02-26-2017, 04:38 PM
কয়েকটি আচরণে জানিয়ে দিন যে আপনি তার প্রতি আগ্রহী। কিন্তু কী করবেন আর কী বলবেন? যাই করুন না কেন, করতে হবে খুব সাবধানে।
আপনি কি কাউকে পছন্দ করে ফেলেছেন? কিন্তু ঠিক বলতে পারছেন না? কি দরকার মুখ ফুটে বলার। এই সাতটি কাজ করুন, তিনি যদি সাড়া দেন তবে বুঝবেন তিনিও ভালোবাসেন
আপনাকে আর সাড়া না দিলে নিজেকে সরিয়ে নিন আপনি নিজেই।
১.সবসময় একসাথে থাকার চেষ্টা করুনঃ- এটা জানা কথা যে পছন্দের
মানুষটির সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আপনিও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চেষ্টা করুন প্রতিদিন তার সাথে কিছু সময় কাটাবার। এভাবে মৌন থেকেও তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালোলাগার কথাটি।
২.প্রশংসা করুন- কারও অতিরিক্ত
প্রশংসা একজনকে অবশ্যই ভাবিয়ে তোলে। আর এভাবেই আপনি পছন্দের মানুষটির মনে স্থান করে নিতে পারেন। এমনিতেই অবশ্য পছন্দের মানুষটির সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। তারপরও
বেশি বেশি করে তার প্রশংশা করুন। দেখবেন কাজ হয়ে যাবে।
৩.উপহার দিনঃ- যেকোনো মানুষই উপহার পেতে বেশ পছন্দ করেন। আপনি আপনার পছন্দের মানুষটিকে বেশি বেশি উপহার দিতে পারেন। এতে করে উপহারগুলো তাকে ভাবাবে এবং আপনা আগ্রহের বিষয়টি স্পষ্ট করবে।
৪.অনুভূতিগুলো অন্যভাবে প্রকাশ করুনঃ- কাউকে ভালোলাগার অনুভূতি সত্যিই অদ্ভুত ধরনের হয়ে থাকে। একমাত্র যারা এই অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন। সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে থাকুন। একটি বই, কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করুন আন্তরিকতা। দেখবেন সে আপনার ভালোলাগা গুলোকে প্রাধান্য দিচ্ছে।
৫.বন্ধুদের এড়িয়ে চলুনঃ- পছন্দের মানুষটিটর জন্য অনেক কিছুই করা সম্ভব। আপনি যখন আপনার বন্ধুদের এড়িয়ে চলবেন তখন বিষয়টি পছন্দের মানুষটির চোখে পড়বে। তাকে মাঝে মাঝে বলবেনও যে তার কারণে অন্য সবাইকে সময় কম দিচ্ছেন আপনি। কারণ তার সাথে থাকতেই বেশী ভালো লাগছে, যার ফলে সে বুঝে উঠতে পারবে আপনার মনের বিষয়টা বা তার প্রতি আপনার আগ্রহটা।
৬. তাকে বোঝান যে আপনার মনে শুধু তিনিই রয়েছেনঃ- আপনি যে আপনার পছন্দের
মানুষটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা ভাবছেন এটি যে কোনোভাবে বা যেকোনো আচরণে তাকে বুঝিয়ে দিন। যেমন বলতে পারেন, আমি যেমন জীবনসঙ্গী চাই তুমি একেবারেই তেমন। বা তুমি জীবন সঙ্গী হিসাবে খুব ভালো হবে।
৭.কৌতুকের ছলে প্রকাশ করুনঃ- এমন অনেক কথাই আমরা একে অপরকে কৌতুকের
ছলে বলে থাকি। এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আগ্রহের বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ কৌতুকের ছলেই আপনার তার প্রতি আগ্রহের কথাটি তাকে জানিয়ে দিন। এতে কিছুটা কাজ হতে পারে।
আপনি কি কাউকে পছন্দ করে ফেলেছেন? কিন্তু ঠিক বলতে পারছেন না? কি দরকার মুখ ফুটে বলার। এই সাতটি কাজ করুন, তিনি যদি সাড়া দেন তবে বুঝবেন তিনিও ভালোবাসেন
আপনাকে আর সাড়া না দিলে নিজেকে সরিয়ে নিন আপনি নিজেই।
১.সবসময় একসাথে থাকার চেষ্টা করুনঃ- এটা জানা কথা যে পছন্দের
মানুষটির সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আপনিও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চেষ্টা করুন প্রতিদিন তার সাথে কিছু সময় কাটাবার। এভাবে মৌন থেকেও তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালোলাগার কথাটি।
২.প্রশংসা করুন- কারও অতিরিক্ত
প্রশংসা একজনকে অবশ্যই ভাবিয়ে তোলে। আর এভাবেই আপনি পছন্দের মানুষটির মনে স্থান করে নিতে পারেন। এমনিতেই অবশ্য পছন্দের মানুষটির সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। তারপরও
বেশি বেশি করে তার প্রশংশা করুন। দেখবেন কাজ হয়ে যাবে।
৩.উপহার দিনঃ- যেকোনো মানুষই উপহার পেতে বেশ পছন্দ করেন। আপনি আপনার পছন্দের মানুষটিকে বেশি বেশি উপহার দিতে পারেন। এতে করে উপহারগুলো তাকে ভাবাবে এবং আপনা আগ্রহের বিষয়টি স্পষ্ট করবে।
৪.অনুভূতিগুলো অন্যভাবে প্রকাশ করুনঃ- কাউকে ভালোলাগার অনুভূতি সত্যিই অদ্ভুত ধরনের হয়ে থাকে। একমাত্র যারা এই অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন। সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে থাকুন। একটি বই, কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করুন আন্তরিকতা। দেখবেন সে আপনার ভালোলাগা গুলোকে প্রাধান্য দিচ্ছে।
৫.বন্ধুদের এড়িয়ে চলুনঃ- পছন্দের মানুষটিটর জন্য অনেক কিছুই করা সম্ভব। আপনি যখন আপনার বন্ধুদের এড়িয়ে চলবেন তখন বিষয়টি পছন্দের মানুষটির চোখে পড়বে। তাকে মাঝে মাঝে বলবেনও যে তার কারণে অন্য সবাইকে সময় কম দিচ্ছেন আপনি। কারণ তার সাথে থাকতেই বেশী ভালো লাগছে, যার ফলে সে বুঝে উঠতে পারবে আপনার মনের বিষয়টা বা তার প্রতি আপনার আগ্রহটা।
৬. তাকে বোঝান যে আপনার মনে শুধু তিনিই রয়েছেনঃ- আপনি যে আপনার পছন্দের
মানুষটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা ভাবছেন এটি যে কোনোভাবে বা যেকোনো আচরণে তাকে বুঝিয়ে দিন। যেমন বলতে পারেন, আমি যেমন জীবনসঙ্গী চাই তুমি একেবারেই তেমন। বা তুমি জীবন সঙ্গী হিসাবে খুব ভালো হবে।
৭.কৌতুকের ছলে প্রকাশ করুনঃ- এমন অনেক কথাই আমরা একে অপরকে কৌতুকের
ছলে বলে থাকি। এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আগ্রহের বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ কৌতুকের ছলেই আপনার তার প্রতি আগ্রহের কথাটি তাকে জানিয়ে দিন। এতে কিছুটা কাজ হতে পারে।
Hasan