02-20-2017, 10:53 AM
পরামর্শ:সত্যি কথা বলবো, কাকে জীবনসঙ্গী করবে সেই সিদ্ধান্ত তোমার কোনমতেই এখন নেয়া উচিত হবে না। কোনভাবেই না। তোমার এখনও বয়সই হয়নি জীবনসঙ্গী বেছে নেয়ার মত। মাত্র শুরু করেছো জীবন, এই মুহূর্তেই বিয়ে-শাদী বা এই ধরণের চিন্তায় নিজেকে আবদ্ধ করে ফেলো না। নিজেই চিন্তা করে দেখো, কিছুদিন আগেও অন্য একটি ছেলেকে তোমার ভালো লাগতো। আজ সময়ের পরিবর্তনে আরেকটি ছেলে তোমাকে সময় দিচ্ছে বলে তাকে ভালো লাগে। কিছুদিন পর যে অন্য কাউকে ভালো লাগবে না, সেটার গ্যারান্টি কী?
কাউকে ভালো লাগা মোটেও দোষের কিছু না। বিশেষ করে তোমাদের এই বয়সে। বরং এটাই ভালো লাগার বয়স। কিন্তু কাউকে ভালো লাগা, তার প্রেমে পড়া এবং তাকে ভালবাসা- তিনটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন তিনটি জিনিস। সকল ভালো লাগাই প্রেম নয়, সকল প্রেমই ভালোবাসায় পরিণত হয় না। এবং সব ভালোবাসার মানুষকেই কিন্তু বিয়ে করা যায় না। বিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। যাকে বিয়ে করবে, তাকে ভালবাসা তো অবশ্যই জরুরী। কিন্তু সাথে এটাও খুব ভালো করে যাচাই করে দেখা দরকার যে মানুষটি স্বামী বা স্ত্রী হিসাবে কেমন। আসলেই কি বাকি জীবন তার হাত ধরে কাটাতে পারবে? সে কি জীবন চলার পথে ভালো রাখবে তোমাকে?
সবচাইতে জরুরী যে ব্যাপার, একসাথে দুজন মানুষের সাথে সম্পর্ক রাখা যায় না। তোমাকে তাই দুজনের মাঝে যে কোন একজনকে বেছে নিতে হবে। একই সাথে দুজনের সাথে সম্পর্ক রাখলে কারো সাথেই সম্পর্কটা ভালবাসা পর্যন্ত যাবে না, আপু। বরং একটা সময়ে দুজনই তোমাকে ছেড়ে চলে যাবে। আরেকটা জিনিস মনে রাখবে, ভালবাসা কেবল সময় দেয়াই নয়, বরং ধৈর্য ধরারও নাম। আর কার সাথে সম্পর্ক রাখবে? তার সাথেই সম্পর্ক রেখো, যার কাছে তোমাকে দেয়ার মত সম্মান আছে। যার কাছে তোমার কথার মূল্য আছে। এবং যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় তোমাকে রেখেছে।
শুভকামনা তোমার জন্য।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
সাহিত্যিক
কাউকে ভালো লাগা মোটেও দোষের কিছু না। বিশেষ করে তোমাদের এই বয়সে। বরং এটাই ভালো লাগার বয়স। কিন্তু কাউকে ভালো লাগা, তার প্রেমে পড়া এবং তাকে ভালবাসা- তিনটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন তিনটি জিনিস। সকল ভালো লাগাই প্রেম নয়, সকল প্রেমই ভালোবাসায় পরিণত হয় না। এবং সব ভালোবাসার মানুষকেই কিন্তু বিয়ে করা যায় না। বিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। যাকে বিয়ে করবে, তাকে ভালবাসা তো অবশ্যই জরুরী। কিন্তু সাথে এটাও খুব ভালো করে যাচাই করে দেখা দরকার যে মানুষটি স্বামী বা স্ত্রী হিসাবে কেমন। আসলেই কি বাকি জীবন তার হাত ধরে কাটাতে পারবে? সে কি জীবন চলার পথে ভালো রাখবে তোমাকে?
সবচাইতে জরুরী যে ব্যাপার, একসাথে দুজন মানুষের সাথে সম্পর্ক রাখা যায় না। তোমাকে তাই দুজনের মাঝে যে কোন একজনকে বেছে নিতে হবে। একই সাথে দুজনের সাথে সম্পর্ক রাখলে কারো সাথেই সম্পর্কটা ভালবাসা পর্যন্ত যাবে না, আপু। বরং একটা সময়ে দুজনই তোমাকে ছেড়ে চলে যাবে। আরেকটা জিনিস মনে রাখবে, ভালবাসা কেবল সময় দেয়াই নয়, বরং ধৈর্য ধরারও নাম। আর কার সাথে সম্পর্ক রাখবে? তার সাথেই সম্পর্ক রেখো, যার কাছে তোমাকে দেয়ার মত সম্মান আছে। যার কাছে তোমার কথার মূল্য আছে। এবং যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় তোমাকে রেখেছে।
শুভকামনা তোমার জন্য।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
সাহিত্যিক
Hasan