02-20-2017, 10:52 AM
পাঠকের প্রশ্ন: আমার কানপচা রোগ আছে। এটি ছোটবেলা থেকেই আছে। আমি যখন পুকুরে গোসল করতাম, কান দিয়ে প্রচুর পচা পানি পড়তো। এখনও পচা পানি পড়ে কিন্তু কম। কান চুলকায়, আমি সবসময় কোনো শলাকা কানে দিয়ে পচা পানি বের করি। আমি ডাক্তার দেখিয়েছি। কিন্তু স্থায়ীভাবে ভালো হচ্ছে না। আমার বয়স এখন ২০ বছর। আমি জানতে চাইছি- এর স্থায়ী চিকিৎসা আছে কী? এছাড়া এর কী ঘরোয়া কোনো চিকিৎসা আছে?
Hasan