Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

জুম’আর আদব

Googleplus Pint
#1
??জুম’আর আদব??
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
1⃣ জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল (সাঃ) ওয়াজিব করেছেন,,
(বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮)। পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা একটি ভাল কাজ।
2⃣ জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা।
(বুখারীঃ ৮৮০)
3⃣ মিস্ওয়াক করা।
(ইবনে মাজাহঃ ১০৯৮, বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)
4⃣ গায়ে তেল ব্যবহার করা।
(বুখারীঃ৮৮৩)
5⃣ উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা।
(ইবনে মাজাহঃ১০৯৭)
6⃣ মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা।
(তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬)
7⃣ মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা- এটা ওয়াজিব।
(বুখারীঃ ৯৩৪, মুসলিমঃ৮৫৭, আবু দাউদঃ১১১৩, আহমাদঃ১/২৩০)
8⃣ আগে ভাগে মসজিদে যাওয়া।
(বুখারীঃ৮৮১, মুসলিমঃ৮৫০)
9⃣ পায়ে হেঁটে মসজিদে গমন।
(আবু দাউদঃ ৩৪৫)
? জুম’আর দিন ফজরের নামাজে ১ম রাক’আতে সূরা সাজদা (সূরা নং-৩২) আর ২য় রাকা’আতে সূরা ইনসান(দাহর)(সূরা নং-৭৬) পড়া।
(বুখারীঃ৮৯১, মুসলিমঃ৮৭৯)
1⃣1⃣ সূরা জুম’আ ও সূরা মুনাফিকুন দিয়ে জুম’আর সালাত আদায় করা। অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুম’আ আদায় করা।
(মুসলিমঃ৮৭৭, ৮৭৮)
1⃣2⃣ জুম’আর দিন ও জুম’আর রাতে বেশী বেশী দুরুদ পাঠ।
(আবু দাউদঃ ১০৪৭)
1⃣3⃣ এ দিন বেশী বেশী দোয়া করা।।
(বুখারীঃ ৯৩৫)
1⃣4⃣ মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া।
(বুখারীঃ৯১০, ৮৮৩)
1⃣5⃣ মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা।
(আবু দাউদঃ ৩৪৩, ৩৪৭)
1⃣6⃣ কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা।
(বুখারীঃ৯১১, মুসলিমঃ২১৭৭, ২১৭৮)
1⃣7⃣ খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দু’রাকা’আত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ সালাত আদায় করা ছাড়া না বসা।
(বুখারীঃ ৯৩০)
1⃣8⃣ জুম’আর দিন জুম’আর পূর্বে মসজিদে জিকর বা কোন শিক্ষামুলক হালকা না করা। অর্থাৎ ভাগ ভাগ হয়ে, গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোন শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন।
(আবু দাউদঃ ১০৮৯)
1⃣9⃣ কেউ কথা বললে ‘চুপ করুন’ এটুকুও না বলা।
(নাসায়ীঃ ৭১৪, বুখারীঃ ৯৩৪)
2⃣0⃣ মসজিদে যাওয়ার আগে কাঁচা পেয়াজ, রসুন না খাওয়া ও ধুমপান না করা।
(বুখারীঃ ৮৫৩)
2⃣1⃣ ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা।
(আবু দাউদঃ ১১১৯)
2⃣2⃣ ইমামের খুৎবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা।
(আবু দাউদঃ ১১১০, ইবনে মাজাহঃ ১১৩৪)
2⃣3⃣ খুৎবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে।
(আবু দাউদঃ ১১০৮)
2⃣4⃣ জুম’আর দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তায়ালা দুই জুম’আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন।
(হাকেমঃ ২/৩৬৮, বায়হাকীঃ ৩/২৪৯)
2⃣5⃣ জুম’আর আযান দেওয়া। অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয় তা।
(বুখারীঃ ৯১২)
2⃣6⃣ জুম’আর ফরজ নামাজ আদায়ের পর মসজিদে ৪ রাকা’আত সুন্নাত সালাত আদায় করা।
(বুখারীঃ ১৮২, মুসলিমঃ ৮৮১, আবু দাউদঃ ১১৩০)
2⃣7⃣ উযর ছাড়া একই গ্রাম ও মহল্লায় একাধিক জুম’আ চালু না করা। আর উযর হল এলাকাটি খুব বড় হওয়া, বা প্রচুর জনবসতি থাকা, বা মসজিদ দূরে হওয়া, বা মসজিদে জায়গা না পাওয়া, বা কোন ফিতনা ফাসাদের ভয় থাকা।
(মুগনি লিবনি কুদামাঃ ৩/২১২, ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহঃ ২৪/২০৮)
2⃣8⃣ ওজু ভেঙ্গে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। অতঃপর আবার ওজু করে মসজিদে প্রবেশ করা।
(আবু দাউদঃ ১১১৪)
2⃣9⃣ একান্ত উযর না থাকলে দুই পিলারে মধ্যবর্তী ফাঁকা জায়গায় সালাত আদায় না করা।
(হাকেমঃ ১/১২৮)
3⃣0⃣ সালাতের জন্য কোন একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা
(আবু দাউদঃ৮৬২)।
অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা বরং যে আগে আসবে সেই আগে বসবে।
3⃣1⃣ কোন নামাজীর সামনে দিয়ে না হাঁটা অর্থাৎ মুসুল্লী ও সুতরার মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা।
(বুখারীঃ৫১০)
3⃣2⃣ এতটুকু জোরে আওয়াজ করে কোন কিছু না পড়া, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে।
(আবু দাউদঃ ১৩৩২)
3⃣3⃣ খুৎবার সময় খতীবের কোন কথার সাড়া দেওয়া বা তার প্রশ্নের জবাব দানে শরীক হওয়া জায়েজ।
(বুখারীঃ ১০২৯, মুসলিমঃ ৮৯৭)
3⃣4⃣ হানাফী আলেমগন বলেছেন যে, ভিড় প্রচণ্ড হলে সামনের মুসুল্লীর পিঠের উপর সিজদা দেওয়া জায়েজ
(আহমাদঃ১/৩২)।
দরকার হলে পায়ের উপর ও দিতে পারে
(আর রাউদুল মুরবী)
3⃣5⃣ যেখানে জুম’আর ফরজ আদায় করেছে, উত্তম হল ঐ একই স্থানে সুন্নাত না পড়া। অথবা কোন কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নাত সালাত আদায় করা।
(মুসলিমঃ ৭১০, বুখারীঃ ৮৪৮)

