01-15-2017, 10:41 PM
অনলাইন ডেস্ক: কোনো উপাই না দেখে নিজের রিভলবার দিয়ে গুলি ছুড়তে শুরু করেন দোকানদার। ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়
ঘটনা খুবই হাস্যকর। একেবারে চোরের ওপর বাটপারি করার মতো অবস্থা। কারণ, যে ব্যক্তি দোকানে শত শত বন্ধুক ও রিভলবার বিক্রি করছেন তারই মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি! ফলে যা হবার তাই- দোকানদার ডাকাত দেখা মাত্রই গুলি ছুড়তে শুরু করেন। গুলিতে এক ডাকাত নিহত এবং অপরজন পালিয়ে বাঁচেন।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ‘ডিক্সিস গান ও পাউন’ নামের এক দোকানে। গত ডিসেম্বর ২৬ তারিখে এ ঘটনা ঘটে।
এক ডাকাত মারা গেলেও দোকানদারের কোনো দোষ পাচ্ছেন না আদালত। কারণ সে মুহূর্তে তার গুলি করা ছাড়া কোনো উপাই ছিল না।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুই ডাকাত ডিক্সিস গান ও পাউন দোকানের গেট দিয়ে দোকানের এক কর্মীর মাথায় রিভালবার ধরে তাদেরকে শুয়ে পড়তে বলছেন। কর্মীর হাতে কিছুই ছিল না। তাই প্রাণ বাঁচার জন্য দু’হাত উপরে তুলে দোকানের ভেতর ঢুকছে।
দোকানটির নাম ডিক্সিস গান ও পাউন। বন্ধুক ও রিভলবারসহ নানা রকম অস্ত্র বিক্রি করা হয় দোকানটিতে
এমন সময় দোকানের মালিক ৬৪ বছরের জিম্মি গ্রোভার কাছে থাকা রিভলবার দিয়ে নির্ভয়ে ডাকাতদের দিকে গুলি ছুড়তে শুরু করেন। এতেই ভেতরে প্রবেশ করা এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায়। তার পড়ে যাওয়া দেখে অপরজন জীবন বাঁচাতে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালতে তিনি জানান, সে সময় তাকে গুলি করা ছাড়া কোনো উপাই ছিল না। তবে তিনি মানুষ হত্যা করা ঘৃণা করেন।
তিনি আরও জানান, ৩০ বছর ধরে তিনি দোকানদারি করেন। প্রতিরাতে একা বাড়ি ফিরেন কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় তিনি নিজেও অবাক।
তার সব কথা শুনে ও সিসিটিভির ভিডিও দেখে আদালত তার কোনো দোষ খুঁজে পাননি। তাই তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
অন্যদিকে পুলিশ অপর ডাকাতকে খুঁজছেন। ধরা পড়লে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
ঘটনা খুবই হাস্যকর। একেবারে চোরের ওপর বাটপারি করার মতো অবস্থা। কারণ, যে ব্যক্তি দোকানে শত শত বন্ধুক ও রিভলবার বিক্রি করছেন তারই মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি! ফলে যা হবার তাই- দোকানদার ডাকাত দেখা মাত্রই গুলি ছুড়তে শুরু করেন। গুলিতে এক ডাকাত নিহত এবং অপরজন পালিয়ে বাঁচেন।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ‘ডিক্সিস গান ও পাউন’ নামের এক দোকানে। গত ডিসেম্বর ২৬ তারিখে এ ঘটনা ঘটে।
এক ডাকাত মারা গেলেও দোকানদারের কোনো দোষ পাচ্ছেন না আদালত। কারণ সে মুহূর্তে তার গুলি করা ছাড়া কোনো উপাই ছিল না।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুই ডাকাত ডিক্সিস গান ও পাউন দোকানের গেট দিয়ে দোকানের এক কর্মীর মাথায় রিভালবার ধরে তাদেরকে শুয়ে পড়তে বলছেন। কর্মীর হাতে কিছুই ছিল না। তাই প্রাণ বাঁচার জন্য দু’হাত উপরে তুলে দোকানের ভেতর ঢুকছে।
দোকানটির নাম ডিক্সিস গান ও পাউন। বন্ধুক ও রিভলবারসহ নানা রকম অস্ত্র বিক্রি করা হয় দোকানটিতে
এমন সময় দোকানের মালিক ৬৪ বছরের জিম্মি গ্রোভার কাছে থাকা রিভলবার দিয়ে নির্ভয়ে ডাকাতদের দিকে গুলি ছুড়তে শুরু করেন। এতেই ভেতরে প্রবেশ করা এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায়। তার পড়ে যাওয়া দেখে অপরজন জীবন বাঁচাতে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালতে তিনি জানান, সে সময় তাকে গুলি করা ছাড়া কোনো উপাই ছিল না। তবে তিনি মানুষ হত্যা করা ঘৃণা করেন।
তিনি আরও জানান, ৩০ বছর ধরে তিনি দোকানদারি করেন। প্রতিরাতে একা বাড়ি ফিরেন কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় তিনি নিজেও অবাক।
তার সব কথা শুনে ও সিসিটিভির ভিডিও দেখে আদালত তার কোনো দোষ খুঁজে পাননি। তাই তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
অন্যদিকে পুলিশ অপর ডাকাতকে খুঁজছেন। ধরা পড়লে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
Hasan