05-25-2017, 10:39 PM
একশো তিরিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত! ২৯টি প্রদেশ, সাতটি ধর্মের মানুষ, অসংখ্য ভাষা ও সংস্কৃতির সংমিশ্রণের পরও ভারত এক ও অখন্ড! আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশি এই দেশটি সম্পর্কে কতটুকুই জানেন, আপনি?
চলুন ভারত সম্পর্কে কিছু অজানা তথ্য আজ জানা যাক..
১. উন্নয়নশীল ভারতবর্ষই সেই দেশ যা বিশ্বকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার দিয়ে থাকে। বিশ্বের বড় বড় তথ্য-প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়াররা।
২. সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম সৈন্য শক্তি ভারতেরই রয়েছে। সেনাসংখ্যার নিরিখে চীন ও আমেরিকার পরই ভারতের স্থান রয়েছে। আর ভারতের প্রায় অর্ধেক সংখ্যক সেনা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান।
৩. এমনকী, জাতিসংঘের শান্তিরক্ষক সেনা বাহিনীতেও ভারতীয় সেনার দলটিই দ্বিতীয় বৃহত্তম দল।
৪. বিনোদনের ক্ষেত্রেও সকলের থেকে এগিয়ে ভারতবর্ষই। এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয়।
৫. মহাকাশ গবেষণা খাতে খরচ করার মূল্য এতদিনে পাচ্ছে ভারত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেস প্রোগ্রামগুলির একটি ভারতের।
৬. ভারতের পাঠানো চন্দ্রায়ণ-১-এর পাঠানো তথ্যের মাধ্যমে বিশ্ব জানতে পারে চাঁদেও জল থাকার সম্ভাবনা রয়েছে।
৭. এই ভারতবর্ষেই হয়েছিল প্রথম সফল প্লাস্টিক সার্জারি। কে করেছিলেন জানেন? শুশ্রূত। যাকে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে অভিহিত করা হয়।
৮. ইংল্যান্ড কিংবা আমেরিকা নয় ভারতই সে দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইংরেজিতে কথা বলে থাকেন।
৯. পড়াশোনায় সবচেয়ে বেশি আগ্রহ ভারতীয়দেরই। জানা গিয়েছে, ভারতীয়রাই সবচেয়ে বেশি সংখ্যক সময় বই পড়ে কাটান।
১০. বিশ্বের সবচেয়ে বেশ নিরামিষাশি মানুষও এদেশেই বাস করেন।
১১. ভারতই পৃথিবীকে দিয়েছে দাবার মতো খেলা।
১২. ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ শান্তিপূর্ণ এক সমাবেশে একত্র হয়ে থাকেন। কোথায় জানেন? কুম্ভমেলা।
১৩. বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী বিশিষ্ট স্কুল এই ভারতবর্ষেই রয়েছে। উত্তরপ্রদেশের লখনউয়ের সিটি মনটেসরি স্কুল। পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ে এই স্কুলে।
চলুন ভারত সম্পর্কে কিছু অজানা তথ্য আজ জানা যাক..
১. উন্নয়নশীল ভারতবর্ষই সেই দেশ যা বিশ্বকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার দিয়ে থাকে। বিশ্বের বড় বড় তথ্য-প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়াররা।
২. সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম সৈন্য শক্তি ভারতেরই রয়েছে। সেনাসংখ্যার নিরিখে চীন ও আমেরিকার পরই ভারতের স্থান রয়েছে। আর ভারতের প্রায় অর্ধেক সংখ্যক সেনা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান।
৩. এমনকী, জাতিসংঘের শান্তিরক্ষক সেনা বাহিনীতেও ভারতীয় সেনার দলটিই দ্বিতীয় বৃহত্তম দল।
৪. বিনোদনের ক্ষেত্রেও সকলের থেকে এগিয়ে ভারতবর্ষই। এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয়।
৫. মহাকাশ গবেষণা খাতে খরচ করার মূল্য এতদিনে পাচ্ছে ভারত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেস প্রোগ্রামগুলির একটি ভারতের।
৬. ভারতের পাঠানো চন্দ্রায়ণ-১-এর পাঠানো তথ্যের মাধ্যমে বিশ্ব জানতে পারে চাঁদেও জল থাকার সম্ভাবনা রয়েছে।
৭. এই ভারতবর্ষেই হয়েছিল প্রথম সফল প্লাস্টিক সার্জারি। কে করেছিলেন জানেন? শুশ্রূত। যাকে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে অভিহিত করা হয়।
৮. ইংল্যান্ড কিংবা আমেরিকা নয় ভারতই সে দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইংরেজিতে কথা বলে থাকেন।
৯. পড়াশোনায় সবচেয়ে বেশি আগ্রহ ভারতীয়দেরই। জানা গিয়েছে, ভারতীয়রাই সবচেয়ে বেশি সংখ্যক সময় বই পড়ে কাটান।
১০. বিশ্বের সবচেয়ে বেশ নিরামিষাশি মানুষও এদেশেই বাস করেন।
১১. ভারতই পৃথিবীকে দিয়েছে দাবার মতো খেলা।
১২. ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ শান্তিপূর্ণ এক সমাবেশে একত্র হয়ে থাকেন। কোথায় জানেন? কুম্ভমেলা।
১৩. বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী বিশিষ্ট স্কুল এই ভারতবর্ষেই রয়েছে। উত্তরপ্রদেশের লখনউয়ের সিটি মনটেসরি স্কুল। পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ে এই স্কুলে।
Hasan