Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ফ্রিতে ইন্টারন্যাশনাল পেওন্যার মাষ্টার কার্ড (Payoneer Master Card)

Googleplus Pint
#1
ফ্রিতে ইন্টারন্যাশনাল পেওন্যার মাষ্টার কার্ড (Payoneer Master Card) নিয়েনিন ঘরে বসে সাথে $25 বোনাস সহ ... আরো অন্যান্য টিপস
[Image: Payoneer%2BMasterCard.png]
আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন এবং সাথে $25 ডলার বোনাস সহ । Payoneer Master Card আপনার কি কাজে লাগবে সংক্ষেপে বলতে গেলে এটা দিয়ে আপনি অনলাইন শপিং করতে পারবেন, অনলাইন বিল উত্তোলন ও প্রদান করতে পারবেন, অনলাইনে অর্জিত টাকা উত্তোলন করতে পারবেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে অর্জিত টাকা উত্তোলন করেতে পারবেন, অনলাইনে মিউজিক সিডি, ল্যাপটপ, সফটওয়্যার, জুয়েলারী, বই, বিভিন্ন গিফট, ডোমেইন, হোস্টিং স্পেসসহ আরো অন্যান্য অনলাইন শপিং এর কাজে এই কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু, সেভেন সার্চ সহ অন্যান্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে এই কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া বাহিরের যে সকল মার্কেট প্যালেসে কাজ করেন সেই সকল মার্কেট প্যালেস সহ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে পেমেন্ট আনার সহজ উপায় হলো Payoneer Master Card যেমন- ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ফাইভার, ম্যাক্সবান্টি, ক্লিকসিওর, ক্লিকব্যাংক, রবোফরেক্স ইত্যাদি এই সকাল সাইট থেকে টাকা এনে আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকের ATM Both সহ পৃথীবির ২০০টির ও বেশি দেশে যে কোন ATM Both থেকে টাকা ($) উত্তোলন করতে পারবেন। বেশি কথা না বলে কাজে চলে যাই......

বর্তমানে মাস্টার কার্ড পতে আপনার যে দুইটি জিনিস লাগবে।
১) বাংলাদেশের যে কোন ব্যাংকের একটি ব্যাংক একাউন্ড।
২) NID (জাতীয় পরিচয় পত্র) অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট।

এখন ধরুন আপনি জাতীয় পরিচয় পত্র দিয়ে মাস্টার কার্ড এর জন্য আবেদন করবেন। সে ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্ড এর নাম/নামের বানান একই হতে হবে। যদি নাম/নামের বানান এক রকম না হয় তা হলে সমস্যাই হবে।

প্রথম ধাপে আপনার ব্যাংক একাউন্ড লাগবে ব্যাংক একাউন্ড ছাড়া আপনি প্রথম ধাপ উত্তিন্ন হতে পারবেন না।
ধাপ - ১

প্রথমে এখানে ক্লিক করে Sign Up করুন ।
নিচের ছবিটি দেখুন.......
[Image: 1.png]
Sign Up & Earn $25* এ ক্লিক করুন ....

ক্লিক করার পরে যে ফরমটি আসবে সেই ফরমটির Individual টি সিলেক্ট করে আপনার জাতীয় পরিচয় পত্র (NID) এবং ব্যাংক একাউন্ড মোতাবেক ফরমটি পূরুন করুন। সকল ইনফোরমেশন ঠিক মত দিয় Next বাটনে ক্লিক করুন .....

নিচের ফরম টিতে আপনার পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোর্সেন নামটি দিয়ে পূরন করে Next বাটনে ক্লিক করুন....
(বি:দ্র:=> ইমেল এড্রেস, পাসওয়ার্ড, এবং সিকিউরিটি কোর্সেন এই গুলো অবশ্যই মনে রাখতে হবে )
Tips, payoneer, payoneer mastercard, mastercard, credit cards, credit card, debit card, apply for credit card, mastercard securecode, prepaid debit cards,
Prepaid Debit Card

এখানে আপনার ব্যাংক একাউন্ড এর ইনফরমেশন দিন


SUBMIT এ ক্লিক করার পরে আপনাকে নিচের এই ম্যাসেজটি দেখাবে।

এখানে বলা হয়েছে আপনার একাউন্ডটি এখন রিভিউতে আছে। এই রিভিউর মাধ্যমে তার আপনার ব্যাংক একাউন্ড যাছাই করবে। আপনার ব্যাংক একাউন্ড যদি ঠিক থাকে তাহলে তারা ২ থেকে ৫ দিনে মধ্যে আপনার একাউন্ডটি এপ্রুভ করে দিবে। সেঠি আপনাকে ই-মেইল করে জানিয়ে দিবে।
এখন আপনার একাউন্ড তৈরি কাজ শেষ........ এখন মাস্টার কার্ড পাওয়ার পালা।

-------*****--------*****--------***-------***------

ধাপ - ২
-------*****--------*****--------***-------***------

এখান আপনার একাউন্ডে ডুকার জন্য উপরের দিকে ডান কোনায় Login এ ক্লিক করুন.....



