02-20-2017, 10:52 AM
বিশেষজ্ঞের উত্তর: আপনি বলেছেন যে, ছোটবেলা থেকেই আপনার কানপচা রোগ আছে এবং কান থেকে পচা পানি পড়ে। অর্থাৎ ছোটবেলা থেকেই আপনার কানে ইনফেকশন বিদ্যমান। এইরকম দীর্ঘমেয়াদী ইনফেকশন থাকলে কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি পুকুরে ডুব দেওয়া ও কানে শলাকা ঢোকানো বন্ধ করুন এবং একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যান।
যদি কানের পর্দা ছিদ্র হয়ে থাকে, তাহলে আপনাকে দীর্ঘদিন এন্টিবায়োটিক খেয়ে কানের ইনফেকশন কমাতে হবে ও কান শুকাতে হবে। তারপর চিকিৎসক প্রয়োজন মনে করলে আপনার কানের অপারেশন করবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন
ডাঃ লুৎফুন্নাহার নিবিড়
মেডিকেল অফিসার
কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
যদি কানের পর্দা ছিদ্র হয়ে থাকে, তাহলে আপনাকে দীর্ঘদিন এন্টিবায়োটিক খেয়ে কানের ইনফেকশন কমাতে হবে ও কান শুকাতে হবে। তারপর চিকিৎসক প্রয়োজন মনে করলে আপনার কানের অপারেশন করবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন
ডাঃ লুৎফুন্নাহার নিবিড়
মেডিকেল অফিসার
কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
Hasan