01-15-2017, 12:36 AM
আমেরিকান নাগরিক লিউক আইকিনস (৪২) প্রথম
ব্যক্তি যিনি প্যারাশুট ছাড়াই ২৫ হাজার ফুট (৭
হাজার ৬২০ মিটার) উঁচু থেকে লাফ দিয়ে বিশ্ব
রেকর্ড গড়েছেন। এতো উঁচু থেকে প্যারাশুট বা উইং
স্যুট ছাড়া লাফ দিয়ে তিনি নিরাপদেই নিচে
বিছানো ১০০X১০০ ফুটের একটি জালে অবতরণ
করেছেন। তার নিচে নামার গতি ছিল ঘন্টায়
সর্বোচ্চ ১২০ মাইল বা ১৯৩ কি. মি.।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায় আকাশ
থেকে তার লাফ দিয়ে পড়ার এই ঘটনার ২ মিনিটের
ভিডিও ফুটেজ ফক্স টিভিতে সরাসরি সম্প্রচার করা
হয়েছে। পেশাদার লাফিয়ে হিসেবে ২৬ বছরের
ক্যারিয়ারে মি. আইকিনস ১৮ হাজার বার লাফ
দিয়েছেন।
কর্তৃপক্ষ অবশ্য তাকে লাফ দেওয়ার আগে প্যারাশুট
পরার জন্য চাপ দিচ্ছিল। তবে পরে বিনা
প্যারাশুটেই তাকে লাফ দেওয়ার অনুমতি দেওয়া হয়।
ফলে প্যারাশুট বা কোনো উইং স্যুট ছাড়াই তিনি
সবচেয়ে উঁচু থেকে লাফ দিয়ে এই ব্যক্তিগত ও বিশ্ব
রেকর্ড গড়ার সুযোগটি পেয়ে যান।
যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশনের
নিরাপত্তা ও প্রশিক্ষণ উপদেষ্টা মি. আইকিনস
বলেন, তার বন্ধুরা দুই বছর আগেই তাকে এ ধরনের
একটি রেকর্ড গড়ার জন্য উৎসাহিত করেছিলেন।
সূত্র: বিবিসি
ব্যক্তি যিনি প্যারাশুট ছাড়াই ২৫ হাজার ফুট (৭
হাজার ৬২০ মিটার) উঁচু থেকে লাফ দিয়ে বিশ্ব
রেকর্ড গড়েছেন। এতো উঁচু থেকে প্যারাশুট বা উইং
স্যুট ছাড়া লাফ দিয়ে তিনি নিরাপদেই নিচে
বিছানো ১০০X১০০ ফুটের একটি জালে অবতরণ
করেছেন। তার নিচে নামার গতি ছিল ঘন্টায়
সর্বোচ্চ ১২০ মাইল বা ১৯৩ কি. মি.।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায় আকাশ
থেকে তার লাফ দিয়ে পড়ার এই ঘটনার ২ মিনিটের
ভিডিও ফুটেজ ফক্স টিভিতে সরাসরি সম্প্রচার করা
হয়েছে। পেশাদার লাফিয়ে হিসেবে ২৬ বছরের
ক্যারিয়ারে মি. আইকিনস ১৮ হাজার বার লাফ
দিয়েছেন।
কর্তৃপক্ষ অবশ্য তাকে লাফ দেওয়ার আগে প্যারাশুট
পরার জন্য চাপ দিচ্ছিল। তবে পরে বিনা
প্যারাশুটেই তাকে লাফ দেওয়ার অনুমতি দেওয়া হয়।
ফলে প্যারাশুট বা কোনো উইং স্যুট ছাড়াই তিনি
সবচেয়ে উঁচু থেকে লাফ দিয়ে এই ব্যক্তিগত ও বিশ্ব
রেকর্ড গড়ার সুযোগটি পেয়ে যান।
যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশনের
নিরাপত্তা ও প্রশিক্ষণ উপদেষ্টা মি. আইকিনস
বলেন, তার বন্ধুরা দুই বছর আগেই তাকে এ ধরনের
একটি রেকর্ড গড়ার জন্য উৎসাহিত করেছিলেন।
সূত্র: বিবিসি
Hasan