03-19-2017, 11:19 AM
প্রশ্ন : আমাদের অঞ্চলে দেখা যায়, ছেলের সুন্নতে খতনায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। মুখে ক্ষীর দেওয়া হয়। এটা করলে কি নাজায়েজ হবে?
উত্তর : সুন্নতে খতনার এই অনুষ্ঠান একটি সামাজিক আনুষ্ঠানিকতা। এটি শরিয়ার কোনো বিধান নয়। খতনা হলেই যে সুন্নাহ অনুষ্ঠান করতে হবে, এ রকম কোনো বিধান নেই।
এটি একটি সামাজিক-লৌকিক আনুষ্ঠানিকতা, সৌন্দর্যের জন্য আনুষ্ঠানিকতা। যদি লৌকিক আনুষ্ঠানিকতা হয়, তাহলে এটি করতে কোনো বাধা নেই। এটাকে শরিয়া বা দ্বীনি কোনো বিধান দেওয়ার সুযোগ নেই। কারণ, ইসলামে এর কোনো স্থান নেই।
ইসলামে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতার বিধান দেওয়া হয়নি।
তবে কেউ যদি তাঁর ঘরে ২০ জন লোককে দাওয়াত দিয়ে খাওয়ায়, এটা কিন্তু হারাম নয়। এটি জায়েজ ও উত্তম কাজ।
এটি রাসূল (সা.)-এর সহিহ বুখারি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি সে করতে পারে। কিন্তু এই খতনা উপলক্ষেই করতে হবে—এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি বাধ্যবাধকতার বিষয় নয়।
উত্তর : সুন্নতে খতনার এই অনুষ্ঠান একটি সামাজিক আনুষ্ঠানিকতা। এটি শরিয়ার কোনো বিধান নয়। খতনা হলেই যে সুন্নাহ অনুষ্ঠান করতে হবে, এ রকম কোনো বিধান নেই।
এটি একটি সামাজিক-লৌকিক আনুষ্ঠানিকতা, সৌন্দর্যের জন্য আনুষ্ঠানিকতা। যদি লৌকিক আনুষ্ঠানিকতা হয়, তাহলে এটি করতে কোনো বাধা নেই। এটাকে শরিয়া বা দ্বীনি কোনো বিধান দেওয়ার সুযোগ নেই। কারণ, ইসলামে এর কোনো স্থান নেই।
ইসলামে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতার বিধান দেওয়া হয়নি।
তবে কেউ যদি তাঁর ঘরে ২০ জন লোককে দাওয়াত দিয়ে খাওয়ায়, এটা কিন্তু হারাম নয়। এটি জায়েজ ও উত্তম কাজ।
এটি রাসূল (সা.)-এর সহিহ বুখারি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি সে করতে পারে। কিন্তু এই খতনা উপলক্ষেই করতে হবে—এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি বাধ্যবাধকতার বিষয় নয়।
Hasan