, 01:48 AM
Last Post: Rakib
  [Love Tips] যে ১১টি লক্ষণে বুঝতে পারবেন ভালোবাসার মানুষটি আপনাকে ব্যবহার করছে Hasan 0 2,392 08-29-2017, 04:32 PM
Last Post: Hasan
  যে ৫ টি কারণে আমাদের শারীরিক স্পর্শের প্রয়োজন হয় প্রতিদিন! Hasan 0 2,261 08-29-2017, 04:24 PM
Last Post: Hasan
  ভালোবাসার লাভ লস Hasan 0 7,265 03-06-2017, 12:44 AM
Last Post: Hasan
  [ভালোবাসার টিপস] ৭ দিনে জয় করে নিন পছন্দের মেয়েটির মন! Hasan 0 3,496 02-26-2017, 04:40 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] পছন্দের মানুষটিকে ৭টি উপায়ে I Love You জানান !!!!!! Hasan 0 2,658 02-26-2017, 04:38 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] প্রেমে পড়ার ৭টি কারণ !!!!!! Hasan 0 2,465 02-26-2017, 04:38 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] সিনিয়র আপুদের সাথে প্রেম করার সুবিধাঃ !!!! Hasan 0 4,586 02-26-2017, 04:37 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] ভালবাসা কী ??? !!!!!! Hasan 0 2,103 02-26-2017, 04:36 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)