তার পর আপনার ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগিং(Login) করুন.......নিছের মত করে
Login and Sign Up Tips, Sign Up Tips, Sign Up Tip, Login Tips

লগইন করলেই নিচের মত একটি পেজ আসবে সেখানে দুটি প্রশ্ন সিলেক্ট করুন, এবং সাথে তার উত্তর দিন।
(বিদ্র:- উত্তর গুলো অবশ্যই মনে রাখতে হবে --- কখনো যাদি একাউন্ডটি সমস্যা হয় অথবা অন্য কেউ আপনার একাউন্ড নিয়ে যাওয়ার চেষ্ট করে তখন প্রয়োজন হবে)
login ques tips, tips



এখন আপনার সকল ইনফোরমেশন তারা রিভিউ করবে......
আপনার ব্যাংক একাউন্ড এর ইনফরমেশন ঠিক থাকলে নিছের মত একটি ইমেল দিয়ে আপনাকে যানিয়ে দিবে....আপনার এাকাউন্ড এপ্রুভ হয়েছে।
Payoneer Master Card Approval, Master Card Approval, Card Approval
Master Card Approval

একাউন্ড এপ্রুভ হওয়ার পর আপনার পেওন্যার একাউন্ড ডেসবোর্ড নিছের মত দেখবেন......

এখন হলো আপনার মাস্টার কার্ডে জন্য আবেদনের পালা......
মাস্টার কার্ডে আবেদন এর জন্য নিছের ছবিটির ডান পাসে উপরে তাকান Order Card অপশনে ক্লিক করুন



তারপর নিছের মত একটি পেজ আসবে......

এখানে আপনি National ID সিলেক্ট করুন এবং আপনার নাম National ID নম্বর সহ আপনি কোন এড্রেসে কার্ড পেতে চান তা সঠিক ভাবে পূরন করুন।
সকল তথ্য সঠিক ভাবে দেওয়ার পরে ORDER এ ক্লিক করুন।





এখন হলো কার্ড National ID Card সাবমিট করার পালা..

তার জন্য প্রথমে Receive নামের মেনুতে ক্লিক করুন > তার পর Global Payment Service এ ক্লিক করুন। এখন Global Payment Service পেজ এর নিচের দিকে লক্ষ করুন Proof of Identity লিংকে গিয়ে আপনার আইডি কার্ডটি সাবমিট করতে হবে......

কি ভাবে আইডি কার্ড আপলোড করতে হবে তার একটি ডেমো দিয়ে দিলাম নিছে.........
Payoneer National ID Verification , Payoneer ID Verification, ID Verification

সকল কিছু ঠিক থাকলে ৩ থেকে ৫ দিনে মধ্যে আপনাকে যানিয়ে দিবে কত তারিখের মধ্যে আপনার এড্রেসে আপনার মাস্টার কার্ডটি পেতে পারেন....
Approval Card, Master Card

এখন আপনার একাউন্ডটি নিচের মত দেখাবে.........


এখন আপনাকে ২০ থেকে ২৫ দিন অপেক্ষা করতে হবে মাস্টার কার্ড সহ একটি চিঠি পাওয়ার জন্য সেই মাস্টার কার্ড টিতে একটি নাম্বার দেওয়া থাকবে তা দিয়ে মাস্টার কার্ডটি একটিভ করতে হব ............

চিঠি টি পাওয়ার জন্য ৫ থেকে ১০ দিন পরে আপনি আপনার পোষ্ট অফিসে গিয়ে পোষ্ট মাস্টারে সাথে যোগাযোগ করুন তবেই সে গুরুত্ব সহকারে আপনার চিঠি টি খোজ করে আনবে....... তাতে যাদি আপনি তাকে ৫০/১০০ টাকা দেন ক্ষতি কি ।

-------*****--------*****--------***-------***------

ধাপ - ৩
-------*****--------*****--------***-------***------

এখন ধরুন আপনার চিঠি টি এসেছে চিঠি টি দেখতে ঠিক এমন হবে । নিছের ছবির মত হবে........
Activate Your Card, Active

এখন কার্ডটি Active করার জন্য প্রথমে আপনার একাউন্ডে প্রবেশ করুন । তার পরে Card Activation আইকনে ক্লিক করুন। নিচের ছবির মত..........

