01-15-2017, 10:48 PM
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতিসংঘে মার্কিন তহবিল হ্রাস যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যে চরম ক্ষতিকর হবে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার মাত্র এক সপ্তাহ আগে তিনি এ বিষয়ে সতর্ক করলেন।
১৩ জানুয়ারি শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তার শেষ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে পাওয়ার সাংবাদিকদের বলেন, জাতিসংঘে মার্কিন তহবিল হ্রাস বা প্রত্যাহার করার মার্কিন নীতিতে রাশিয়া ও চীনের মতো দেশগুলো লাভবান হবে।
পাওয়ার বলেন, ‘জাতিসংঘে নেতৃত্ব দেয়ার মাধ্যমে আমরা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি।’ জাতিসংঘে প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রদূত হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর আগামী সপ্তাহে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
তিনি বলেন, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অর্থ সরবরাহ থেকে আমরা বিরত থাকলে বা তহবিল প্রত্যাহার করে নিলে তা হবে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য চরম ক্ষতিকর। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সব ধরনের তহবিল হ্রাসে মার্কিন সিনেটে একটি বিল আনার পর পাওয়ার এমন হুশিয়ারি উচ্চারণ করেন।
১৩ জানুয়ারি শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তার শেষ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে পাওয়ার সাংবাদিকদের বলেন, জাতিসংঘে মার্কিন তহবিল হ্রাস বা প্রত্যাহার করার মার্কিন নীতিতে রাশিয়া ও চীনের মতো দেশগুলো লাভবান হবে।
পাওয়ার বলেন, ‘জাতিসংঘে নেতৃত্ব দেয়ার মাধ্যমে আমরা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি।’ জাতিসংঘে প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রদূত হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর আগামী সপ্তাহে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
তিনি বলেন, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অর্থ সরবরাহ থেকে আমরা বিরত থাকলে বা তহবিল প্রত্যাহার করে নিলে তা হবে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য চরম ক্ষতিকর। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সব ধরনের তহবিল হ্রাসে মার্কিন সিনেটে একটি বিল আনার পর পাওয়ার এমন হুশিয়ারি উচ্চারণ করেন।
Hasan