08-29-2017, 04:16 PM
এমন একটা কার্যকরী প্রোডাক্টের কথা জানবো। সেটি হলো 'পন্ডস পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ'।
কেন এ প্রোডাক্ট জাদুকরী
* মুখের ত্বকে অতিরিক্ত ব্রণ থাকলে সারিয়ে তোলে ধীরে ধীরে।
* ব্রণের দাগ সারিয়ে তোলে।
* মুখের লালচে ভাব দূর করে।
* তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দারুণ উপযোগী এ প্রোডাক্ট।
* রাতে শোবার আগে ব্যবহার করলে মুখের তেল, ময়লা এবং জমে থাকা ধূলো পরিষ্কার হয়ে যায় নিমিষেই।
* মেকআপ তুলে ফেলতে বেশ কার্যকরী। এমনকি পানিনিরোধক মেকআপও তুলে ফেলে।
* ত্বকের স্বাভাবিক তৈলগ্রন্থির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।
দাম কেমন
পন্ডস ব্র্যান্ডের সকল ফেসওয়াশ সাধ্যের ভেতরেই পাওয়া যায়। এটি আপনি ৩০০-৩২০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
কোথায় পাবেন
যেকোন ভালো সুপারশপ যেমন আগোরা, মীনা বাজার, স্বপ্ন এবং আলমাসে পাবেন সহজেই। এছাড়া মেডিকেল স্টোর ও ফার্মেসিগুলোতেও খোঁজ করতে পারেন।
সতর্কতা
মনে রাখবেন, যাদের ত্বকে একেবারেই পিম্পল কিংবা ব্রণ নেই এবং যাদের ত্বক একেবারে শুষ্ক তাদের এ ফেসওয়াশ ব্যবহার না করাই উত্তম। কারণ, এটি শুধুমাত্র তৈলাক্ত ত্বকের অধিকারী এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এই ছিলো আজকের রিভিউ। এই পণ্যটি ব্যবহারের অভিজ্ঞতা যদি আপনারও থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট আকারে আমাদের লিখে জানান। সেরা কমেন্টগুলো আমরা গ্রাহকের কমেন্ট হিসাবে যোগ করে দেব আমাদের এই ফিচারের সাথে!
সম্পাদনা: কে এন দেয়া
কেন এ প্রোডাক্ট জাদুকরী
* মুখের ত্বকে অতিরিক্ত ব্রণ থাকলে সারিয়ে তোলে ধীরে ধীরে।
* ব্রণের দাগ সারিয়ে তোলে।
* মুখের লালচে ভাব দূর করে।
* তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দারুণ উপযোগী এ প্রোডাক্ট।
* রাতে শোবার আগে ব্যবহার করলে মুখের তেল, ময়লা এবং জমে থাকা ধূলো পরিষ্কার হয়ে যায় নিমিষেই।
* মেকআপ তুলে ফেলতে বেশ কার্যকরী। এমনকি পানিনিরোধক মেকআপও তুলে ফেলে।
* ত্বকের স্বাভাবিক তৈলগ্রন্থির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।
দাম কেমন
পন্ডস ব্র্যান্ডের সকল ফেসওয়াশ সাধ্যের ভেতরেই পাওয়া যায়। এটি আপনি ৩০০-৩২০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
কোথায় পাবেন
যেকোন ভালো সুপারশপ যেমন আগোরা, মীনা বাজার, স্বপ্ন এবং আলমাসে পাবেন সহজেই। এছাড়া মেডিকেল স্টোর ও ফার্মেসিগুলোতেও খোঁজ করতে পারেন।
সতর্কতা
মনে রাখবেন, যাদের ত্বকে একেবারেই পিম্পল কিংবা ব্রণ নেই এবং যাদের ত্বক একেবারে শুষ্ক তাদের এ ফেসওয়াশ ব্যবহার না করাই উত্তম। কারণ, এটি শুধুমাত্র তৈলাক্ত ত্বকের অধিকারী এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এই ছিলো আজকের রিভিউ। এই পণ্যটি ব্যবহারের অভিজ্ঞতা যদি আপনারও থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট আকারে আমাদের লিখে জানান। সেরা কমেন্টগুলো আমরা গ্রাহকের কমেন্ট হিসাবে যোগ করে দেব আমাদের এই ফিচারের সাথে!
সম্পাদনা: কে এন দেয়া
Hasan