Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

দাজ্জাল কোথায় আছে : সে কি এখন জীবিত?

Googleplus Pint
#1
একদিন রাসূল (সাঃ) বললেন, “ আমি তোমাদেরকে জড়ো
করেছি এ জন্য যে তামিম আদ দারি একজন খ্রিস্টান ছিল এবং
একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম
হয়েছে। আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণণা
করেছে, যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা
বলেছিলাম তার সাথে মিল আছে” রাসূল (সাঃ) বললেন, লাখমান
জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু
লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিল, বড় ঢেউ খেলে
তাদের জাহাজ ওলটপালট হয়ে গেল, আর একটা অজানা
দ্বীপে তরী ফেলার আগ পর্যন্ত তারা এক মাস ধরে
দিকভ্রান্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল।
সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই
দ্বীপ অভিমুখে যাত্রা শুরু করল, এটা ছিল রাতের বেলা, তারা
সকালে সেই দ্বীপে পৌছল। এরপর তারা একটা জন্তুকে
দেখল, যেটার সারা শরীর ছিল পশমে ভর্তি, তাই সে
জন্তুটির সামনের দিক পেছনের দিক থেকে আলাদা করা
যাচ্ছিল না।
তারা তাকে বলল, “ওহে, তুমি কে?”, জন্তুটি উত্তর দিল, “আমি
জাসসাসা” তারা জিজ্ঞেস করল, “জাসসাসা কি” সে এই প্রশ্নের
উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে একটা আশ্রমে
আস, সেখানে একটা লোক বসে আছে সে
তোমাদের সাথে দেখা করতে চায়। তারা এটা বর্ণণা করছেন
নিজের ভাষায়, সেটা শুনে আমরা কিছুটা সংশয়ে পড়ে গেলাম,
আমাদের কাছে মনে হল সে বিপদজনক কিছু হতে পারে।
আমরা ভেতরে গেলাম, তাকে দেখলাম, সে অতিকায় এক
লোক, এমন অতিকায় কাউকে আমরা কখনও আগে দেখি নি।
লোকটিকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার
শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
আমরা বললাম, “ওহে, তুমি কে?” সে বলল, “তোমরা তো
আমাকে দেখলে, তোমরা কারা সে সম্বন্ধে আমাকে
কিছু বল” তো এরপর তারা বলল, “আমরা আরব, আমরা সাগরে
পথ হারিয়েছি এরপর এই দ্বীপে এসে পৌছেছি” লোকটি
অতঃপর বলল, “আমাকে বাইসান নামক স্থানের তালগাছ
সম্পর্কে কিছু বল” বাইসান হচ্ছে আশ-শামের একটি অঞ্চল।
তারা বলল, “বাইসানের তালগাছ সম্পর্কে তুমি কি জানতে চাও?”,
সে বলল, “সেগুলোতে কি ফল ধরে?”, তারা বলল, “হ্যাঁ,
ধরে” এরপর লোকটি বলল, “এমন একটা সময়ের আগমন
হবে যখন সেই গাছে আর ফল ধরবে না। সে বলল,
“আমাকে তাবারিয়াতে যে একটা হ্রদ আছে না, সেটা নিয়ে
কিছু বল, সেই হ্রদে কি এখন পানি আছে?”।. তাবারিয়া
ফিলিস্তিনের একটি হ্রদ। তারা উত্তর দিল, “হ্যাঁ”, লোকটি তখন
বলল, “এমন একটা সময়ের আগমন হবে যখন সেই পানি
শুকিয়ে যাবে”।. আল্লাহু আলম, ইহুদীরাই এ হ্রদ শুকিয়ে
ফেলবে। এরপর সে তাদের কাছে জানতে চাইল, জুগারে
বসন্ত কালে কি পানি থাকে কিনা, তারা উত্তর দিল, থাকে। সে
বলল, “লোকেরা কি সেই পানিকে সেচকাজে ব্যবহার
করে, তারা বলল, হ্যাঁ করে, আর সেখানে অনেক পানি
আছে, লোকে সেগুলো কৃষিকাজে ব্যবহার করে। সে
জবাবে আর কিছু বলল না। তারপর সে বলল, “সেই নিরক্ষর
নবী সম্পর্কে আমাকে কিছু বল”।. এই নিরক্ষর নবী
হচ্ছে নবী মুহাম্মদ (সাঃ)। তারা বলল, “তিনি মক্কা ছেড়ে
গিয়েছেন আর এখন মদীনায় আছেন”।. সে জিজ্ঞেস
করল, “আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে?”, তারা
বলল, “হ্যাঁ”।. সে জিজ্ঞেস করল, “উনি তাদের সাথে
কেমন আচরণ করছেন? তার সাথে আরবদের যুদ্ধে কে
জিতেছে?”, তারা উত্তর দিল, “তিনি জয়লাভ করেছেন আর
এখন তারা তার অনুগত। তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা
তাকে মেনে নেবে”।.
