03-13-2017, 10:30 AM
মৃত স্বামীর সন্তানের মা হতে যাচ্ছেন এই নারী
স্বামীর মৃত্যুর কয়েক মাস আগেই গর্ভপাত হয় ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির বাসিন্দা সারা বিটির। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ৩০ বছরের সারা। কিন্তু তার ক্যান্সার আক্রান্ত স্বামী নেলসন বিটি (৪৯) হার মানতে রাজি হননি।
নেলসন-সারা মিলে সিদ্ধান্ত নেন ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির সাহায্য নেয়ার। সারার ডিম্বাণু ও নেলসনের শুক্রাণুকে ল্যাবে মিলিয়ে একাধিক ভ্রুণ তৈরি করা হয়। ওই ভ্রুণগুলির থেকে কিছু স্থাপন করা হয় সারার গর্ভে।
২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যান্সারে আক্রান্ত হন নেলসন বিটি। গত বছরের শেষ দিকে মারা যান তিনি। তার স্ত্রী সারা এখন তিন মাসের অন্ত:সত্ত্বা। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে সারা বলেন, এটা খুবই বিস্ময়কর একটি ঘটনা।
সূত্র : মিরর
স্বামীর মৃত্যুর কয়েক মাস আগেই গর্ভপাত হয় ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির বাসিন্দা সারা বিটির। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ৩০ বছরের সারা। কিন্তু তার ক্যান্সার আক্রান্ত স্বামী নেলসন বিটি (৪৯) হার মানতে রাজি হননি।
নেলসন-সারা মিলে সিদ্ধান্ত নেন ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির সাহায্য নেয়ার। সারার ডিম্বাণু ও নেলসনের শুক্রাণুকে ল্যাবে মিলিয়ে একাধিক ভ্রুণ তৈরি করা হয়। ওই ভ্রুণগুলির থেকে কিছু স্থাপন করা হয় সারার গর্ভে।
২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যান্সারে আক্রান্ত হন নেলসন বিটি। গত বছরের শেষ দিকে মারা যান তিনি। তার স্ত্রী সারা এখন তিন মাসের অন্ত:সত্ত্বা। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে সারা বলেন, এটা খুবই বিস্ময়কর একটি ঘটনা।
সূত্র : মিরর
Hasan