02-20-2017, 10:22 AM
অনেক কিছুই রয়ে যায় গোপন,
যা বলা যায় না যখন তখন।
গোপন কথা শোনার মানুষ লাগে,
সবাই হতে পারে না মনের মতন,
রাজকন্যা ঠিক তোর মতন।
যার সাথে হয়ে যাবে মনের মিলন,
তার সাথেই করবে সে কত আলাপন।
রাজকন্যা তুই ছাড়া নেই যে কেউ বোঝার মতন।
রাজকন্যা তুই ফিরে আয়, ফিরে আয়
সে দুঃখী , তোরে বারে বারে চায়।
রাজকন্যা তুই ফিরে আয়, ফির আয়
সে দুঃখী , তোরে খুঁজে বেরায়।
সে কথা বন্ধু খোঁজে ইথারে উথারে-
খুঁজে মরুতে, তুষার শুভ্র দেশে,
কোথাও না পায় কাউরে,
সে যে তোকে হারিয়ে দুঃখী হল,
আর কাউরে পেল না খুঁজে।
ধোঁয়ায় ধোঁয়ায় কাটছে জীবন,
আঁধারে হাতড়ে আর কত?
রাজকন্যা তুই ফিরে আয়, ফিরে আয়
সে দুঃখী , তোরে বারে বারে চায়।
রাজকন্যা তুই ফিরে আয়, ফির আয়
সে দুঃখী , তোরে বারে বারে চায়।
যা বলা যায় না যখন তখন।
গোপন কথা শোনার মানুষ লাগে,
সবাই হতে পারে না মনের মতন,
রাজকন্যা ঠিক তোর মতন।
যার সাথে হয়ে যাবে মনের মিলন,
তার সাথেই করবে সে কত আলাপন।
রাজকন্যা তুই ছাড়া নেই যে কেউ বোঝার মতন।
রাজকন্যা তুই ফিরে আয়, ফিরে আয়
সে দুঃখী , তোরে বারে বারে চায়।
রাজকন্যা তুই ফিরে আয়, ফির আয়
সে দুঃখী , তোরে খুঁজে বেরায়।
সে কথা বন্ধু খোঁজে ইথারে উথারে-
খুঁজে মরুতে, তুষার শুভ্র দেশে,
কোথাও না পায় কাউরে,
সে যে তোকে হারিয়ে দুঃখী হল,
আর কাউরে পেল না খুঁজে।
ধোঁয়ায় ধোঁয়ায় কাটছে জীবন,
আঁধারে হাতড়ে আর কত?
রাজকন্যা তুই ফিরে আয়, ফিরে আয়
সে দুঃখী , তোরে বারে বারে চায়।
রাজকন্যা তুই ফিরে আয়, ফির আয়
সে দুঃখী , তোরে বারে বারে চায়।