Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এই ‘বদভ্যাস’ গুলো থাকলে আপনি বুদ্ধিমান!

Googleplus Pint
#1
অনলাইন ডেস্ক: রাতজাগা, অগোছালো থাকার জন্য ছোটবেলায় কতই না বকাঝকা শুনতে হয়েছে! বাড়ির বড়দের দাবি, এ সব ‘বদভ্যাস’ থাকলে নাকি জীবনে সফল হওয়া যায় না। এত দিন ধরে আমরা অনেকেই তা-ই জানতাম। তবে আমার-আপনার বাড়ির বড়দের সঙ্গে এক দল বিশেষজ্ঞরা একমত হচ্ছেন না।

গবেষকদের দাবি, এ সব ‘বদভ্যাস’ আদতে আপনার অতি বুদ্ধিমান হওয়ার লক্ষণ। চোখ কপালে তোলা আরও অনেক ‘বদভ্যাস’-এর কথা জানিয়েছেন গবেষকরা। সেগুলি কী কী, তা জেনে নিন-

১) সারাক্ষণ গালিগালাজ করাটাই আপনার অভ্যাস হলেও লজ্জা পাবেন না। আপাতদৃষ্টিতে এই ‘বদভ্যাস’ থাকলে আসলে যে আপনি অতিমাত্রায় বুদ্ধিমান তা-ই নাকি প্রমাণ করে। পাশাপাশি, বন্ধুবান্ধবদের থেকেও আপনার জানা শব্দের পরিধিও অনেক বেশি। ২০১৪-তে ম্যাসাটুসেটস কলেজ অব লিবারাল আর্টসএ-র ল্যাঙ্গুয়েজ সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

২) বাঁ-হাতি বলে আপনার কম্পিউটারের মাউস উল্টো দিকে রাখতে হয়। পরিবারের সঙ্গে খেতে বসেও অতিথিদের সামনে অস্বস্তিতে পড়তে হয়। তবে খেয়াল করে দেখুন, আপনি হয়তো আপনার কলেজের বন্ধুবান্ধবদের থেকে বহু গুণ বেশি ভাল অঙ্ক কষতে পারেন। লিভারপুল ও মিলান বিশ্ববিদ্যালেয়ের মনোবিদররা ছয় থেকে ১৭ বছরের ২,৩০০ পড়ুয়াদের অঙ্ক কষতে দেন। তার পরেই এই সিদ্ধান্তে আসেন গবেষকরা।

৩) অফিসে নিজের কাজের জায়গা অগোছালো রাখেন বলে হামেশাই সহকর্মীদের বাঁকা কথা শুনতে হয়। মোটেও ঘাবড়াবেন না, গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এ ধরনের মানুষজন নাকি চারপাশের অপরিচ্ছন্নতার মধ্যেই খুব স্বচ্ছ চিন্তাভাবনা করতে পারেন। কারণ, চারপাশ অপরিচ্ছন্ন থাকলে মনোসংযোগে জোর দিতে বাধ্য হন তাঁরা।

৪) জানেন কি, রসবোধ থাকাটাও অতিমাত্রায় বুদ্ধিমান হওয়ার লক্ষণ। আপনার কথাবার্তা শুনে আশপাশের মানুষজন হেসে লুটোপুটি খেলে জানবেন, তা অতি বিচক্ষণতার লক্ষণ। অ্যাবেরিস্তউইথ বিশ্ববিদ্যালয়ের মনোবিদ জিল গ্রিনগ্রসের এমনটাই দাবি। তাঁদের দাবি, রসবোধসম্পন্ন মানুষেরা বিচক্ষণ হওয়া ছাড়াও ক্রিয়েটিভ হন।

৫) ২০০৯-এর এক গবেষণা রিপোর্টে প্রকাশিত, যাঁরা বেশি রাত পর্যন্ত জেগে থাকেন তাঁরা অত্যন্ত চালাকচতুর হন।

৬) যে সমস্ত টিনএজার যৌন সংসর্গে লিপ্ত থাকেন না তাঁরা নাকি অনেকের থেকেই বেশি বুদ্ধিমান। এমনটাই দাবি, নর্থ ক্যারিলাইনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ২০০০ সালে গবেষকেরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন, পরীক্ষায় দেখা গিয়েছে এই টিনএজাররা মৌখিক পরীক্ষায় অন্যদের থেকে অনেক এগিয়ে রয়েছে।

৭) সারাক্ষণই দুশ্চিন্তা করেন? ছোটখাটো বিষয়েও মাথার নেগেটিভ চিন্তাভাবনা ঘুরে বেড়ায়? অন্তারিও-র লেকহেড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অ্যালেক্স পেনি-র মতে, এ ধরনের মানুশজনের বুদ্ধিমত্তা অন্য অনেকের থেকে অনেক গুণ বেশি।

৮) পোষ্য হিসেবে বাড়িতে বেড়াল রয়েছে না কুকুর তা দেখেও আপনার বিচক্ষণতা মাপা যায়। এমনটাই দাবি উইসকনসিনের ক্যারোল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। তাঁদের দাবি, আপনার পোষ্য কুকুর না হয়ে বেড়াল হলে আপনার আইকিউ-ও বেশি হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 1,298 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 1,463 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,062 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 1,547 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 2,134 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 1,419 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 1,490 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 1,632 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 1,485 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 1,559 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)