03-13-2017, 10:45 AM
ছারপোকার কামড়ে ৯৬ বছরের বৃদ্ধার মৃত্যু!
ছারপোকার কামড়ে ৯৬ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভ্যানিয়ায়। মৃত ব্যক্তির নাম ম্যারি স্টোনার। ঘটনায় তার সহায়তাকারী ডেবরা বাটলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও ডেবরা পুলিশকে জানিয়েছে, ওই ছারপোকাকে মারতে দিতেন না ম্যারি। বৃদ্ধার বিছানা ও বালিশের উপর থেকে ছারপোকা মিলেছে বলে জানা গেছে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই ছারপোকার কামড় সহ্য করেছেন ম্যারি।
এর ফলে তার শরীরে সংক্রমণ দেখা দেয়। যদিও ম্যারির সঙ্গে ওই বাড়িতেই থাকা আরেক বৃদ্ধার বিছানায় এমন কোনো ছারপোকা ছিল না। ম্যারি স্টোনারের মেয়ে ও নাতনিকে বিষয়টি জানানো হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে ডেবরা বাটলারকে।
ছারপোকার কামড়ে ৯৬ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভ্যানিয়ায়। মৃত ব্যক্তির নাম ম্যারি স্টোনার। ঘটনায় তার সহায়তাকারী ডেবরা বাটলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও ডেবরা পুলিশকে জানিয়েছে, ওই ছারপোকাকে মারতে দিতেন না ম্যারি। বৃদ্ধার বিছানা ও বালিশের উপর থেকে ছারপোকা মিলেছে বলে জানা গেছে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই ছারপোকার কামড় সহ্য করেছেন ম্যারি।
এর ফলে তার শরীরে সংক্রমণ দেখা দেয়। যদিও ম্যারির সঙ্গে ওই বাড়িতেই থাকা আরেক বৃদ্ধার বিছানায় এমন কোনো ছারপোকা ছিল না। ম্যারি স্টোনারের মেয়ে ও নাতনিকে বিষয়টি জানানো হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে ডেবরা বাটলারকে।
Hasan