01-13-2017, 10:25 PM
অনলাইন থেকে কোনো ফাইল, ছবি, ভিডিও ডাউনলোড করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে সাধারণত সি ড্রাইভে সেইভ হয়ে থাকে। অনেক সময় কম্পিউটারে নানা সমস্যার কারণে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয়। তখন সি ড্রাইভের ফাইলগুলো ব্যাকআপ রাখা না হলে সেগুলো হারিয়ে যায়।
অনেক সময় ভাইরাস বা অন্য ক্রুটির কারণে সি ড্রাইভে প্রবেশও করা যায় না। এমন ক্ষেত্রে ডাউনলোড করা ফাইলগুলো উদ্ধার করার উপায় থাকে না।
এ সমস্যা থেকে মুক্তি দিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে রয়েছে ফরম্যাট অনুযায়ী ফাইলগুলো বিভিন্ন ড্রাইভে সংরক্ষণের সুবিধা। এ টিউটোরিয়ালের তুলে ধরা হলো কিভাবে সংরক্ষণের এ কাজ করতে হবে।
প্রথমে টাস্কবারের নোটিফিকেশন বা স্টার্ট থেকে সেটিংসে যেতে হবে।
তারপর ‘system’-এ গিয়ে ‘storage’-এ ক্লিক করতে হবে।
তাহলে কম্পিউটার হার্ডড্রাইভের বিস্তারিত দেখা যাবে। কোন ড্রাইভ, কতটুকু জায়গা দখল করে আছে জানা যাবে সেটি থেকে।
এর নিচে রয়েছে ‘save locations’ নামে একটি ফিচার। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কোন ধরনের ফাইল, কোন ড্রাইভে সংরক্ষণ করতে চান ব্যবহারকারীরা তা নির্ধারণ করে দিতে পারবেন।
এতে রয়েছে ডকুমেন্ট, ছবি, মিউজিক, ভিডিও ইত্যাদি ফাইলগুলো নির্দিষ্ট ড্রাইভে সংরক্ষণের সুবিধা। এ জন্য যে ফাইল যে ড্রাইভে সংরক্ষণ করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে সেইভ হয়ে যাবে।
অনেক সময় ভাইরাস বা অন্য ক্রুটির কারণে সি ড্রাইভে প্রবেশও করা যায় না। এমন ক্ষেত্রে ডাউনলোড করা ফাইলগুলো উদ্ধার করার উপায় থাকে না।
এ সমস্যা থেকে মুক্তি দিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে রয়েছে ফরম্যাট অনুযায়ী ফাইলগুলো বিভিন্ন ড্রাইভে সংরক্ষণের সুবিধা। এ টিউটোরিয়ালের তুলে ধরা হলো কিভাবে সংরক্ষণের এ কাজ করতে হবে।
প্রথমে টাস্কবারের নোটিফিকেশন বা স্টার্ট থেকে সেটিংসে যেতে হবে।
তারপর ‘system’-এ গিয়ে ‘storage’-এ ক্লিক করতে হবে।
তাহলে কম্পিউটার হার্ডড্রাইভের বিস্তারিত দেখা যাবে। কোন ড্রাইভ, কতটুকু জায়গা দখল করে আছে জানা যাবে সেটি থেকে।
এর নিচে রয়েছে ‘save locations’ নামে একটি ফিচার। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কোন ধরনের ফাইল, কোন ড্রাইভে সংরক্ষণ করতে চান ব্যবহারকারীরা তা নির্ধারণ করে দিতে পারবেন।
এতে রয়েছে ডকুমেন্ট, ছবি, মিউজিক, ভিডিও ইত্যাদি ফাইলগুলো নির্দিষ্ট ড্রাইভে সংরক্ষণের সুবিধা। এ জন্য যে ফাইল যে ড্রাইভে সংরক্ষণ করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে সেইভ হয়ে যাবে।
Hasan