02-20-2017, 10:51 AM
বিশেষজ্ঞের উত্তর: বিয়েতে কলেমা পড়ার কোনো বিধান নেই। দুজন সাক্ষীর উপস্থিতিতে, দেনমোহর নির্ধারণে, উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয়। আর বিয়েতে কাজী খুতবা পড়েন এবং এই খুতবা পড়াটা সুন্নত। আপনার বর্ণনা মতে, ওদের বিয়ে দুইবার হয়ে গেছে। একবার হয়েছে- কোর্টে, আরেকবার বিয়ে পড়িয়েছেন একজন হুজুর। দুইজন চেতনাবান পুরুষকে সাক্ষী রেখে, মোহরানা ধার্য করে মেয়ের বাবা বা অন্য কোনো অভিভাবক উক্ত মেয়েকে যদি বিয়ে দিয়ে থাকেন তাহলে বিয়ে হয়ে যাবে এবং তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে অভিহিত করা যাবে। তাছাড়া স্বাবালিকা মেয়ে নিজেও বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে তা উচিত নয়।
কাবিনের সাথে বিয়ের সম্পর্ক হচ্ছে আইনি সহায়তা ও অধিকার পাওয়ার। বিয়ে সম্পন্ন হতে কাবিন লাগে না। এখন কাবিন করিয়ে ফেলতে বলুন। আর সংসার করতে গেলে টুকটাক ঝামেলা লাগবেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শুভকামনা
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
কাবিনের সাথে বিয়ের সম্পর্ক হচ্ছে আইনি সহায়তা ও অধিকার পাওয়ার। বিয়ে সম্পন্ন হতে কাবিন লাগে না। এখন কাবিন করিয়ে ফেলতে বলুন। আর সংসার করতে গেলে টুকটাক ঝামেলা লাগবেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শুভকামনা
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
Hasan