Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

হাঁস না মুরগি, কোন ডিমে বেশি পুষ্টি?

Googleplus Pint
#1
অনলাইন ডেস্ক: কারও প্রিয় হাঁসের ডিম, কারও মুরগির।
অনেকে আবার আঁশটে গন্ধের কারণে হাঁসের
ডিম মুখে তুলতে চান না। কারও আবার মুরগির ডিমে
অরুচি। তবে, জনপ্রিয়তার কথা বললে কেউ কারও
থেকে কম যায় না। কিন্তু স্বাস্থ্য সচেতনরা বুঝে
উঠতে পারেন না কোন ডিম খাবেন। হাঁসের ডিম
খেলে বেশি পুষ্টি, নাকি মুরগির ডিম খেলে ঝরবে
মেদ। জেনে নিন কোন ডিম বেশি পুষ্টিকর।
আকার
মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম আকারে বড় হয়। এ
ছাড়াও হাঁসের ডিমের খোলা মুরগির ডিমের তুলনায়
বেশি শক্ত হয়। যে কারণে হাঁসের ডিম ৬ সপ্তাহ
পর্যন্ত খাওয়া যেতে পারে। যদিও, টাটকা ডিম খাওয়াই
স্বাস্থ্যের জন্য উপকারী।
আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড়
হয়। তাই যদি বেশি কুসুম খেতে চান বা আপনার
শরীরে বেশি প্রোটিনের প্রয়োজন হয়
তাহলে হাঁসের ডিম খান।
পুষ্টিগুণ
১০০ গ্রাম হাঁসের ডিম থেকে ১৮৫ কিলো ক্যালরি
এনার্জি পাওয়া যায়। যেখানে ১০০ গ্রাম মুরগির ডিম
থেকে পাওয়া যায় ১৪৯ কিলো ক্যালরি এনার্জি।
কার্বহাইড্রেট ও মিনারেলের পরিমাণ সমান হলেও
হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি
থাকে। উভয়ের ডিমেই সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ,
দস্তা, তামা, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম,
আয়রন থাকে। তবে হাঁসের ডিমে সব কিছুরই পরিমাণ
কিছুটা বেশি থাকে।
হাঁস, মুরগি উভয়ের ডিমেই থিয়ামিন, নিয়াসিন,
রাইবোফ্লোভিন, প্যান্টোথেনিক অ্যাসিড,
ফোলেট, ভিটামিন বি৬, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ,
ভিটামিন বি১২ ও রেটিনল থাকলেও হাঁসের ডিমে সব
ভিটামিনের পরিমাণই বেশি থাকে।
এ বার আসা যাকে ফ্যাট প্রসঙ্গে। ১০০ গ্রাম হাঁসের
ডিমে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ৩.৬৮ গ্রাম, ১০০
গ্রাম চিকেনে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ৩.১
গ্রাম। হাঁসের ডিমে মনোস্যাচুরেটেড ফ্যাটের
পরিমাণ মুরগির ডিমের থেকে ৫০ শতাংশ বেশি।
অ্যামাইনো অ্যাসিডের পরিমাণও হাঁসের ডিমে বেশি
হলেও থ্রিওনিন, আইসোলিউসিন, ট্রিপটোফ্যান,
লিউসিন, মিথিওনিন, লাইসিন, কিস্টিন, টাইরোসিন,
ফেনিলালানিন, ভ্যালাইন, সেরিন, গ্লাইসিন, প্রোলিন,
অ্যাসপারটিক অ্যাসিড, হিস্টিডিন, অ্যালানিন ও আর্জিনিন সব
ধরনের অ্যামাইনো অ্যাসিডই মজুত মুরগির ডিমেও।
তাই হাঁসের ডিম বেশি পুষ্টিকর হলেও এই ডিমে
কোলেস্টেরলের পরিমাণও বেশি থাকে। ১০০
গ্রাম হাঁসের ডিমে যেখানে কোলেস্টেরলের
পরিমাণ ৮৮৪ মিলিগ্রাম, ১০০ গ্রাম মুরগির ডিমে
কোলেস্টেরলের পরিমাণ ৪২৫ মিলিগ্রাম। তাই
হার্টের সমস্যা থাকলে অবশ্যই দূরে থাকুন হাঁসের
ডিম থেকে। যারা হাই প্রোটিন ডায়েট মেনে
চলতে চান তারা কুসুম ছাড়া হাঁসের ডিমের সাদা অংশ
খেতে পারেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 1,443 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 1,615 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,206 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 1,692 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 2,279 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 1,564 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 1,639 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 1,773 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 1,628 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 1,700 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)