★আল্লাহর দিকে আহবান★

★join this groups★
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  http://vaild.work @ SHOP DUMPS  TRACK 1&2 CASHAPP PAYPAL& CC CLONED ATM CARDS EUROPE/ legitdumps79 0 200 05-13-2025, 10:01 AM
Last Post: legitdumps79
  অনেক আঁধার পেরিয়ে লেখক : মুহাম্মাদ জাভেদ কায়সার (রহ) mirahasan 0 6,079 01-18-2020, 07:23 PM
Last Post: mirahasan
  অজু নিয়ে কিছু হাদিস mirahasan 0 1,820 01-18-2020, 07:21 PM
Last Post: mirahasan
  [ইসলামিক]  আত্মীয়-স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে কি? Hasan 0 2,102 11-14-2018, 04:20 PM
Last Post: Hasan
  নিজের মৃত্যুর জন্য কি দোয়া করা যাবে? Hasan 0 2,165 11-21-2017, 12:26 PM
Last Post: Hasan
  প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? Hasan 0 2,098 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? Hasan 0 2,559 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  আকিকার মাংসের কোনো বণ্টন পদ্ধতি কি আছে? Hasan 0 2,058 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২ ডিসেম্বর Hasan 0 2,119 11-21-2017, 12:22 PM
Last Post: Hasan
  দাওয়াহ এর ফজিলত bdyousufctg 0 2,763 11-05-2017, 12:04 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)