এবার লোকটির পরিচয় দেবার পালা। সে বলল, “আমি হচ্ছি
মসীহ। এটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেয়া
হবে আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব, এবং আমি ৪০ দিনের
মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব, মক্কা এবং
তাইয়্যেবা-এ দুটো শহর ছাড়া, তাইয়্যেবা হচ্ছে মদীনা।
আমাকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। আমি
যখনই সেখানে ঢুকতে যাব, সেখানে কিছু ফেরেশতা
থাকবে, তারা মক্কা এবং মদীনার প্রতিটি প্রবেশপথে পাহারা
দেবে।
এতটুকু বলে, রাসূল (সাঃ) তার হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত
করে ৩ বার বললেন, “এটাই হল তাইয়্যেবা”।. তারপর তিনি
বললেন, “আমি কি তোমাদেরকে আগে এমনটি বলি নি?”,
লোকে উত্তর দিল, “হ্যাঁ বলেছেন”, তিনি বললেন, “আমি
তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ
সে যা বলেছে আর আমি তোমাদের আগে যা বলেছি
তার মধ্যে মিল আছে”।.
এরপর রাসূল (সাঃ) বললেন, “সে এখন আশ-শামের সাগরে
অবস্থান করছে”। আশ-শামের সাগর হচ্ছে ভূমধ্যসাগর, অথবা
ইয়েমেনের সাগর। আর ইয়েমেনের সাগর হচ্ছে
লোহিত সাগর কিংবা আরবসাগর। তারপর রাসূল (সাঃ) বললেন, “না”,
তিনি পূর্বদিক নির্দেশ করে ৩ বার বললেন, “সে পূর্ব দিকে
আছে”।.
এর মানে আমরা বুঝতে পারলাম, দাজ্জালের অবস্থান মদীনার
পূর্বে, কিন্তু পূর্বের ঠিক কোথায় আছে, তা কেবল
আল্লাহই জানেন।
এই হাদীস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে,
এর মধ্যে একটা হচ্ছে, আদ-দাজ্জাল এখন জীবিত অবস্থায়
আছে এবং তামিম আদ দারি তাকে দেখেছিলেন। রাসূল (সাঃ) তার
বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এও জানি যে
দাজ্জাল ৪০ দিনে সারা
দুনিয়া ভ্রমণ
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? Ragu 0 1,553 09-16-2017, 10:24 AM
Last Post: Ragu
  মনের আশা - আকাঙ্ক্ষা পূরণে যেভাবে দোয়া করবেন Hasan 0 2,103 05-15-2017, 08:38 AM
Last Post: Hasan
  পবিত্র শব-ই–বরাতের নামাজ পড়ার নিয়ম Hasan 0 1,589 05-12-2017, 12:13 AM
Last Post: Hasan
  শবে বরাতে পালনীয় আমলসমূহ Hasan 1 1,683 05-11-2017, 03:05 PM
Last Post: bdyousufctg
  [ইসলামিক]  কুফরী কি? কোন কাজ মানুষকে ইসলাম থেকে বের করে দেয়? কুফরীর প্রকারভেদ সম্পর্কে জানি আমরা bdyousufctg 0 1,655 05-06-2017, 11:18 PM
Last Post: bdyousufctg
  কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে। Hasan 0 2,925 03-20-2017, 10:16 AM
Last Post: Hasan
  মাগরিবের নামাজের আগে কি ঘরের জানালা বন্ধ করতে হবে? Hasan 0 1,757 03-19-2017, 11:21 AM
Last Post: Hasan
  বিসমিল্লাহ আসলে কি এবং এর ফযিলত! Hasan 0 1,663 03-19-2017, 11:20 AM
Last Post: Hasan
  সুন্নতে খতনার অনুষ্ঠান করা কি জায়েজ? Hasan 0 2,001 03-19-2017, 11:19 AM
Last Post: Hasan
  প্রশ্ন : সুদ কেন হারাম? Hasan 0 1,754 03-16-2017, 08:33 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)