02-20-2017, 10:16 AM
আমি লিখতে পেরেছি বিশ্বের সেরা মুক্তির ইতিহাস
আর রক্ত আখরে মুক্তির জয়গান।
বাংলাদেশের কবি আমি সবচেয়ে ভাগ্যবান।।
আমি সুরকার__
সুরে বেঁধেছি মৃত্যুর মহাহুঙ্কার,
মহাশ্মশানের কান্নার মাঝে তুলেছি খুশির ঝঙ্কার।
কামানের ধ্বনি সুরে ফেলে আমি করেছি বাংলা গান__
বাংলাদেশের সুরকার আমি সবচেয়ে ভাগ্যবান।।
শিল্পী আমি
যে গান গেয়েছি রক্তের দামে কিনে__
মৃত্যুর ভিড়ে কণ্ঠ সেধেছি যুদ্ধের সাইরেনে।
সমুখে মৃত্যু দেখে জীবন্ত ছেড়েছি গানের তান__
বাংলাদেশের শিল্পী আমি সবচেয়ে ভাগ্যবান।।
আর রক্ত আখরে মুক্তির জয়গান।
বাংলাদেশের কবি আমি সবচেয়ে ভাগ্যবান।।
আমি সুরকার__
সুরে বেঁধেছি মৃত্যুর মহাহুঙ্কার,
মহাশ্মশানের কান্নার মাঝে তুলেছি খুশির ঝঙ্কার।
কামানের ধ্বনি সুরে ফেলে আমি করেছি বাংলা গান__
বাংলাদেশের সুরকার আমি সবচেয়ে ভাগ্যবান।।
শিল্পী আমি
যে গান গেয়েছি রক্তের দামে কিনে__
মৃত্যুর ভিড়ে কণ্ঠ সেধেছি যুদ্ধের সাইরেনে।
সমুখে মৃত্যু দেখে জীবন্ত ছেড়েছি গানের তান__
বাংলাদেশের শিল্পী আমি সবচেয়ে ভাগ্যবান।।