02-25-2017, 10:21 PM
জাপানি প্রতিষ্ঠান সনি বিশ্বের সবচেয়ে দ্রুততম এসডি কার্ড উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এসএফ-জি সিরিজের এই এসডি কার্ডের রাইটিং স্পিড ২৯৯ এমবিপিএসের বেশি। রাইটিং স্পিড বাদেও এই কার্ডের রিড স্পিড ৩০০ এমবিপিএসের বেশি।
সনি জানিয়েছে, এই এসডি কার্ড পানি, তাপমাত্রা এবং এক্স-রে প্রতিরোধী। এছাড়াও এই স্পিডে অনেক বড় আকারের ফাইল খুব দ্রুততার সঙ্গে কম্পিউটারে স্থানান্তর করা যাবে। ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবির সংস্করণে পাওয়া যাবে এই কার্ড। তবে এই এসডি কার্ড কিনতে কত খরচ হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে সনি জানিয়েছে, এই এসডি কার্ড, বিশেষ করে ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরা ব্যবহারকারী এবং প্রফেশনাল ফটোগ্রাফারদের বাড়তি সুবিধা দেবে। এছাড়া এর দ্রুত রাইট স্পিড ডিজিটাল ইমেজ সেবায় সর্বাধিক কার্যদক্ষতা সমর্থন করবে।
সূত্র: দ্য ভার্জ, গ্যাজেট ৩৬০
সনি জানিয়েছে, এই এসডি কার্ড পানি, তাপমাত্রা এবং এক্স-রে প্রতিরোধী। এছাড়াও এই স্পিডে অনেক বড় আকারের ফাইল খুব দ্রুততার সঙ্গে কম্পিউটারে স্থানান্তর করা যাবে। ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবির সংস্করণে পাওয়া যাবে এই কার্ড। তবে এই এসডি কার্ড কিনতে কত খরচ হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে সনি জানিয়েছে, এই এসডি কার্ড, বিশেষ করে ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরা ব্যবহারকারী এবং প্রফেশনাল ফটোগ্রাফারদের বাড়তি সুবিধা দেবে। এছাড়া এর দ্রুত রাইট স্পিড ডিজিটাল ইমেজ সেবায় সর্বাধিক কার্যদক্ষতা সমর্থন করবে।
সূত্র: দ্য ভার্জ, গ্যাজেট ৩৬০
Hasan