02-20-2017, 10:27 AM
এই ভবে তার ওঝা নাই রে
নাই রে ওঝা সংসারে
আমি জানি না, জানি না
কি সাপে দংশিল আমারে।।
কোন বিষে নীল হইলাম আমি
দয়াল কোন বিষেতে এই বিষের ক্ষয়।।
না পাইলে ধন ভাবিতে হয়।।
কেউ ভাবে ওই ধন হারায়ে।
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
ভব নদী পাড়ি দেব
দয়াল সঙ্গের সাথি কারে নেবো।।
দেখাবে পথ কে আমারে।।
কোন পথে পাবো তাহারে।
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
চোখের আড়াল করে সদা
দয়াল কত রঙের খেলা খেলে।।
বুঝলে খেলা দারুণ মজা।।
না বুঝলে দর্শন দেয় কারে!
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
এই ভবে তার ওঝা নাই রে।।
নাই রে ওঝা সংসারে
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
নাই রে ওঝা সংসারে
আমি জানি না, জানি না
কি সাপে দংশিল আমারে।।
কোন বিষে নীল হইলাম আমি
দয়াল কোন বিষেতে এই বিষের ক্ষয়।।
না পাইলে ধন ভাবিতে হয়।।
কেউ ভাবে ওই ধন হারায়ে।
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
ভব নদী পাড়ি দেব
দয়াল সঙ্গের সাথি কারে নেবো।।
দেখাবে পথ কে আমারে।।
কোন পথে পাবো তাহারে।
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
চোখের আড়াল করে সদা
দয়াল কত রঙের খেলা খেলে।।
বুঝলে খেলা দারুণ মজা।।
না বুঝলে দর্শন দেয় কারে!
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।
এই ভবে তার ওঝা নাই রে।।
নাই রে ওঝা সংসারে
আমি জানিনা, জানিনা
কি সাপে দংশিল আমারে।