01-15-2017, 06:23 PM
“দায়”
____নির্মলেন্দু গুণ
চোখ নেই বলে দেখতে পাইনি হীরা চুনী আর পান্না
কান নেই বলে শুনতে পাইনি মানুষ-পাখির কান্না ।
নাক নেই বলে গন্ধ পাইনি বকুল-শেফালি ফুলের,
ত্বক নেই বলে স্পর্শ পাইনি নারীর নরোম চুলের ।
জিভ নেই বলে বুঝতে পারিনি, আমৃত স্বাদ কিনা--,
বুক নেই বলে বইতে পারিনি মানুষের দেয়া ঘৃণা ।
হাত নেই বলে তোমার শিকল পরতে পারিনি হাতে,
পদহীন বলে পথের পাথেয় হারিয়েছি বেদনাতে ।
মন আছে বলে মনের শিকল বনের পাখির পায়ে
পরায়ে পরায়ে কেটেছে জীবন, ঠেকেছি
প্রেমের দায়ে ।
____নির্মলেন্দু গুণ
চোখ নেই বলে দেখতে পাইনি হীরা চুনী আর পান্না
কান নেই বলে শুনতে পাইনি মানুষ-পাখির কান্না ।
নাক নেই বলে গন্ধ পাইনি বকুল-শেফালি ফুলের,
ত্বক নেই বলে স্পর্শ পাইনি নারীর নরোম চুলের ।
জিভ নেই বলে বুঝতে পারিনি, আমৃত স্বাদ কিনা--,
বুক নেই বলে বইতে পারিনি মানুষের দেয়া ঘৃণা ।
হাত নেই বলে তোমার শিকল পরতে পারিনি হাতে,
পদহীন বলে পথের পাথেয় হারিয়েছি বেদনাতে ।
মন আছে বলে মনের শিকল বনের পাখির পায়ে
পরায়ে পরায়ে কেটেছে জীবন, ঠেকেছি
প্রেমের দায়ে ।
Hasan