Card Activation, Card Activ,
Card Activation

Card Activation এ ক্লিক করার পরে যে ৩টি ঘর আসবে তার প্রথম ঘরে আপনার মাষ্টার কার্ডের নাম্বার লিখুন, দ্বিতীয় ও তৃতীয় ঘরে চার সংখ্যার চারটি পিন কোড দিন, যেটি সব সময় আপনার টাকা উত্তোলন করতে গেলে দরকার হবে। নিচের ছবিতে দেখুন.....
Card Activation, Payoneer Master Card Apply id upload, Payoneer Master Card Active, $25 Bonus, Payoneer Free Master Card
Card Activation


এখন আপনার একাউন্ড Activation এর কাজ শেষ। এখন সুধু ডলার অপলোড/রির্চাস করবেন...........

তবে একটি কথা মনে রাখবেন মাস্টার কার্ড একটিভ করার পর ৩মাসের মধ্যে ডলার লোড না করলে আপনার মাস্টার কার্ড সহ একাউন্ডটি (ব্লক)বাতিল হয়ে যাবে ....... তাই সাবধান বুজে শুনে একাউন্ড খুলবেন। আপনার ঐ আইডি কার্ড দিয়ে আর কোন একাউন্ড খুলতে পারবেন না।

( প্রয়োজনীয় পরামর্শ কারো মাস্টার কার্ড আসতে সমস্যা হলে Contact Us এই লিংকে গিয়ে যোগাযোগ করুন। এই লিংকে গিয়ে আপনি তিন রকমে যোগাযোগ করতে পারবেন যেমন :- ‍Message, Live Chat এবং Call আমার সাজেসন হলো Live Chat এ যোগাযোগ করা সবচাইতে ভালো )


(বি: দ্র:- US এর যে কোন পেমেন্ট সার্ভিস থেকে ১০০ ডলার লোড করলেই ২৫ ডলার বোনাস পাবেন। আপনি ইচ্ছা করলে পরবর্তিতে যে কোন এটিএম বুথ থেকে এই টাকা তুলে নিতে পারবেন। US পেমেন্ট সার্ভিস গুলো হলো :- ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ফাইভার, ম্যাক্সবান্টি, ক্লিকসিওর, ক্লিকব্যাংক,ইত্যাদি.........এই ধরনের আরো শত শত ওয়েভ সাইট আছে যে কোন একটি সাইট থেকে ডলার লোড করলেই হবে ।)

কোন কিছু বুজতে সমস্যা হলে হলে নিছে কমেন্ট এর মাধ্যে জানাবেন আমি যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।


আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা হলে অবশ্যই নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন.....
image সহ দেখতে এখানে ক্লিক করুন।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কিভাবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে টাকা আয় করবেন bdyousufctg 3 4,754 12-30-2017, 11:25 PM
Last Post: bdyousufctg
  [মোবাইল] অজান্তেই স্মার্টফোনের ডাটা শেষ হওয়া বন্ধ করুন Hasan 0 1,496 09-22-2017, 03:47 PM
Last Post: Hasan
  Root grura dhaken plzzzzzzzzzz marin.don.boss 3 2,025 07-07-2017, 06:55 PM
Last Post: marin.don.boss
  [Exclusive] এই বার Ascii আর্ট করুন আপনার Android phone Teulip Boy 0 2,725 07-05-2017, 01:37 PM
Last Post: Teulip Boy
  জানা অজানা মজার তথ্য – ১ম পর্ব bdyousufctg 2 5,541 07-04-2017, 11:25 PM
Last Post: bdyousufctg
  জেনে নিন Android এর ১০টি সিক্রেট কোড আর হয়ে জান Android এর BoSs bdyousufctg 0 2,025 07-02-2017, 09:25 PM
Last Post: bdyousufctg
  MX Player ব্যবহার কারিদের জন্য ৫টি দারুন ট্রিক যে গুলো আপনার অজানা bdyousufctg 0 3,866 06-19-2017, 05:20 PM
Last Post: bdyousufctg
  ফোনের ইন্টারনেট স্লো! জেনে নিন কীভাবে বাড়াবেন ফোনের গতি Hasan 0 2,414 06-17-2017, 02:56 AM
Last Post: Hasan
  অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির গাইড লাইন {cby} bdyousufctg 0 3,152 06-03-2017, 06:28 PM
Last Post: bdyousufctg
  স্মার্টফোনের যত্নে যে কাজগুলো করবেন Hasan 0 1,426 05-25-2017, 10:36 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)