Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

অস্বাভাবিক তথ্য

Googleplus Pint
#1
পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের
মুখে শোনা যায় অনেক গা ছমছমে
অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর
রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা
শুনে পিলে চমকে যায়।
কয়েকজনের সাথে মুখোমুখি
সাক্ষাতে কথা বলে জানতে পারি যে,
ভোর হবার খানিক আগে নাকি নদী
মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই
লোভে স্থানীয় অনেক জেলেই
ঐ সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য।
যারা ঐ সময়ে মাছ ধরতে গিয়েছে
তাদের প্রত্যেকেরই জীবনে
কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার
মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই
সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা
হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের
ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক
রাতে মাছ ধরতে বের হোন। রাত ৩
টার দিকে হঠাত করে নদীতে বাতাস
একেবারে থেমে পরে। উল্লেখ্য,
নদীতে বাতাস পরে যাওয়া মানে
ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন
হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে । উনারা মাছ
ধরতে ধরতে অনেকটা ভেতরে
চলে গিয়েছিলেন। হঠাত তারা উভয়ই
লক্ষ্য করেন তাদের থেকে প্রায়
মাইলখানেক সামনে দিয়ে একটি যাত্রী
নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে
পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ
নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত
রঙের বাতি দেখা যায়।
অনেকটা নীলচে আভা বের হচ্ছে
সেই বাতি থেকে। মানুষগুলো
হয়তো বিপদে পড়তে পারে ভেবে
তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে
ঐ নৌকার পাশে চলে যান। নৌকার ভেতর
উঁকি দিয়ে চমকে উঠেন তৈয়ব। নৌকার
কোনো মাঝি নেই। তার চেয়ে
ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পরে
আছে একগাদা লাশ। পুরনো লাশ। পচে
গলে আছে। ছাউনির ভিতর একটা মরচে
পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব
আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়।
চাচাকে চিৎকার করতে দেখে বৈঠা
ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে
হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে
যাচ্ছে।
দৌড়ে গিয়ে কোনোমতে চাচার পতন
ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে
সামনে তাকিয়ে দেখে সেখানে
কোনো নৌকা দূরের কথা, আসে
পাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা
যাচ্ছে না। অথচ সে নিজে ঐ যাত্রী
নৌকায় নৌকা ঠেকিয়ে ছিল। নৌকায় নৌকায়
ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে।
ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের
নৌকা ডুবু ডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ
ছেলে। ছোটবেলা থেকে নৌকা
বেয়ে ওস্তাদ। কোনোমতে
চাচাকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা
টেনে ঘাঁটে লাগায়। তৈয়ব আলী টানা
১সপ্তাহ কথা বলতে পারে নি এরপরে।
এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে
দিয়েছে।
ঘটনা এখানে শেষ হলে ভালো
হতো।কিন্তু শুধু তৈয়ব আলীই নয়,
আরো অনেক জেলের সাথেই হুবুহু
একই জিনিস ঘটেছে। পদ্মার চরে
মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে
গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায়ই নৌকা
ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো
মিল আছে কি?
তথ্যটি ভাল লাগলে লাইক কমেন্ট করুন
এবং শেয়ার করে অন্যকে জানার
সুযোগ করে দিন ॥
Hasan
Reply


Messages In This Thread
অস্বাভাবিক তথ্য - by Hasan - 01-17-2017, 08:04 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [গল্প] জানাযার লাশের ঘটনা Hasan 0 2,207 01-02-2018, 01:29 PM
Last Post: Hasan
  [গল্প] ব্যাপারটা যতটা না ভৌতিক তারচেয়ে বেশি রহস্যময় Hasan 0 2,333 01-02-2018, 01:29 PM
Last Post: Hasan
  [গল্প] ছদ্দবেশ (ভুতের গল্প) Hasan 0 2,341 01-02-2018, 01:28 PM
Last Post: Hasan
  [গল্প] ভৌতিক কিছু গুরুত্বপূর্ন তথ্য দিলাম Hasan 0 2,502 01-02-2018, 01:26 PM
Last Post: Hasan
  [গল্প] রক্তখেকো (ভুতের গল্প) Hasan 0 2,187 01-02-2018, 01:23 PM
Last Post: Hasan
  ভুতের গল্পঃ নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার Hasan 0 2,068 01-02-2018, 01:21 PM
Last Post: Hasan
  রহস্যকুঠীর রানী ( পিশাচ কাহিনী) কাহিনী : মানবেন্দ্র পাল Maghanath Das 0 5,076 02-20-2017, 04:16 PM
Last Post: Maghanath Das
  সত্যি কাহিনী অবলম্বনে- হৃদয় নাড়া দেয়ার মত গল্প। পুরোটা পড়ুন- ... Maghanath Das 0 2,613 02-20-2017, 04:13 PM
Last Post: Maghanath Das
  একটি সত্য ঘটনা। ভুত/প্রেত/জীন বিশ্বাস না করলে পড়বেন না কেউ। Maghanath Das 0 2,801 02-20-2017, 04:12 PM
Last Post: Maghanath Das
  আমার বাবার অসুস্থতা Hasan 0 2,307 01-17-2017, 08:03 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)