02-20-2017, 10:46 AM
বিশেষজ্ঞের উত্তর: ইসলামের দৃষ্টিতে কোনো নারী এক স্বামী বর্তমান থাকা অবস্থায় অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবেন না। অন্য পুরুষের সাথে তার বিয়েও বৈধ হবে না। বিয়ে করলেও তা জেনা ব্যভিচার হিসেবে পরিগণিত হবে।
ইসলামে কোনো নারী সাধারণত তার স্বামীকে তালাক দিতে পারেন না। তালাক দেয়ার অধিকার কেবল পুরুষের দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্ত্রী স্বামী থেকে তালাক নামক অধিকারটি ক্রয় করতে পারেন। এ ধরনের তালাককে খোলা তালাক বলা হয়। এটির ধরন হচ্ছে- স্ত্রী স্বামীর সাথে আলোচনা করে এই মতে উপনীত হবে যে, ‘আমি তোমাকে তিন লাখ (বা যে কোনো পরিমাণ) টাকা দেব তুমি আমাকে তালাক দেয়ার ক্ষমতা হস্তান্তর করবে।) স্বামী যদি উক্ত চুক্তিতে ঐক্যমত পোষণ করে এবং স্ত্রীকে তালাকের ক্ষমতা হস্তান্তর করে এর বিনিময়ে কোনো সম্পদ গ্রহণ করেন কেবল তখনই একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারেন।
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ও
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।
ইসলামে কোনো নারী সাধারণত তার স্বামীকে তালাক দিতে পারেন না। তালাক দেয়ার অধিকার কেবল পুরুষের দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্ত্রী স্বামী থেকে তালাক নামক অধিকারটি ক্রয় করতে পারেন। এ ধরনের তালাককে খোলা তালাক বলা হয়। এটির ধরন হচ্ছে- স্ত্রী স্বামীর সাথে আলোচনা করে এই মতে উপনীত হবে যে, ‘আমি তোমাকে তিন লাখ (বা যে কোনো পরিমাণ) টাকা দেব তুমি আমাকে তালাক দেয়ার ক্ষমতা হস্তান্তর করবে।) স্বামী যদি উক্ত চুক্তিতে ঐক্যমত পোষণ করে এবং স্ত্রীকে তালাকের ক্ষমতা হস্তান্তর করে এর বিনিময়ে কোনো সম্পদ গ্রহণ করেন কেবল তখনই একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারেন।
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ও
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।
Hasan