01-15-2017, 10:40 PM
গঙ্গাসাগর মেলা শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। গত কয়েকদিনে প্রত্যেকবারের মতোই এবারও সাধুরা এসে ভিড় জমিয়েছেন বাবুঘাট চত্বরে। কয়েকটা দিন কাটিয়ে তাঁরা পাড়ি দেবেন গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে। এই মেলার জন্য প্রচুর নাগাসাধুরও আবির্ভাব হয় এখানে। অবশ্য শুধু এখানেই বা কেন, যেকোনও তীর্থস্থানেই দেখা যায় সাধুদের ভিড়।
আর সাধুদের গায়ে তেমন কিছু না থাকলেও ছাই দেখতে পাবেন।কিন্তু কখনও কি আপনার মনে প্রশ্ন এসেছে যে, সাধুরা গায়ে ছাই মাখেন কেন? এর পুরাণের কারণ বা ব্যাখ্যা অন্য হতে পারে। কিন্তু বিজ্ঞান বলে, সাধুরা গায়ে ছাই মাখেন তার কারণ, তাতে ঠাণ্ডা কম লাগে। হ্যাঁ, গায়ে ছাই মাখলে ঠাণ্ডা কম লাগে। একবার নিজেই গায়ে মেখে পরখ করে দেখতে পারেন। না হলে ভাবুন না, হাড় হিম করা ঠাণ্ডাতেও সাধুরা দিব্যি কিছু গায়ে না দিয়ে কাটিয়ে দেন কীভাবে! এর অনেকটাই ওই ছাই-এর কেরামতি।
সুত্রঃ জি নিউজ
আর সাধুদের গায়ে তেমন কিছু না থাকলেও ছাই দেখতে পাবেন।কিন্তু কখনও কি আপনার মনে প্রশ্ন এসেছে যে, সাধুরা গায়ে ছাই মাখেন কেন? এর পুরাণের কারণ বা ব্যাখ্যা অন্য হতে পারে। কিন্তু বিজ্ঞান বলে, সাধুরা গায়ে ছাই মাখেন তার কারণ, তাতে ঠাণ্ডা কম লাগে। হ্যাঁ, গায়ে ছাই মাখলে ঠাণ্ডা কম লাগে। একবার নিজেই গায়ে মেখে পরখ করে দেখতে পারেন। না হলে ভাবুন না, হাড় হিম করা ঠাণ্ডাতেও সাধুরা দিব্যি কিছু গায়ে না দিয়ে কাটিয়ে দেন কীভাবে! এর অনেকটাই ওই ছাই-এর কেরামতি।
সুত্রঃ জি নিউজ
Hasan